Christmas Tree- খ্রীস্টমাস ট্রী বা বড়দিনের বৃক্ষের ইতিহাস

ads20

    খ্রীস্টমাস ট্রী হলো একটি সবুজ গাছ, হতে পারে আসল অথবা হাতে প্রস্তুতকৃত , যা বড়দিনের মৌসুমে সাজানো হয়ে থাকে বিভিন্ন দ্রব্য -সামগ্রী দিয়ে। গীর্জাঘরে, বাড়িতে বা বড় বড় মার্কেটে এটি দেখতে পাওযা যায়। লাইট, গয়না, মালা চকোলেট ইত্যাদি দিয়ে গাছটি অতি সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। একটি তারা ও স্বর্গদূত গাছের মাথায় রাখা হয়। এটি পণ্ডিতদের মূল্যবান উপহারসহ উপস্থিতি।

    ইংরেজী ভাষায় Christmas Tree শব্দটির প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 1835 খ্রীষ্টাব্দে। শব্দটি গৃহীত হয়েছিল জার্মান ভাষা থেকে। মনে করা হয়, আধুনিক খ্রীস্টমাস বৃক্ষের প্রথাটির সূচনা ঘটেছিল অষ্টাদশ শতাব্দীতে এবং তা জার্মানীতে যদিও অনেকে মনে করেন, এই প্রথাটি ষোড়শ শতাব্দীতে মার্টিন লুথার চালু করেছিলেন। প্রথম তৃতীয় জর্জের স্ত্রী রানী শার্লোট এবং পরে রানী ভিক্টোরিয়ার রাজত্বকালে প্রিন্স এ্যালবার্ট জার্মানী থেকে ব্রিটেনে এই প্রথাটি আমদানি করেন। 1841 খ্রীষ্টাব্দ নাগাদ খ্রীস্টমাস বৃক্ষের প্রথাটি সমগ্র ব্রিটেনে যথেষ্ট প্রসার লাভ করেছিল। 1870 খ্রীষ্টাব্দের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণও খ্রীষ্টমাস বৃক্ষের প্রথাটি গ্রহণ করেন।


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS