প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday

ads20

    পাল্মা রবিবার - প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা

    Palm Sunday - The journey of Jesus Christ to Jerusalem

    যিশাইয় ৫০: ৪-১০, সারিয় ৯:৯-১২, মথি ২১:১ - ১১  

    ঈশ্বরের দেওয়া নিরূপিত কাজ সম্পূর্ণ করার জন্য যীশু যিরূশালেমের দিকে শেষ যাত্রায় মনস্থির করলেন। সকলের অলক্ষ্যে গালিলের মধ্য দিয়ে (মার্ক : ৩০) যর্দন নদী পার হওয়ার আগে কফরনাহূমে কিছুক্ষণ থাকলেন। আবার যর্দন নদী পার হয়ে যিরিহোতে আসলেন। পরে যিরূশালেমের নিকটবর্তী হয়ে জৈতুন পর্বতে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে আসলেন। এই যাত্রাটি ছিল প্রভু যীশুর মশীহরূপের চিহ্ন। প্রায় দুমাইল কিদ্রণ হ্রদ পার হয়ে জলপাই বৃক্ষের পাহাড়ের মধ্য দিয়ে পবিত্র নগরীতে একটি গাধার পিঠে চড়ে প্রবেশ করার সময় "অনেক লোক তাদের গায়ের চাদর রাস্তার উপর বিছিয়ে দিয়েছিল আর অন্যরা গাছপালা থেকে পাতাসহ ডাল কেটে এনে পথে ছড়িয়ে দিয়েছিল। যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল-


    "হোশান্না দায়ূদ সন্তান,

    ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন: 

    উর্ধ্বলোকে হোশান্না "


    স্বভাবতই আমাদের মনে হতে পারে যিরূশালেমে যাওয়ার পথে যীশুর গাধার পিঠে চড়ে যাওয়ার কারণ কি? এ বিষয়ে সখরিয় ৯:৯ পদে বলা হয়েছে, “হে সিয়োন কন্যা, অতিশয় উল্লাস কর, হে যিরূশালেম কন্যা, জয়ধ্বনি কর। দেখ তোমার রাজা তোমার কাছে আসিতেছেনে; তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট।” অর্থাৎ তিনি যে মশীহ তা ইস্রায়েল জাতির কাছে প্রকাশ করলেন । তিনি সৈন্যবিহীন মশীহ, যিনি ঈশ্বরের সেবকরূপে নম্রতার প্রতীক।


    যীশু অনেকবার যিরূশালেমে এসেছেন। আজকের পাঠ অনুসারে এবারও আসলেন এবং এটি তাঁর শেষ আসা। তিনি একটি বিশেষ মিশন নিয়ে এবার যিরূশালেমে এসেছেন। যীশুর বিজয় যাত্রার বাহ্যিক দিকটা অতি সাধারণ ।একটি গাধা হলো তাঁর বাহন। গাধাটি নিজস্ব নয়-ধার করা। যীশু গালীল সাগর পাড়ি দিতেন ধার করা নৌকায়,



    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS