ঈশ্বরের সহিত গমনাগমন

ads20
    ভুমিকা :- কথায় আছে, জ্ঞানী লোকের সাথে চলাফেরা করলে, জ্ঞান অর্জন করা যায়।আবার এ কথাও আছে, “ সৎ সঙ্গে ¯^র্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ” নিশ্চয় আমরা সকলে ভালো লোকদের সংস্পর্শে থাকব, মেলামেশা করব, সৎ জীবন-যাপন করব, জ্ঞান অর্জন করব এবং জীবনের পথে অর্থাৎ যে জীবন দিতে প্রভু যীশু এসেছিলেন, সেই অনন্ত জীবনের উদ্দেশে নিজেদের পরিচালনা করব। পবিত্র বাইবেলে অনেক লোক ছিলেন, যারা ঈশ্বরের  সহিত গমনাগমন করতেন। আর এই জন্যই আমাদের প্রয়োজন প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা। পবিত্র শাস্ত্র পাঠ :- প্রকা ৩;৪ = তথাপি সার্দ্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই; তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন  করিবে; কেননা তাহারা যোগ্য। ঈশ্বর মানব জাতি সৃষ্টির পূর্বে পৃথিবী সৃষ্টি করলেন যেন মানব জাতি বসবাসের উপযোগি  পরিবেশ পায় এবং ঈশ্বরের সহিত গমনাগমন করে। ঈশ্বর তাই করলেন, এবং তাদেরকে  এদোন উদ্যানে রাখলেন। এই সময় ঈশ্বর তাদের সঙ্গে গমনাগমন করতেন এবং তারা  ঈশ্বরের বাধ্যগত জীবন-যাপন করতেন। কিন্তু এক সময় এই প্রথম মানব জাতি ঈশ্বরের  অবাধ্য হয়ে দিয়াবলের সঙ্গে গমনাগমন শুরু করে এবং ঈশ্বরও তাদেরকে এদোন উদ্যান থেকে বের করে দেন। এর পর আমরা দেখতে পাই এমন একজন লোকের বিবরণ যিনি ঈশ্বরের সহিত গমনাগমন  করেন, তিনি ছিলেন হনোক। হনোক সারাটা জীবন ঈশ্বরের সহিত গমনাগমন করেন, যার ফলে ঈশ্বর তাঁহাকে গ্রহণ করেন। পবিত্র বাইবেলে আরও অনেক লোকের বিবরণ পাওয়া যায় যারা প্রতিনিয়ত ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। 

    আদি ১৭;১ পদ = অব্রামের নিরানব্বই বৎসর বয়সে সদাপ্রভু তাঁহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। অব্রাম সিদ্ধ ছিলেন তা সত্বেও ঈশ্বর তাঁহাকে সিদ্ধ হওয়ার আহŸান জানান, এই কথার অর্থ এই যেন অব্রাম সব সময় ঈশ্বরের সহিত গমনাগমন করেন। অব্রাম ঈশ্বরের আহŸানে সারা দিয়ে সারাটা জীবন ঈশ্বর সদাপ্রভুর সহিত গমনাগমন করেন যার কারণে ঈশ্বরও তাঁকে আশীর্বাদ করেন এবং আশীর্বাদের আকর করেন। ঈশ্বর তাঁর নাম পরিবর্তন করে অব্রাহাম  রাখেন যার অর্থ বহুলোকের আদি পিতা। তাই আজ আমরা কথায় কথায় বলি, আমরা বিশ্বসে অব্রাহামের বংশ, সত্যি-ই তাই। ঈশ্বর অব্রাহামের কাছে বার বার প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁকে আশীর্বাদ করবেন আর অব্রাহামও বার বার ঈশ্বরকে বলছিলেন, তুমি তো আমাকে বলেছিলে, কিন্তু তুমি তো আমাকে পুত্র সন্তান দিলে না। ঈশ্বর চাইলেন যেন অব্রাহাম প্রতি নিয়তই তাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন অর্থাৎ গমনাগমন করেন। তাই ঈশ্বর শেষ পর্যন্ত অব্রাহামকে আশীর্বাদ করলেন, তাকে পুত্র সন্তান দান করলেন। প্রকৃত পক্ষে পবিত্র বাইবেল আমাদেরকে এই শিক্ষা দেয় যে, ঈশ্বর যেমন আমাদের কাছে প্রতিশ্রæতি দেন, সেই প্রতিশ্রæতি বাস্তবায়নের জন্যও আমাদের ধৈর্য সহকারে ঈশ্বরের সহিত গমনাগমন করা প্রয়োজন যেন ঈশ্বর উপযুক্ত সময়ে আমাদের জীবনে তাঁর প্রতিজ্ঞা/প্রতিশ্রæতি বাস্ত বায়িত করেন। ঈশ্বর কেবল অব্রাহামের সঙ্গেই গমনাগমন করেন নাই তিনি ই¯্রায়েল জাতির সঙ্গেও গমনাগমন করেন। এক সময় ঈশ্বর ই¯্রায়েল জাতির কাছেও প্রতিশ্রæতি দেন। তিনি বলেন, “ আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব, ও তোমাদের ঈশ্বর হইব, এবং তোমরা আমার প্রজা হইবে ”- লেবীয় ২৬;১২ পদ। যার কারণে ঈশ্বর তাঁর এই বৃহৎ প্রজা বৃন্দকে দিনের প্রচন্ড উত্তাপের সময়ে মেঘস্তম্ভ এবং রাত্রিতে অগ্নিস্তম্ভ দিয়ে লালন পালন করেন। খাদ্যের সঙ্কটের সময় আশ্চর্য ভাবে মান্না ও ভারই পাখি দিয়ে বাচিঁয়ে রাখেন। প্রচন্ড জলের অভাবের সময় শৈল থেকে তাদেরকে পানি দিতেন, যে শৈল তাহাদের সঙ্গে সঙ্গে যাইত১ম করি ১০;১-৫ পদ। এভাবে ঈশ্বর তাঁর প্রজা ই¯্রায়েল জাতির মধ্যে গমনাগমন করেন। আর সেই ঈশ্বরই আবার তাদের কাছে প্রতিশ্রæতি দিয়ে বলেন, “ তুমি যখন জলের মধ্য দিয়ে গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না- যিশা ৪৩;২ পদ। ই¯্রায়েল জাতি যখনই ঈশ্বরকে ভুলে গিয়ে বিভিন্ন দেব-দেবীর সহিত গমনাগমন করে, ঠিক তখনই তাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। ঈশ্বরের সঙ্গে শতভাগ গমনাগমন করলে আমরা যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। উদাহরণ :- শদ্রক, মৈশক ও অবেদ-নগো-এদের জীবনের ঘটনা- দানি ৩ অধ্যায়। দানিয়েলের এই তিন বন্ধু জীবন্ত ঈশ্বরের সহিত গমনাগমন করেছিল বিধায় ঈশ্বরও তাদেরকে জ্বলন্ত অগ্নি-কুন্ড থেকে উদ্ধার করেছিলেন। রাজা নবুখদ্নিৎসর যখন অগ্নিকুন্ডের  কাছে আসেন, তখন তিনি দেখলেন, চারিজন পুরুষ অগ্নির মধ্যে গমনাগমন করছে; আর চতুর্থ ব্যক্তিকে দেখতে দেবপুত্রের সদৃশ। ¯^য়ং পুত্র ঈশ্বর তাঁর ভক্তদের রক্ষা করার জন্য অগ্নিকুন্ডের মধ্যে নেমে এলেন। এই কারণ পবিত্র বাইবেল বলে, “ ইহাতে জানি, প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে, এবং অধার্মিকদিগকে দন্ডাধীনে বিচারদিনের জন্য রাখিতে জানেন” - ২পিতর ২;৯ পদ। সেই সময়ে শদ্রক, মৈশক ও অবেদ-নগোকে যাহারা  জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করেছিল, বরং তাহারাই অগ্নি ্কুন্ডের তেজে বিনষ্ট হয়। শুধু তাইই নয়, ভক্ত দানিয়েলকে সিংহের খাত হইতে রক্ষা করেন। ই¯্রায়েল জাতি যখন ঈশ্বরকে ভুলে গিয়ে ভ্রষ্ট হয়েছিল, তখন ঈশ্বর তাদেরকে অনেক বাক্য দ্বারা চেতনা দেন। তখন তাহারাও কিভাবে ঈশ্বরের প্রতি ফিরে আসতে পারে; সেই বিষয়ে তৎপর হয়। কিন্তু ঈশ্বর তাদেরকে আহŸান করে বলেন, “হে মনুষ্য, যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; 
    বস্তুতঃ ন্যায্য আচারণ, দয়ায় অনুরাগ ও ন¤্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন ?- মীখা ৬;৮ পদ।” যীশু খ্রীষ্টের কাছে এক ধনবান যুবক এসেছিল অনন্ত জীবন পাইবার জন্য। যীশুও সেই ধনী যুবককে অনন্ত জীবনের আহŸান জানান। তিনি তাহাকে বলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা
    কর, তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে, বিক্রয় কর, এবং দরিদ্রদিগকে দান কর, তাহাতে ¯^র্গে ধন পাইবে; আর আইস, আমার পশ্চাৎগামী হও- মথি ১৯;২১ পদ। কিন্তু ঐ ধনবান যুবক যীশু খ্রীষ্টের আহŸানে সাড়া দেয় নি, বরং সে মন খারাপ করে ফিরে চলে গেল। ঐ ধনবান যুবক অনন্ত জীবনের জন্য এসেছিল ঠিকই কিন্তু যখন সে শুনল, খ্রীষ্টের সঙ্গে গমনাগমন করতে হলে, তার ধন-সম্পত্তি বিক্রি করতে হবে, দরিদ্রদের দান করতে হবে, তাকে খ্রীষ্টকে অনুস্মরণ করতে হবে, এমনকি খ্রীষ্টের জন্য সারাটা জীবন দুঃখ-কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, তখন সে এই রকম সিদ্ধ জীবন-যাপনের জন্য প্রস্তুত হই নি। কারণ সে জাগতিক জীবনকেই বেছে নিয়েছিল। এখনও এমন অনেকেই আছে যারা এই রকম লোকের মতো। ঈশ্বরের সহিত অব্রাহামের শতভাগ গমনাগমন ছিল, যার কারণে তিনি তার পৈতৃক ভিটাবাড়ী, সহায়-সম্পত্তি ফেলে অজানা পথের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। আর তাই তো ঈশ্বর তাঁকে প্রচুর ধন-সম্পত্তি দান করেছিলেন। এমনকি ঈশ্বরের মনোনীত লোকেরা অব্রাহামের দেওয়া ¯^র্গীয় ভোজে উপস্থিত থাকবে যেখানে লাসারকে অব্রাহামের নিকটেই
    সম্মানের স্থানে বসতে দেখা যাবে- লূক ১৬;২২ পদ। প্রকা ৩;৪ = তথাপি সার্দিতে তোমার এমন কয়েক জন লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই; তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে; কেননা তাহারা যোগ্য। প্রকাশিত বাক্যে সাতটি মন্ডলীর বিবরণ আমরা দেখতে পাই। এর মধ্যে ৫ম মন্ডলী হল সার্দিস্থ মন্ডলী। এই মন্ডলী সম্পর্কে প্রভু যীশু খ্রীষ্ট পরিস্কার করেই বলেছেন, “ তোমার জীবন নাম মাত্র; তুমি মৃত- প্রকা ৩;১ পদ। এই মন্ডলী প্রকৃতপক্ষে ঈশ্বরের সঙ্গে আন্তরিকতার সাথে গমনাগমন করে নাই। তাই তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা জাগ্রত হয়, মন পরিবর্তন করে, এবং ঈশ্বরের আদেশ পালন করে সিদ্ধ জীবন-যাপন করে। তথাপিও তাদের মধ্যে কয়েক জন ভালো বিশ্বাসী ছিল যারা বিশ্বাসী হওয়ার পর থেকে সব সময় ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রেখে খ্রীষ্টিয় জীবন-যাপন করেছে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছে। আমরা মাঝে মাঝে কথায় কথায় বলে থাকি, নারে, পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, না থাকলে আমরা বাচঁতে পারতাম না। সার্দিস্থ মন্ডলীতেও সেই রকম কয়েক জন সিদ্ধ বিশ্বাসীবর্গ ছিল, যারা খ্রীষ্টের যোগ্য ছিলেন। 
    শুক্লবস্ত্র :- প্রভু যীশু খ্রীষ্ট মৃত্যুর পূর্বে একটি আদেশ পালনের কথা বলে গেছেন। আর সেটি হল নিস্তারপর্ব অর্থাৎ পবিত্র প্রভুর ভোজ পালন। এখানে শুক্ল পরিচ্ছদের কথা বলা হয়েছে। আমরা যদি প্রকা: ৭ অধ্যায়ে যাই, সেখানে লেখা আছে, “ ঈশ্বরের দাসগণের মুদ্রাঙ্কন ও ¯^র্গীয় সুখের বর্ননা।” ১৩ ও ১৪ পদে আমরা স্পষ্ট দেখতে পাই, যীশুর প্রিয় শিষ্য যোহনকে
    যীশু প্রশ্ন করেছেন যে, শুক্লবস্ত্র পরিহিত এই লোকেরা কে, ও কোথা হইতে আসিল ? তখন যীশু নিজেই উত্তর করলেন এবং বললেন, ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে। খ্রীষ্টের আদেশ পালনের মধ্য দিয়েই এক জন প্রকৃত বিশ্বাসী ঈশ্বরের সঙ্গে গমনাগমন করে থাকে। সেই জন্যই প্রতিটি মন্ডলীতে আজও ‘ প্রভুর ভোজের ’ অনুষ্ঠান পালিত হয়ে আসছে যেন খ্রীষ্ট বিশ্বাসীগণ প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেন। যদিও সার্দিস্থ মন্ডলীতে কয়েক জনের কথা বলা হয়েছে কিন্তু সাত অধ্যায়ে এসে আমরা দেখতে পাই সেই সংখ্যা অগণিত। অর্থাৎ তাদের সংখ্যা গণনা করিতে পারে, এমন কেহ ছিল না। যোগ্য :- প্রভু যীশু খ্রীষ্ট তাঁর শিষ্যদের প্রচার কার্যে প্রেরণ কালে অনেক শিক্ষা এবং সতর্কবাণী বলেছিলেন। শিক্ষার শেষ পর্যায়ে তিনি কঠোর সতর্কবাণী করেন। তিনি বলেন,  যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালবাসে, সে আমার যোগ্য নয়; আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়- মথি ১০;৩৭,৩৮ + ১৬;২৪, মার্ক ৮;৩৪ পদ। লূক ৯;২৩ = আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অ¯^ীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদ্গামী হউক।

    সতর্কবাণী :- লূক ১৪;২৩ পদে আমরা দেখতে পাই, তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও গলিতে গলিতে যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঐ  নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে একজনও আমার ভোজের আ¯^াদ পাইবে না।  মথি ২২;৮ = পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহের ভোজ তো প্রস্তুত, কিন্তু ঐ নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। এই দু’টি পদে আমরা দেখতে পাই, ভোজনের বিষয়ে প্রভু যীশু খ্রীষ্ট বিচার দিনের একটি দৃষ্টান্ত বলেন। তখন যাহারা ভোজনে বসেছিল, তাদের মধ্যে এক জন যীশুকে বলল, “ ধন্য সেই ব্যক্তি, যে ঈশ্বরের রাজ্যে ভোজন করিবে।” তখন যীশু ঐ ব্যক্তির কথার জবাবে ভোজের দৃষ্টান্তটি বলেন।পবিত্র শাস্ত্র এই কথা বলে, খ্রীষ্ট হলেন বর, আর বিশ্বাসীবর্গ হইল ভার্যা। আবার খ্রীষ্ট মন্ডলীর মস্তক, আমরা তাঁহার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ। প্রভু যীশু খ্রীষ্ট বিবাহ  ভোজে আসিবার জন্য যেমন লোকদিগকে পীড়াপীড়ি করতে বলেছেন, যেন তাঁর গৃহ  পরিপূর্ণ হয়; ঠিক তেমনি মন্ডলীতে আসতে লোকদিগকে পীড়াপীড়ি করা প্রয়োজন, আহŸান করা প্রয়োজন, যেন মন্ডলী বিশ্বাসীগণে পরিপূর্ণ থাকে। মন্ডলীতে এসে পবিত্র প্রভুর ভোজ গ্রহণের মধ্য দিয়ে খ্রীষ্টের যোগ্য দাস-দাসী প্রমাণিত হয়। আর এভাবেই বিশ্বাসীগণ শতভাগ ঈশ্বরের সহিত গমনাগমন করেন। উপসংহার :- আমরা শুরুতে দেখেছি যে, ঈশ্বর অব্রাহামকে আহŸান করেছিলেন যেন তিনি ঈশ্বরের সহিত গমনাগমন করে নিজেকে সিদ্ধ করেন। ঈশ্বর ই¯্রায়েল জাতিকে তাঁর সঙ্গে গমনাগমনের আহŸান জানান। যীশুর নিকটে এক জন ধনবান যুবক সেচ্ছায় এসেছিল অনন্ত জীবন পাইবার আশায়। কিন্তু প্রভু যীশু খ্রীষ্ট যখন তাকে সিদ্ধ হওয়ার আহŸান জানান, তখন
    ঐ ধনবান যুবক তা প্রত্যাখান করে চলে যায়। কিন্তু যীশু তাঁর আপন শিষ্যদের আহŸান করে বলেন যে, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অ¯^ীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদ্গামী হউক। প্রকাশিত বাক্যে  তিনি বলেন, যারা মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র/পরিচ্ছদ ধৌত করে এবং শুক্লবর্ণ করে, তারাই খ্রীষ্টের সহিত গমনাগমন করিবে, কেননা তারাই যোগ্য। আসুন, প্রিযজনেরা, আমরা সকলে উপযুক্ত ভাবে, আন্তরীকতার সাথে ঈশ্বরের সহিত গমনাগমন করি এবং নিয়মিত মন্ডলীতে এসে পবিত্র প্রভুর ভোজ পালনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতি নিয়ত পবিত্র রাখি এবং খ্রীষ্টের সহিত ¯^র্গীয় স্থানে গমনাগমন করে নিজেকে যোগ্য প্রমাণ করি। ঈশ্বর তাঁর জীবন্ত বাক্যের আলোকে আমাদের সকলকে অযাচিত আশীর্বাদ দান করুন, আমেন।

    পাষ্টর কিশোর তালুকদার
    হাউজ চার্চ অব বাংলাদেশ

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS