ক্যাথলিক শব্দটির অর্থ সার্বজনীন । ‘রোমান ক্যাথলিক চার্চ’ হচ্ছে খ্রিস্ট ধর্মের বৃহত্তম উপাসনালয় বা গির্জা । ইতালীর রোম নগরীর সার্বভৌম ভ্যাটিক্যানসিটিতে যার অবস্থান । এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্মীয় ইনস্টিটিউশান, পশ্চিমীয় সভ্যতার বিকাশে যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । রোমের বিশপ ‘পোপ’ (ল্যাটিন ‘papa’ গ্রীক ‘pappas’ পিতাকে শিশুরা যে নামে ডাকে) কে রোমান ক্যাথলিক চার্চের প্রধান এবং বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের গুরু হিসাবে মান্য করা হয়। ‘রোমান ক্যাথলিক চার্চ’ মতানুযায়ী যীশু ও তাঁর দ্বাদশ শিষ্য (Twelve Apostles)
দ্বারা প্রবর্তিত ও প্রতিষ্ঠিত এটিই আদি অকৃত্রিম গির্জা । প্রথম ও অবিভক্ত খ্রিস্টান সম্প্রদায় থেকে যার শুরু এবং নিরবচ্ছিন্ন ভাবে প্রেরিত পুরুষ পরম্পরায় (Apostolic Succession) এখনও পর্যন্ত যা বিরাজমান। গির্জার বিধান (Canon law) অনুযায়ী যারা ব্যাপ্তিস্ম (baptized) হয়েছেন অথবা ধর্মীয় পেশায় নিয়োজিত হয়ে ক্যাথলিক চার্চ দ্বারা গৃহীত হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে সদস্যপদ ত্যাগ করেন নি , তারাই মূলত ‘ক্যাথলিক’। মহামান্য ষোড়শ বেনেডিক্ট হলেন বর্তমান পোপ। পৃথিবীর জনসংখ্যা ৭২০ কোটি ধরা হলে খ্রিষ্টান ধর্মানুসারীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় তিন ভাগের এক ভাগ অর্থাৎ প্রায় ২৪০ কোটি । এই ২.৪ বিলিয়ন খ্রিস্টান দের প্রায় অর্ধেক ১.২ বিলিয়ন ক্যাথলিক মতে বিশ্বাস করেন ।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা