বাংলাদেশ বাইবেল সোসাইটি ১৯৫৩ সাল থেকে বাংলাদেশের মণ্ডলীর জন্য সফলভাবে বাইবেলের প্রয়োজন পূরণ করে যাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বিবিএস সম্পূর্ণ বাইবেল ছাপাতে শুরু করে। শুধুমাত্র বাংলা ভাষায় নয়, অন্যান্য জাতিগত ভাষাতেও বাইবেল প্রকাশ করে যেন প্রত্যেকের নিজের ভাষায় বাইবেল পেতে পারে। এর পাশাপাশি বিবিএস চায় অশিক্ষিত ও অন্ধ ব্যক্তিরাও যেন অডিও প্রযুক্তির মাধ্যমে ঈশ্বরের জীবন্ত বাক্য শুনতে পারে। বিবিএস শুধু বাইবেল অনুবাদই করে না বরং তারা চায় যেন তাদের বাইবেলের বিতরণ/বিক্রয় অর্থপূর্ণ হয়। এজন্য তারা স্থানীয় মণ্ডলী, হোষ্টেল এবং বিভিন্ন পেশার মানুষ যেমন – ডাক্তার/নার্সদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তারা এইসব অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের মাধ্যমে বয়স্ক, যুবক এবং শিশুদের উৎসাহিত করে। তাদের উদ্দেশ্য তরুণ প্রজন্মকে ভবিষ্যতের খ্রীষ্টিয়ান সমাজের জন্য অগ্রদূত হিসেবে গড়ে তোলা। বাংলাদেশ বাইবেল সোসাইটির অবস্থান ৩৯০, ইস্কাটন রোড, ঢাকা-১০০০, বাংলাদেশ। বাংলাদেশ বাইবেল সোসাইটি বাংলাদেশ এনজিও ব্যুরোতে একটি এনজিও হিসেবে নিবন্ধিত আছে। (এফডিআর রেজিষ্ট্রেশন নম্বরঃ ৫৪)
বাংলাদেশ বাইবেল সোসাইটি ১৯৫৩ সাল থেকে বাংলাদেশের মণ্ডলীর জন্য সফলভাবে বাইবেলের প্রয়োজন পূরণ করে যাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বিবিএস সম্পূর্ণ বাইবেল ছাপাতে শুরু করে। শুধুমাত্র বাংলা ভাষায় নয়, অন্যান্য জাতিগত ভাষাতেও বাইবেল প্রকাশ করে যেন প্রত্যেকের নিজের ভাষায় বাইবেল পেতে পারে। এর পাশাপাশি বিবিএস চায় অশিক্ষিত ও অন্ধ ব্যক্তিরাও যেন অডিও প্রযুক্তির মাধ্যমে ঈশ্বরের জীবন্ত বাক্য শুনতে পারে। বিবিএস শুধু বাইবেল অনুবাদই করে না বরং তারা চায় যেন তাদের বাইবেলের বিতরণ/বিক্রয় অর্থপূর্ণ হয়। এজন্য তারা স্থানীয় মণ্ডলী, হোষ্টেল এবং বিভিন্ন পেশার মানুষ যেমন – ডাক্তার/নার্সদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তারা এইসব অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের মাধ্যমে বয়স্ক, যুবক এবং শিশুদের উৎসাহিত করে। তাদের উদ্দেশ্য তরুণ প্রজন্মকে ভবিষ্যতের খ্রীষ্টিয়ান সমাজের জন্য অগ্রদূত হিসেবে গড়ে তোলা। বাংলাদেশ বাইবেল সোসাইটির অবস্থান ৩৯০, ইস্কাটন রোড, ঢাকা-১০০০, বাংলাদেশ। বাংলাদেশ বাইবেল সোসাইটি বাংলাদেশ এনজিও ব্যুরোতে একটি এনজিও হিসেবে নিবন্ধিত আছে। (এফডিআর রেজিষ্ট্রেশন নম্বরঃ ৫৪)