তুমি কি জান.. ( Do You Know?

ads20
    যেহেতু তুমি ঈশ্বরের নজরে একজন পাপী?
    “সকলেই পাপ করেছে, এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে।”Rom 3:23“আমরা যদি বলি যে আমাদের কোন পাপ নেই, তাহলে আমরা নিজেদেরকেই প্রতারণা করছি, এবং তার সত্য আমাদের মধ্যে নেই।” 1যোহন 1 :8
    তোমার মৃত্যু এবং ঈশ্বরের সাথে একটি সাক্ষাৎকার আছে! “মানুষের জন্য একবার মৃত্যু এবং মৃত্যুর পর তার বিচার হয়।” Hebrews 9 :27
    তুমি ঈশ্বরের দ্বারা বিচারপ্রাপ্ত হবে?
    “এবং যদি এই মনে কর যে তুমি, ও মানুষ, ঐ লোকেদের বিচার করে থাক যারা সেই কাজ করেছে তাহলে ভুল করছ কারণ তুমি নিজেও তাদের মত মন্দ কাজ কর, তাই একথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে ঈশ্বর তোমার বিচার করবেন। তুমি তার বিচার এড়াতে পারবে না? রোমীয় 2 : 3
    যদি তুমি তোমার জীবন ঈশ্বরের সাথে সঠিকভাবে না পাও, আগুনের একটি শাশ্বত হ্রদের জন্য তুমি নির্বাচিত হবে?
    “যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ। তারা পাতালে পতিত হবে।” গীতসংহিতা 9 :17
    “তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেনঃ সেখানে লোকে কান্নাকাটি করবে ও দাঁতে দাঁত ঘষতে থাকবে।” মথি 13 :42
    ঈশ্বরের সঙ্গে তোমার জীবনের অধিকার পেতে তোমার জন্য একটি উপায় আছে।
    “কারণ ঈশ্বর এই জগতকে এতই ভালবাসেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে..” যোহন 3:16
    অনন্ত জীবন লাভ করতে আমাকে কি করতে হবে? অনুশোচনা
    “মানুষের এই অজ্ঞতার সময়কে ঈশ্বর ক্ষমার চোখে দেখেছেন; কিন্তু এখন সব জায়গার সকল মানুষকে তিনি এর জন্য মন ফেরাতে বলেছেন” প্রেরিত 17:30
    2 .   তোমার পরিত্রাতা রূপে যীশু খ্রীষ্টকে গ্রহণ কর
    “কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল, যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেনঃ” যোহন 1 : 12


    • তোমার পাপ ঈশ্বরের সামনে স্বীকার করে নাও
    “আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদেরকে হতে আমাদের শুচি করবেন।” I যোহন 1: 9
    • সুসমাচারের প্রচার :“ঈশ্বরের বাক্য অনুসারে কাজ কর, শুনে কিছু না করে বসে থাকলে চলবে না, শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না।” যাকোব 1 :22 তুমি যদি আমার আদেশ পালন কর তুমি বাঁচবে, আমার এই শিক্ষামালা যেন তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে হিতোপদেশ 7 : 2
    Christo Sangeet Presenter

    খ্রীষ্ট সঙ্গীত অ্যাপ

    আপনার উপাসনার সঙ্গী, এখন আপনার হাতের মুঠোয়।

    সহজ ও নিরাপদ এবং সম্পূর্ণ অফলাইন সুবিধা।

    আজই ডাউনলোড করুন

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS