নূতন নিয়মে উপাসনালয়
যিরূশালেম মন্দির(পর্ব পালন করত) সমাজগৃহ(বাক্য পাঠ, প্রচার- যে কেউ, যে কোন বয়সের, তাই যীশুও সে সুযোগটি ব্যবহার করেছেন
এক চিত্তে প্রার্থনা করত(প্রেরিত ১:১৪) শিক্ষায় (Teaching), সহভাগিতায় (Fellowship), রুটি ভাঙ্গায় (Communion), প্রার্থনায়(Prayer)- (প্রেরিত ২:৪২) প্রতিদিন রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় ও ঈশ্বরের প্রশংসা করত (প্রেরিত ২:৪৬)
নূতন নিয়মে উপাসনা (Worship New Testament)
বলিদান’র পরিবর্তন
১ম পিতর ২:৫(৯পদ) সমস্ত খ্রীষ্ট বিশ্বাসীরাই যাজক যেখানে পুরাতন নিয়মে শুধু লেবীয়রাই এ কাজটি করত
- নিজেকে ঈশ্বরের উদ্দেশে তুলে দেওয়া(রোমীয় ১২:১)
প্রশংসা ঈশ্বরে উদ্দেশে তুলে দেওয়া(ইব্রীয় ১৩:১৫, ১ম থিষ ৫:
১৬-১৮, কলসীয়৩:১৫-১৭)
নূতন নিয়মে উপাসনা(Worship New Testament) (পৌলের শিক্ষা)
ঈশ্বরকে আমাদের বস্তুগুলি তুলে দেওয়া(ইব্রীয় ১৩:১৬,
ফিলীপীয় ৪:১৮)
ঈশ্বরকে আপনার সেবা(ভাল কাজ) তুলে দেওয়া(ইব্রীয় ১৩:
১৬)
উপাসনা’র অংশ(Parts of Worship)
১. গান করা বা প্রশংসা আরাধনা(Song)
২. বাক্য পাঠ(Bible Reading)
৩. প্রার্থনা করা(Praying)
৪. উপদেশ বা প্রচার(Preaching)
৫. উপহার দেওয়া(Giving)
৬. পবিত্র প্রভুর ভোজ(Holy Communion)
৭. উপহার সংগ্রহ(Collecting the offering)
উপাসনা’র ধরণ(Types of Worship)
১. ব্যক্তিগত উপাসনা(Personal & Private Worship)
২. সমবেত উপাসনা(Public Worship)
৩. মুখস্তগত/আচরণ বিধি অনুসরণ করে উপাসনা(Ritual based
Worship)
৪. ছকে বাঁধা উপাসনা(Liturgical Worship)
৫. ছকে না বাঁধা উপাসনা(Non- Liturgical Worship)
৬. অন্যান্য উপাসনা(Informal Worship)
১. ব্যক্তিগত উপাসনা(Personal & Private Worship)
প্রার্থনা(লূক ৬:১২, ১ম থিষলীকিয় ৫:১৭)
ধ্যান(যোহন ১৪:১২-১৪)
গান(গীত ৫৭:৭)
২. সমবেত উপাসনা(Public Worship)
মন্ডলীতে বা যে কোন স্থানে সমবেত হওয়া, অনেকটা ছকে বাঁধা থাকে। কার্যক্রমসমূহ
প্রার্থনা
- বাক্য পাঠ
- উৎসাহ দান
সংশোধন
- প্রশংসা আরাধনা
- আত্মিক দান
ব্যবহার
প্রচার
১ম করিন্থীয় ১৪:২৬
৩. মুখস্তগত/আচরণ বিধি অনুসরণ করে উপাসনা(Ritualbased Worship)
বাক্য বা লিখিত আকারে থাকা বিষয়গুলি পাঠ করা
যেমন
১. রোমান ক্যাথলিক মন্ডলী
২. এংলিকান মন্ডলী
৩. অর্থডক্স মন্ডলী
৪. ছকে বাঁধা উপাসনা(Liturgical Worship)
বিভিন্ন ছকে বাঁধা থাকে এবং সে অনুসারে উপাসনা পরিচালিত হয়। বিষয় বস্তু সমূহ বইয়ে লিখিত বা কাগজে প্রিন্ট করা থাকে উপাসনাকারীরা এতে ভাল বোধ করে কারণ তারা একই ঐতিহ্য বা উপাসনা অনুসরণ করে সবাই একই সাথে গায়, অংশগ্রহণ করে ইত্যাদি কোন নির্দিষ্ট উপাসনা সূচী নাই কোন ঐতিহ্য(ট্রেডিশনাল) ভাবে উপাসনা করে না যেকোন সময়ে উপাসনার ধরণ পরিবর্তন হতে পারে উপদেশ সমসাময়িক বিষয়ের উপর হতে পারে।
৬. অন্যান্য উপাসনা(Informal Worship)
কোন নির্দিষ্ট নিয়ম নেই
স্থানও যে কোন স্থানে হতে পারে, অডিটরিয়াম বা বড় হলরুমে হতে পারে সমসাময়িক বাদ্যযন্ত্র বেশি ব্যবহৃত হয় এবং প্রশংসাও সে ভাবে করা হয়
এটাকে ক্যারিসম্যাটিক উপাসনাও বলা হয়
পবিত্র আত্মার পরিচালনাকে বিশ্বাস করে
প্রচার মুখী বিশ্বাসীগন এ উপাসনা বেশি করে, হাততালি, উচ্চস্বরে, নেচে প্রশংসা করে। শুধু মন দিয়ে নয় সমস্ত শরীর দিয়েও
নীরব ধ্যান উপাসনা
ছোট আকারে যে কোন সম্মলিত স্থানে গোল হয়ে মিলিত হয়
ঈশ্বরের উপস্থিতির অন্বেষণ করে, নির্দিষ্ট কোন গান/প্রশংসা বা উপদেশ নাই কেউ নেতৃত্বও তেমন দেয় না বেশির ভাগই নিরবে সময় কাটায়
উপাসনা’র প্রকার(Kinds of Worship)
১. বাপ্তিষ্ম
২. প্রভুর ভোজ
৩. অভিষেক
৪. স্বীকার
৫. তৈলাভিষিক্ত
৬. সমাধি
৭. ৪০দিন পর্ব
৮. স্মৃতি সভা
৯. পারিবারিক সভা
১০. জন্মদিন
১১. গৃহ উৎসর্গ
১২. বিবাহ
১৩. সান্তনা সভা
১৪. শিশু উৎসর্গ
মানুষ সৃষ্টির উদ্দেশ্য
যিশাইয় ৪৩:২১
সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা
প্রচার করিবে
যোহন ৪:২৪
ঈশ্বর আত্মা; আর যাহারা তাঁহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা
করিতে হইবে।
ReplyDeletehttps://play.google.com/store/apps/details?id=masud.computerbd
Bangla Christian Books । বাংলা খ্রীষ্টিয়ান বই
https://play.google.com/store/apps/details?id=bangla.christianbooks