দীক্ষাস্ননের মধ্যদিয়ে আমরা মাতামন্ডলীর সদস্য হই। সন্তানের প্রতি মায়ের যেমন যত্নের শেষ তেমনি মাতামন্ডলীরও আমাদের প্রতি যত্নের কোন কমতি নেই। মাতামন্ডলী আমাদের শিক্ষা দেয় নিজের আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক জীবনের মূল্যায়ন করে জীবনকে প্রস্তুত করতে । নিজের জীবনকে নিয়ে সুচিন্তা করে, ধ্যান করার মধ্যদিয়ে জীবনকে প্রস্তুত করতে পারি। এ ধ্যানে আমাদের হতে পারে যীশুর আগমনকে কেন্দ্র করে। আমরা ধ্যান করতে পারি মুক্তিদাতা যীশু আমাদের হৃদয় মন্দিরে আগমন হৃদয় মনকে প্রস্তুত করতে হবে। আমাদের হৃদয় মনকে প্রস্তুত করার উপযুক্ত একটি সময় হল মাতামন্ডরীর দান ‘‘ আগমনকাল’। যীশুর আগমন উপলক্ষে আমাদের হৃদয় মন কি দিয়ে সাজাব? এ সম্পর্কে সাধু পল বলেন, ‘‘মমতা, সহৃদয়তা, নম্রতা, কোমলতা ও সহিষ্ণুতার সাজেই নিজের অন্তরটাকে সাজিয়ে তোল। পরস্পরের প্রতি ধৈর্যশীল হও। আর কারও প্রতি কোন অভিযোগ থাকলে তোমরা তাকে ক্ষমাই কর; প্রভু নিজে যেমন ক্ষমা করেছেন, তেমনি তোমরাও ক্ষমা কর। আর সমস্ত কিছুর উপর স্থান দাও ভালবাসাকে’’ (কলসীয় 3:12-14) আমরা মান্ডলীক উপাসনা বর্ষ শুরু করি আগমনকাল দিয়ে। ‘‘ তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত কর রাখ, সোজা- সরল করে তোল তাঁর আসার পথ।
সমস্ত গিরিপর্বত ভরিয়ে তোলা হোক, সমস্ত গিরিপর্বত নিচু করে দেয়া হোক। যা কিছু আঁকা বাঁকা তা সোজা সরল হোক, চলার বন্ধুর পথ হয়ে ওঠুক মসৃণ সমান। তখনই তো রক্তমাংসের সমস্ত মানুষ ঈশ্বরের ত্রাণকর্ম দর্শন করবে’’ লুক 3:5-6। আগমন হল প্রতীক্ষার, প্রস্তুতির ও আত্মশুদ্ধির কাল। এসময়ের ত্রাণদাতার আগমনের ওপর ও মানুষের মন পরিবর্তনের কথা বিশেষ শুরুত্ব দেওয়া হয়।প্রভুর আগমনের জন্য প্রস্তুতি এবং পূর্ণভাবে তাকে গ্রহণ করার জন্য আমাদের প্রয়োজন মন পরিবর্তন করা। মন পরিবর্তনের অর্থ শুধু অনুতাপ বা প্রায়শ্চিত্ত করা নয়, বরং মন পরিবর্তন হল মনোভাবের পূর্ণ রূপান্তর। যে সকল ব্যর্থতা, অন্যায়, অবহেলা আমাদের জীবনকে পিছনে নিয়ে গিয়েছে; তাকে জয় করে নতুন অঙ্গীকারে তাকাই সম্মুখপানে। এই সময়ে আমরা বিশেষ ধ্যান প্রার্থনা করি এবং প্রস্তুতি নেই যীশুর আগমন প্রতীক্ষায়। আসলে তিনি বহু যুগ আগে এসেছিলেন পৃথিবীতে । তিনি আবার আসতে চান আমাদের হৃদয়ে রাজত্ব করতে । যীশু এ জগতে আসলেও কারো কারো হৃদয় গোশালায় তার স্থান হয় না। তাই মাতামন্ডলী এই আগমনকালে আমাদেরকে আহবান জানাচ্ছে পরিশুদ্ধ হৃদয়ে প্রভুকে ধারণ ও বহন করতে। আসুন, আমরা প্রভুর আগমন প্রতীক্ষায় থাকি। কারো প্রতীক্ষায় চেয়ে থাকা তো ভালোবাসারই নিদর্শন।প্রতীক্ষার অর্থ