লেখক : মেরি মন্ডল
যখন থাকব না ভাই
থাকবে যে ,মোর স্মৃতি
যতন করে রেখে দিও।
আমার অবুঝ নীতি।
স্মৃতি হয়ে থাকি যেন,
মানুষের ও মাঝে
সেদিন আমার আসবে আঁধার
যাব আমি চলে।
জানিনা ভাই করেদি কী?
ক্ষমা করো মোরে,
রইব না ভাই যেদিন আমি
খুঁজবে সবাই কেঁদে।
তবু আমার পাবে না কেউ
শত বারের পরে
লাগবে বড় দু:খ! মনে
খুঁজবে অবশেষে।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
Rana dhaka jatrabari 01992673173
ReplyDelete