বড় দিন কি শুধু পর্ব?

ads20

     বড় দিন কি শুধু পর্ব?

    মাইকেল মিন্টু সরদার

    হেমন্তের আমন্ত্রণে শীতের আগমন। শীতের শিশির ভেজা প্রকৃতি সাজে নতুন সাজে। ফুলেফলে ভরে থাকে ধরণী।সরিষা ফুলের হলুদ চাঁদরে ঢাকা থাকে মাঠের পর মাঠ।খেজুরের রসের নতুন গুড়,নতুন ধানের চালের পায়েশ, পিঠে-পুলির সুস্বাদু খাবারের সুঘ্রাণে মেতে উঠে বাঙ্গালী।এই শীতের মাঝে ঘুরে-ফিরে বাঙ্গালীর ঘরে ঘরে প্রত্যেক বছর ফিরে আসে বড় দিন। প্রকৃতি যেন পুলোকিত হৃদয়ে জানন দেয় নবরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রীষ্টের জন্ম বারতা। প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসী অধীর আকাঙ্খায় চেয়ে থাকে প্রভু যীশু খ্রীষ্টের জন্ম দিন তথা শুভ বড় দিনকে যাকজমক ভাবে উৎযাপনের আকাঙ্খায়। বড় দিনের আমেজ ঘিরে থাকে প্রত্যেক পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে। ফেলে আসা বড় দিনের আনন্দঘন মূহত্ব গুলো স্মৃতির অকোপটে গাঁথা রয়েছে সকলের হৃদয়ে। ফিরে দেখা সেই বড় দিেেনর কথা। সবার বার্ষিক পরীক্ষা শেষ,পড়াশুনার কোন ঝামেলা নেই। সন্ধ্যায় মিশন বাড়ি থেকে ঘন্টার আওয়াজ আসতো নভেনা বা নগর কির্তণের জন্য। ছেলে-মেয়ে,যুবক-যুবতী,নারীপুরুষ, মন্ডলীর প্রাচীনেরা সবাই মিলিত হতো মিশন বাড়ীতে। তারপর ঢোল,করতাল আর ঝুমঝুমি নিয়ে কির্তন দল কির্তন করতো বাড়িতে বাড়িতে।নেচে-নেচে,তালে-তালে,বাহু তুলে কির্তন গাইতাম সারা গ্রাম। “রুম ঝুমাঝুম বাজনা বাজে আকাশের গায়, অযুত অযুত দূতে বীণা বাজায়” 

    শহর থেকে সবাই গ্রামে ফিরে আসে পরিবার পরিজনের সাথে বড় দিন উৎযাপনের জন্য। এ সময় মায়েরা সারা রাত ব্যস্ত হয়ে পড়ে ঢেকিতে চাউলের গুড়া কোটা সহ কাপড়- চোপড়, ঘর-বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতার কাজে।রং বেরঙের লাইট দিয়ে ঘর সাজানো,উঠানে আলপোনা আঁকানো আয়োজনের যেন শেষ নেই। উপাসনা,কেক কাটা,বিভিন্ন খাবার আইটেম সহ নানান প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আনন্দ সহকারে প্রভু যীশু খ্রীষ্টের জন্ম দিন তথা বড় দিন পর্ব পালন করে থাকি। প্রিয়জন,প্রশ্ন হলো আমাদের খ্রীষ্টীয় জীবনে বড় দিন কি শুধু পর্ব? বলা বাহুল্য যে,প্রত্যেক বছর বৈৎলেহমের গোয়াল ঘরে প্রভু যীশু জন্ম গ্রহণ করেন না।কিন্তু প্রত্যেক বছর তাঁর জন্ম উৎসব পালনের মধ্য দিয়ে আমরা আত্মিক পরিতৃপ্তি আমাদের জীবনে লাভ করতে পারি। ঈশ্বরের ঐশ্বরিক ভালোবাসায় আর একটি বার সিক্ত হই,সঞ্জীবিত হই। বড় দিন আমাদের জীবনে একটি বড় তাৎপর্য বহন করে,আর তাহল ঈশ্বরের স্বর্গীয় মহিমা “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন,যেন যে কেহ তাঁহাতে বিশ্বাস করে,সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।”(-যোহন ৩:১৬)। ঈশ্বর তাঁর পুত্র যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে জগতের পরিত্রাণ সাধন করেছেন। তাই খ্রীষ্টীয় জীবনে এই আনন্দ হলো অনন্ত জীবনের আনন্দ,পরিত্রাণের আনন্দ। আমরা যদি আমাদের জীবনে এই সত্য, ঈশ্বরের স্বর্গীয় মহিমা উপলদ্ধি করতে না পারি,তবে আমরা শুধু মাত্র বড় দিন পর্বই পালন করি।বাহ্যিক সমস্ত কিছুর যে প্রয়োজন নেই তা নয়, কিন্তু ঐশ্বরীক মহিমা উপলদ্ধি ছাড়া জাগতিক সমস্ত আয়োজন,আনন্দ বৃথা। তাই আমাদের জীবনে আত্মায় স্বর্গীয় আনন্দ অনুধাবন করা অতান্ত্য প্রয়োজন। যীশুর মা মরিয়ম প্রভু যীশুর আগমনী বার্তায় আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন “...আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে.আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে।”(-লুক১:৪৬-৪৭)। মরিয়মের উপস্থিতিতে ইলীশাবেতের গর্ভের সন্তান যোহন বাপ্তাইজক উল্লাসে নেচে উঠে ছিলেন-পড়–ন লুক১:৩৯-৪৪ পদ। প্রিয়জন, শুধু তাই নয়,আমরা পবিত্র বাইবেলের লূক২:১৩-১৪ পদে দেখতে পাই “-স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ঐ দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন,উর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে[তাঁহার] প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।” প্রিয়জন,স্বর্গদূত বাহিনীর বৃহৎ দল পার্থিব কোন বিষয়ের জন্য আনন্দিত হননি। বরং তাঁরা আনন্দিত হয়েছিল যুগযুগ ধরে ঈশ্বরের সেই প্রতিশ্রুত শান্তি রাজ প্রভু যীশু খ্রীষ্টের জন্ম বারতায়। বহু বছর আগে যিশাইয় ভাববাদী ভবিষৎবাণী করিছিলেন ‘কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন,একটি পুত্র আমাদিগকে দত্ত,হইয়াছে আর তাঁহার স্কন্ধের উপরে কর্তত্বভার থাকিবে,এবং তাঁহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী,বিক্রমশালী ঈশ্বর,সনাতন পিতা, শান্তি রাজ’যিশাইয় ৯:৬। জগৎ এবং জগতের মানুষ সন্তান প্রসুতি মায়ের মতো ব্যাথা খাইতেছিল মুক্তির আশায়,শান্তি রাজের আগমনের অপেক্ষায়। পৃথিবী যেন দীর্ঘঃশ্বাস নিচ্ছিল ক্ষয়ের দাসত্ব থেকে মুক্তির জন্য,পরিত্রাণ পাওয়ার জন্য ( -পড়ুন রোমীয় ৮:২১-২২পদ)। যুগযুগ ধরে অনেকেই সেই শান্তি রাজ, খ্রীষ্ট যীশুকে দেখতে চেয়েও দেখতে পাননি। কিন্তু সেই দিন আজ পৃথিবীতে সাধিত হলো,মানব জাতির মুক্তিদাতা প্রভু যীশু এ ধরায় জন্ম নিলেন। তাই স্বর্গ দূত মেষপালকদের কাছে গিয়ে আনন্দ সহকারে জানিয়ে ছিলেন,“আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি,সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে; কারণ অদ্য দায়ূদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন;তিনি খ্রীষ্ট প্রভু”(- লূক২:১০-১১পদ)। দূতের মুখে সংবাদ পেয়ে মেষপালকেরা দ্রæত বৈৎলেহেমে গেলেন, এবং যাবপত্রে শোওয়ান শিশু যীশুকে দেখতে পেয়ে “... ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল”-লূক ২:২০। প্রিয়জন,যীশু খ্রীষ্টের জন্ম দিন দেখতে পাওয়া মেষপালকদের জন্য অতান্ত্য সৌভাগ্যের বিষয় ছিল। যিরুশালেমে শিমিয়োন নামে একজন ধার্মীক,ঈশ্বর ভয়শীল ব্যক্তি ছিলেন। যাঁর কাছে পবিত্র আত্মা প্রকাশিত হয়ে বলেছিলেন ...তিনি প্রভুর খ্রীষ্টকে দেখিতে না পাইলে মৃত্যু দেখিবেন না- লূক ২:২৬। আর তিনি যখন স্বচক্ষে শিশু যীশুকে দেখলেন এবং কোলে নিলেন তখন তিনিও পিতা ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব স্বীকার করলেন।কৃতঙ্গ চিত্তে তিনি কহিলেন “ হে স্বামিন্ এখন তুমি তোমার বাক্যানুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল” (লূক ২:২৯-৩০)।



    প্রিয়জন,আমরা কি মরিয়ম,ইলীশাবেৎ ,স্বর্গ দূত,শিমিয়োন ও মেষপালকগনের মতো ঈশ্বরের গৌরব-প্রশংসা করি,তাঁর মহিমা প্রকাশের জন্য? না কি প্রভু যীশুর জন্ম দিন তথা বড় দিনকে নাম মাত্র সামনে রেখে জাগতিক বিষয় গুলোকে নিয়ে মেতে উঠি? যদি তাই করি তবে আমাদের কাছে বড় দিন শুধু মাত্র পর্ব পালন করাই হবে। যার মধ্যে কোন স্বার্থকতা নেই। যখন আমরা আমাদের জীবনে ঈশ্বরের ঐশ্বরীক তত্ব ঙ্গান এবং আমাদের জীবনে যীশু খ্রীষ্টের আগমনের গুরুত্ব উপলদ্ধি করতে পারবো, কেবলমাত্র তখনই আমাদের জীবনে বড় দিন গভীর তাৎপর্য বহন করবে। আমাদের প্রাণ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হবে। তাই আসুন প্রিয়জন,প্রভু যীশু খ্রীষ্টের জন্ম বারতার নিগূঢ় তত্ব আমরা আত্মায় উপলদ্ধি করি। শুধুমাত্র জাগতিক আমোদ-প্রমোদের মধ্য দিয়ে নয়,কিন্তু স্বর্গীয় আনন্দে আনন্দিত হই এবং ঈশ্বরের গৌরব প্রসংশা করি।যেন স্বর্গীয় আনন্দের সুরধ্বনীর সুর আমাদের হৃদয়েও বেজে ওঠে।  প্রভু যীশু খ্রীষ্টের জন্মের আনন্দ, অনাবিল সুখ,শান্তি প্রত্যেকের জীবনে ভরে উঠুক যীশু নামে...আমেন।।


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS