চতুর্থ বাণী - “এলী এলী লামা শবক্তানী” অর্থাৎ “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?”
মথি ২৭ :৪৬
(খ) এই প্রথম যীশু ঈশ্বরকে 'পিতা' না বলে 'ঈশ্বর' বলে সম্বোধন করেছেন। যীশু সব সময় ঈশ্বরকে পিতা বলেই ডেকেছেন (যোহন ১৪ : ১-২৬, ১৫ ঃ ১, ৮, ১৬, ১৭ 8 ১, ৫, ১১, ২৫ এবং অন্যব্র)। গেৎশিমানী বাগানে তিনি মানসিক যন্ত্রণায় কাতর হয়ে যীশু ঈশ্বরের কাছে মিনতি করেছেন - “পিতা, যদি তোমার ইচ্ছা হয় ..।' আবার ক্রুশবিদ্ধ যীশু শক্রদের জন্য ক্ষমা ভিক্ষা করেছেন - 'পিতঃ ইহাদিগকে ক্ষমা কর ..।' কিন্ত এখানে 'ঈশ্বর' বলে সম্বোধন করেছেন কেন?
(গ) এই বাণীটি গীতসংহিতা ২২ : ১ পদের উদ্ভৃতি। ভক্ত দায়ুদ তার সংকটকালে ঈশ্বরের কাছে এই আর্তনাদ করেছিলেন। ইহুদী সন্তানদের গীতসংহিতা ও ভাববাদী পুস্তক মুখস্থ করতে হতো । তাই আমরা ধরে নিতে পারি যে যীশুর এই পদটি মুখস্থ ছিল। রষ্টের দুঃখভোগের কাহিনী প্রকৃতপক্ষে প্রিয়জনকর্তৃক তার পরিত্যক্ত ও নিঃসঙ্গ হওয়ার কাহিনী । জীবনে চলার পথে পদে পদে তাকে অপমানিত এবং পরিত্যক্ত হতে হয়েছে। পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছেন। নিজের শহর নাসরত তাকে গ্রহণ করেনি। যে জাতির মুক্তির জন্য এলেন, তারা তাকে পরিত্যাগ করল। যিহুদা আগেই তাকে পরিত্যাগ করেছিল। যে পিতরকে তিনি পাথর আখ্যা দিয়েছিলেন, তিনিও তাকে তিনবার অস্বীকার করেছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পর থেকে যীশুর সঙ্গে একটি নিরাপদ দূরতৃ বজায় রেখে চলছিলেন। শেষ পর্যন্ত যোহন ছাড়া আর সকলেই তাকে ত্যাগ করে ভয়ে পালিয়ে গিয়েছিলেন। গেতশিমানী বাগানে যীশুর মানসিক যন্ত্রণার ভাগীদার না হয়ে তাকে নিংসঙ্গ রেখে শিষ্েরা ঘুমিয়ে পড়েছিলেন। ইহুদী মহাসভা, হেরোদ অথবা পীলাতের বিচার সভায় যীশুর পক্ষে কেউই দীড়ায়নি। যীশু একজন নিঃসঙ্গ মানুষ । কিন্তু সকল দৈহিক নির্যাতন, ক্ষিপ্ত জনতা, রোমীয় সেনা ও পথচারীদের ব্যঙ্গ-বি্দ্ধপ তিনি নীরবে সহ্য করতে পেরেছিলেন কারণ তিনি জানতেন সকলে পরিত্যাগ করলেও পিতা ঈশ্বর তাকে পরিত্যাগ করেননি বা করতে পারেন না।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?