উপাসনা (Worship) ।। রেভাঃ জেরাল্ড রিপন দাস

ads20
    উপাসনা(Worship)
    (প্রাথমিক মন্ডলীর উপাসনা ও বর্তমান মন্ডলীগুলোর উপাসনার প্রকৃতি)
    রেভাঃ জেরাল্ড রিপন দাস

    যোহন ৪:২৩- ২৪
    ২৩. কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে; কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন
    ২৪. ঈশ্বর আত্মা; আর যাহারা তাঁহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে

    উপাসনা কি?(What is Worship)

    Worship = Weorpscipe(পুরাতন ইংরেজী)= Worship/ Honor shown to some object

    Worship =
    ১. গভীর ভক্তি/ সম্মান (Reverence)
    ২. ধর্মমত/আচরন(Form of Religious Practice Creed & Ritual)
    ৩. অমিতব্যয়ী(Extravagant respect/admiration)


    উপাসনা’র উদ্দেশ্য( Purpose of Worship)
    ১. ঈশ্বরকে স্মরণ করা(Remember God)
    ২. ঈশ্বরের প্রশংসা করা(Worship God)
    ৩. সৃষ্টি কর্তা ঈশ্বরকে উপাসনা করা(Worshiping the God of Creation)
    ৪. আমাদের মুক্তির জন্য ত্যাগস্বীকার করা যীশু খ্রীষ্টকে ধন্যবাদ দেওয়া(Thank for the sacrifice of Christ for the salvation)

     
    পুরাতন নিয়মে উপাসনা?(Worship Old Testament)
    উপহার (আদি ৪:৩-৫)
    যজ্ঞবেদিতে বলি(হোম) উৎসর্গ(আদি ৮:২০)
    সদাপ্রভুর নামে ডাকা(আদি ১২:৮)
    প্রণিপাত(আদি ২২:৫)
    ইত্যাদি

    বাইবেলে প্রথম উপাসনা
    আদি ৪:৩-৫পদ
    ৩. পরে কালানুক্রমে কয়িন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশে ভূমির ফল উৎসর্গ করিল।
    ৪. আর হেবলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিল
    ৫. কিন্তু কয়িনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না; ……………..

    বাইবেলে ২য় উপাসনা
    আদি ৮:২০পদ
    পরে নোহ সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞবেদি নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার শুচি পশুর ও সর্বপ্রকার শুচি পক্ষীর মধ্যে কতকগুলি লইয়া বেদির উপরে হোম করিলেন।

    বাইবেলে ৩য় উপাসনা
    আদি ১২:৭পদ
    ……… সেই স্থানে অব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নিমাণ করিলেন……..

    ইস্রায়েলের জাতিগত ভাবে ১ম উপাসনা
    যাত্রা ২৪:১-১১পদে(সীনয় পর্বতে)
    -যজ্ঞ বেদি নির্মাণ
    - হোমার্থক ও মঙ্গলার্থক বলিরূপে বৃষ উৎসর্গ

    উপাসনা স্থান প্রস্তুতি
    যাত্রা ২৫-৩০
    আবাস তাম্বু ও বিভিন্ন বিষয় নির্মাণ বিষয়
    যাত্রা ৪০ অধ্যায়
    তাম্বু(উপাসনা স্থান) প্রতিষ্ঠা

    পুরাতন নিয়মে বিভিন্ন উপাসনা(বলি)
    ১. হোমবলি
    ২. ভক্ষ্য- নৈবেদ্য
    ৩. মঙ্গলার্থক বলি
    ৪. পাপার্থক ও দোষার্থক বলি

    উপাসনালয় স্থাপন
    যিহোশূয় ১৮
    স্বাধীন কনান দেশের শীলোতে আবাস তাম্বু(উপাসনালয়) স্থাপন
    ২য় শমূয়েল ৭:১
    দায়ূদ রাজার ঈশ্বরের মন্দির স্থাপনের আকাঙ্খা
    ১ম রাজাবলি ৫-৬  উপাসনালয়(মন্দির) নির্মানের জন্য আয়োজন 
    ১ম রাজাবলি ৮ উপাসনালয়(মন্দির) প্রতিষ্ঠা

    নূতন নিয়মে উপাসনালয়

    যিরূশালেম মন্দির(পর্ব পালন করত) সমাজগৃহ(বাক্য পাঠ, প্রচার- যে কেউ, যে কোন বয়সের, তাই যীশুও সে সুযোগটি ব্যবহার করেছেন
    এক চিত্তে প্রার্থনা করত(প্রেরিত ১:১৪) শিক্ষায় (Teaching), সহভাগিতায় (Fellowship), রুটি ভাঙ্গায় (Communion), প্রার্থনায়(Prayer)- (প্রেরিত ২:৪২) প্রতিদিন রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় ও ঈশ্বরের প্রশংসা করত (প্রেরিত ২:৪৬)

    নূতন নিয়মে উপাসনা (Worship New Testament)
    বলিদান’র পরিবর্তন
    ১ম পিতর ২:৫(৯পদ) সমস্ত খ্রীষ্ট বিশ্বাসীরাই যাজক যেখানে পুরাতন নিয়মে শুধু লেবীয়রাই এ কাজটি করত
    - নিজেকে ঈশ্বরের উদ্দেশে তুলে দেওয়া(রোমীয় ১২:১)
    প্রশংসা ঈশ্বরে উদ্দেশে তুলে দেওয়া(ইব্রীয় ১৩:১৫, ১ম থিষ ৫:
    ১৬-১৮, কলসীয়৩:১৫-১৭)

    নূতন নিয়মে উপাসনা(Worship New Testament) (পৌলের শিক্ষা)
    ঈশ্বরকে আমাদের বস্তুগুলি তুলে দেওয়া(ইব্রীয় ১৩:১৬,
    ফিলীপীয় ৪:১৮)
    ঈশ্বরকে আপনার সেবা(ভাল কাজ) তুলে দেওয়া(ইব্রীয় ১৩:
    ১৬)

    উপাসনা’র অংশ(Parts of Worship)
    ১. গান করা বা প্রশংসা আরাধনা(Song)
    ২. বাক্য পাঠ(Bible Reading)
    ৩. প্রার্থনা করা(Praying)
    ৪. উপদেশ বা প্রচার(Preaching)
    ৫. উপহার দেওয়া(Giving)
    ৬. পবিত্র প্রভুর ভোজ(Holy Communion)
    ৭. উপহার সংগ্রহ(Collecting the offering)



    উপাসনা’র ধরণ(Types of Worship)
    ১. ব্যক্তিগত উপাসনা(Personal & Private Worship)
    ২. সমবেত উপাসনা(Public Worship)
    ৩. মুখস্তগত/আচরণ বিধি অনুসরণ করে উপাসনা(Ritual based
    Worship)
    ৪. ছকে বাঁধা উপাসনা(Liturgical Worship)
    ৫. ছকে না বাঁধা উপাসনা(Non- Liturgical Worship)
    ৬. অন্যান্য উপাসনা(Informal Worship)





    ১. ব্যক্তিগত উপাসনা(Personal & Private Worship)
    প্রার্থনা(লূক ৬:১২, ১ম থিষলীকিয় ৫:১৭)
    ধ্যান(যোহন ১৪:১২-১৪)
    গান(গীত ৫৭:৭)

    ২. সমবেত উপাসনা(Public Worship)
    মন্ডলীতে বা যে কোন স্থানে সমবেত হওয়া, অনেকটা ছকে বাঁধা থাকে। কার্যক্রমসমূহ
    প্রার্থনা
    - বাক্য পাঠ
    - উৎসাহ দান

    সংশোধন
    - প্রশংসা আরাধনা
    - আত্মিক দান
    ব্যবহার
    প্রচার
    ১ম করিন্থীয় ১৪:২৬

    ৩. মুখস্তগত/আচরণ বিধি অনুসরণ করে উপাসনা(Ritualbased Worship)
    বাক্য বা লিখিত আকারে থাকা বিষয়গুলি পাঠ করা
    যেমন
    ১. রোমান ক্যাথলিক মন্ডলী
    ২. এংলিকান মন্ডলী
    ৩. অর্থডক্স মন্ডলী

    ৪. ছকে বাঁধা উপাসনা(Liturgical Worship)
    বিভিন্ন ছকে বাঁধা থাকে এবং সে অনুসারে উপাসনা পরিচালিত হয়। বিষয় বস্তু সমূহ বইয়ে লিখিত বা কাগজে প্রিন্ট করা থাকে উপাসনাকারীরা এতে ভাল বোধ করে কারণ তারা একই ঐতিহ্য বা উপাসনা অনুসরণ করে সবাই একই সাথে গায়, অংশগ্রহণ করে ইত্যাদি কোন নির্দিষ্ট উপাসনা সূচী নাই কোন ঐতিহ্য(ট্রেডিশনাল) ভাবে উপাসনা করে না যেকোন সময়ে উপাসনার ধরণ পরিবর্তন হতে পারে উপদেশ সমসাময়িক বিষয়ের উপর হতে পারে।

    ৬. অন্যান্য উপাসনা(Informal Worship)
    কোন নির্দিষ্ট নিয়ম নেই
    স্থানও যে কোন স্থানে হতে পারে, অডিটরিয়াম বা বড় হলরুমে হতে পারে সমসাময়িক বাদ্যযন্ত্র বেশি ব্যবহৃত হয় এবং প্রশংসাও সে ভাবে করা হয়

    এটাকে ক্যারিসম্যাটিক উপাসনাও বলা হয়
    পবিত্র আত্মার পরিচালনাকে বিশ্বাস করে
    প্রচার মুখী বিশ্বাসীগন এ উপাসনা বেশি করে, হাততালি, উচ্চস্বরে, নেচে প্রশংসা করে। শুধু মন দিয়ে নয় সমস্ত শরীর দিয়েও


    নীরব ধ্যান উপাসনা
    ছোট আকারে যে কোন সম্মলিত স্থানে গোল হয়ে মিলিত হয় 
    ঈশ্বরের উপস্থিতির অন্বেষণ করে, নির্দিষ্ট কোন গান/প্রশংসা বা উপদেশ নাই কেউ নেতৃত্বও তেমন দেয় না বেশির ভাগই নিরবে সময় কাটায়

    উপাসনা’র প্রকার(Kinds of Worship)

    ১. বাপ্তিষ্ম
    ২. প্রভুর ভোজ
    ৩. অভিষেক
    ৪. স্বীকার
    ৫. তৈলাভিষিক্ত
    ৬. সমাধি
    ৭. ৪০দিন পর্ব
    ৮. স্মৃতি সভা
    ৯. পারিবারিক সভা
    ১০. জন্মদিন
    ১১. গৃহ উৎসর্গ
    ১২. বিবাহ
    ১৩. সান্তনা সভা
    ১৪. শিশু উৎসর্গ

    মানুষ সৃষ্টির উদ্দেশ্য
    যিশাইয় ৪৩:২১

    সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা
    প্রচার করিবে

    যোহন ৪:২৪

    ঈশ্বর আত্মা; আর যাহারা তাঁহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা
    করিতে হইবে।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS