অনুতাপ দয়া পাবার উপায় Repentance Door of Mercy

ads20
    আপনি কি জানেন যে, পাপের জন্য ঈশ্বর আপনাকে দোষী করেছেন এবং মৃত্যুর ছারা শাস্তি দিয়েছেন? যদি পাপী মানুষ এই অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পেয়ে অনন্ত কালের জন্য বাচতে চায় তাহলে ঈশ্বরের দয়া পেতে হবে । আমাদের পাওনা শাস্তি
    ঠেকিয়ে রাখার জন্যই এই দয়া । কিন্তু শর্ত ছাড়া ঈশ্বর মানুষকে দয়া করেন না, যদিও উদ্ধার বিনা পয়সার, যা কেনা যায় নাবা উপার্জনও করা যায় না। যে শর্তে ঈশ্বর দয়া করেন তা হল অনুতাপ ।

    বাপ্তিস্মদাতা যোহন খুব সহজ ও শক্ত ভাষায় ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, “পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গ-রাজ্য কাছে এসে গেছে।” (মথি ৩:২ পদ)। যীশু, ঈশ্বরের পুত্র, তার কাজ আরম্ভ করেছিলেন এই একই বাক্য দিয়ে, “পাপ থেকে মন ফিরাও, কারণ ন্বর্গ-রাজ্য কাছে এসে গেছে।” (মথিঃ ৪:১৭ পদ)। পাপ থেকে মুক্তির বা উদ্ধারের জন্য অনুতাপ অবশ্য প্রয়োজনীয়, যেমন প্রেরিত পিতর বলেছেন, “এইজন্য আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন যেন আপনাদের পাপ মুছে ফেলা হয়।” (প্রেরিত ৩:১৯ পদ)। অনুতাপের মধ্য দিয়েই দয়ার পথ খুলে যায় ও উদ্ধার পাওয়া যায়।

    সবাই পাপ করেছে
    আমাদের এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে এবং অনেক ভাবেই আমরা একে অপরের থেকে আলাদা । কিন্তু এই বাক্য আমাদের সবার জন্য, “কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে।” (রোমীয় ৩:২৩ক পদ)। এবং আরও বলা হয়েছে, “নির্দোষ কেউ নেই, একজনও নেই ।” (রোমীয় ৩:১০খ পদ)। ঈশ্বর তার নবী যিশাইয়ের মাধ্যমে  (যিশাইয় ৫৩:৬ক পদ)। আপনি কি লক্ষ্য করছেন, বাইবেলের এই কথাগুলির মূল বিষয় কি? “সবাই বিপথে গিয়েছি,” “নির্দোষ কেউ নেই,” “সবাই পাপ করেছে।” প্রিয় পাঠক, আপনিও কি এই রকম একজন? আপনার আত্মা ও জীবন তো
    ঈশ্বরের হাতে । পুরুষ কি স্ত্রীলোক, যে কেউ ঈশ্বরকে তার জীবনের প্রভু বলে স্বীকার না করে সে অবাধ্যতায় ও পাপে বাস
    করে । “যে পাপ করে সে-ই মরবে ।” (যিহিক্ষেল ১৮:৪খ পদ)।

    পাপ আলাদা করে

    আপনার পাপ আপনাকে ঈশ্বর থেকে আলাদা করেছে। আপনি আপনার মনের গভীরে একটি আকাঙ্খা অনুভব করেন যা আপনি বোঝাতে পারেন না। আপনি হয়ত অনুভব করেন ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেছেন এবং ঈশ্বর আপনার কথা শোনেন না। এই কারণে ঈশ্বর দেখিয়ে দিয়েছেন, “দেখ, সদাগ্রভুর হাত এত খাট নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তার কান এত ভারী নয় যে, তিনি শুনতে পান না। কিন্তু তোমাদের অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে। তোমাদের পাপের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না।” (যিশাইয় ৫৯:১-২ পদ)। আবার বলা হয়েছে, “পাপ যে বেতন দেয় তা মৃত্যু, (রোমীয় ৬:২৩ক পদ)। আপনি যেমন আপনার জীবন ও আপনার পাপের কথা চিন্তা করেন তেমনি ঈশ্বরের বিষয়েও চিন্তা করুন। ঈশ্বর পাপহীন, সেইজন্য তিনি পবিত্র, ধার্মিক ও ন্যায়বান। ঈশ্বর বলেন পাপের বিচার অবশ্যই হবে, “ঈশ্বর প্রত্যেকটি কাজের, এমন কি প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন- তা ভাল হোক বা মন্দ হোক।” (উপদেশক ১২:১৪ পদ)। ঈশ্বর ও আপনার মাঝখানে বিরাট ফাক আছে। পবিত্র ঈশ্বর ও পাপী মানুষের মাঝখানের ফীককে মিলিত করার পথ যদি আমরা খুঁজে না পাই, আমাদের অনন্ত মৃত্যু হবে! পবিত্র

    বাইবেলে পড়ুন, (লুক ১৬:২৬ পদ)। কিন্ত শুনুন, একটি পথ আছে- আপনারও আশা আছে!

    বীশু দরজা খোলেন

    ঈশ্বরের বিচারে পাপের উপর মৃত্যু দণ্ড স্থির আছে একথা যেমন সত্য তেমনি তিনি ভালবাসারও ঈশ্বর। “ঈশ্বর নিজেই ভালবাসা ।” (১ যোহন ৪:১৬ খ পদ)। পাঠক বন্ধু, ঈশ্বর আপনাকে ভালবাসেন যদিও আপনি পাপে বাস করছেন। ঈশ্বরের ভালবাসা আপনাকে উদ্ধার করার জন্য এক পথ তৈরী করেছে। বাইবেলে পড়ুন, (যোহন ৩:১৬ পদ)। ঈশ্বর পাপের বিচার করবেন এবং এই ন্যায় বিচার যদি মানুষকে করা হয়, সাথে সাথেই মানুষের মৃত্যু হবে। ঈশ্বর চান না যে কেউ জীবন হারায় সেইজন্য তিনি তার পুত্র বীশুকে আমাদের পাপের শাস্তি তার উপর তুলে নেবার জন্য পাঠালেন, যেন আমরা জীবন পাই। বাইবেল বলে, “সেইজন্য ঈশ্বর যে কত দয়ালু আর কঠিন তা ভেবে দেখ। যারা পড়ে গেছে তাদের প্রতি তিনি কঠিন.কিন্ত থাক।” (রোমীয় ১১:২২ পদ)। দয়ালু ঈশ্বরের ইচ্ছা মানুষকে রক্ষা করা কিন্তু তাঁর  বিচার মৃত্যু দাবী করে।

    আমাদের আত্মা পাপের দাসতৃ থেকে মূল্য দিয়ে কেনার জন্যই শুধু বীশু এই জগতে এসেছিলেন। তিনি ছিলেন পবিত্র, পাপহীন ও ঈশ্বরের নিখুত- মেষশিশু । আমাদের প্রতি ঈশ্বরের ভালবাসা তখনই প্রমাণিত হয়েছে যখন তিনি আমাদের পাপ, আমাদের দোষ ও মৃত্যুর যাতনা তুলে নিলেন এবং সেগুলি যীশুর উপরে দিলেন। সত্যিই তার কি সৎগুণ! যীশু তার পিতার ইচ্ছা পালন করে আমাদের পাপের শান্তি নিজের উপর নিলেন। আমাদের পাপের জায়গায় যীশু নিজে দীড়ালেন। বাইবেলে পড়ুন, (২ করিস্থীয় ৫:২১ পদ)। খীশু ক্রুশে মারা গেলেন। তিনি

    ছয় ঘন্টা ব্যথা ও যাতনা সহ্য করলেন, যতক্ষণ আমাদের পাপের বেতন দেয়া না হল: তারপর যীশু মরলেন। সত্যিই ঈশ্বর কত কঠিন!

    অনুতাপ, আমাদের দায়িত

    আপনি কি বুঝতে পারছেন যে যীশু আপনার জন্য মরেছেন? আসলে আপনার পাপের জন্যই মরেছেন! সত্যি করে কে যীশুকে ক্রুশে দিয়েছে? এর জন্য কি শুধু ইহুদী নেতারা অথবা পীলাত অথবা রোমীয় সৈন্যেরাই দায়ী? একদিন প্রেরিত পিতর হাজার হাজার মানুষের সামনে ধর্মীয় বিষয় প্রচার করছিলেন । পিতরের প্রচার ছিল ঠিক এই বিষয়েই, “ঈশ্বর যিনি আগেই সব জানেন, তিনি আগেই ঠিক করেছিলেন যে, যীশুকে আপনাদের হাতে দেয়া হবে। আর আপনারাও দুষ্ট লোকদের দ্বারা তাকে ক্রুশে দিয়ে মেরে ফেলেছিলেন ।” (প্রেরিত ২:২৩ পদ)। প্রিয় বন্ধু, যিনি ক্রুশে মরেছিলেন, সেই যীশুর দিকে তাকান,- আপনার পাপ স্বীকার করে তাঁর মৃত্যুর সহভাগী হোন!  

    সেই ভয়ানক দৃশ্য যখন আপনি ধ্যান করেন তখন আপনার হৃদয়ে সত্যিকার অনুতাপ শুরু হয়। ঈশ্বরের আত্মার শক্তিতে আপনি বুঝতে পারেন যে যীশুর পরিবর্তে আপনারই মরার কথা ছিল। কিন্তু ষীশ্ড আপনার পরিবর্তে মরলেন! এই চেতনা যখন আপনার হৃদয়কে আঘাত করবে. তখন আপনি আপনার করা পাপের জন্য দুঃখ ও আক্ষেপ করবেন। একজনের কারণে আর একজনের মৃত্যু ভাবাটা সত্যিই একটি ভয়ানক ব্যাপার, বিশেষভাবে তিনি যখন ঈশ্বরের পুত্র। অনেক আত্মারা এই বিষয়টি এভাবে দেখে চোখের জলে তাদের দোষের জন্য অনুতাপ করে ও পাপ স্বীকার করে। ঈশ্বরের বিচার যীশুর উপর অর্পণ করা হয়েছে ভেবে এবং আমরাই মৃত্যুর উপযুক্ত জেনে, আমরা আর্তনাদ করে উঠি, “হে ঈশ্বর! আমি পাপী;

    আমার প্রতি করুণা কর।” (লৃক ১৮:১৩ খ পদ)। এটাই হল অনুতাপের প্রথম কাজ । এইভাবে অনুতাপ করতে করতে আমরা আমাদের আগেকার পাপের পথ থেকে পূর্ণভাবে ঈশ্বরের পথে ফিরে আসি। যে মানুষ মন্দতা থেকে নিজেকে ধুয়ে পরিষ্কার করেছে, সে স্বগীয় বিষয়গুলির দিকে মন ফেরাবে। অল্প কথায় এই হল অনুতাপের ফল, যা ঈশ্বর তাদের হৃদয়েই দেন যারা তার কাছে আসে । এমন মানুষই শান্তি, আনন্দ ও নিশ্চয়তা পায়।

    সর্বশেষে, শ্রীষ্টের ও ঈশ্বরের ইচ্ছার প্রতি গভীর কৃতজ্ঞতাবোধ ও বাধ্যতাই হল অনুতাপের ফল। কারণ, যখন মৃত্যু ভিন্ন আমাদের আর কোন পথ খোলা নাই, তখন খ্রীষ্ট বলেন, “তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এস; আমি তোমাদের বিশ্রাম দেব।” (মথি১১:২৮ পদ)। “তিনি আমাদের প্রথমে ভালবেসেছিলেন বলেই আমরা ভালবাসি ।” (১ যোহন ৪:১৯ পদ)।

    HCB


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS