মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে ?

ads20
    মানব জীবনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হই এবং তা থেকে মুক্তির উপায় খুঁজে বেড়াই। শারীরীক সুস্থতার জন্য আমরা দেশ হতে দেশান্তরে ছুটে বেড়াই, ডাক্তার, কবিরাজ থেকে শুরু করে জগতের সমস্ত রকমের চিকিৎসার জন্য ঘুরে বেড়াই। কিন্তু কখনও শোনা যায় নাই, কেউ বলেছে, ‘ আমি পাপ থেকে মুক্তি পেতে চাই।’ আজ আমরা এমনই এক ঘটনা জানতে চাই, যেখানে এক ব্যক্তি পাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তারই জন্য জানিয়েছিল আকুল নিবেদন।

    ১ম বিষয় ঃ- ঘটনাটি ঘটেছিল ফিলিপি নগরে। সাধু পৌলের প্রচারদল একদিন প্রার্থনার স্থানে যাইতেছিল, এমন সময়ে দৈবজ্ঞ (মন্দ আত্মা পাওয়া) আত্মাবিষ্ট এক দাসী তাদের সামনে পড়ল। সে প্রচার দলের সঙ্গে চলিতে চলিতে চেচাইয়া বলিতেছিল,‘ এই ব্যক্তিরা পরস্পর ঈশ্বরের দাস, ইহারা তোমাদের পরিত্রাণের পথ জানাইতেছে। ঐ দাসী অনেক দিন যাবৎ এইভাবে বলতেছিল দেখিয়া পৌল বিরক্ত হইয়া সেই আত্মাকে বলিলেন, “ যীশু খ্রীষ্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও।” তাহাতে সেই দন্ডেই সেই মন্দ আত্মা বাহির হইয়া গেল।
    নিগুঢ়তত্ত¡ : আমাদের সকলের ইহা জানা দরকার যে, “ মন্দ আত্মারাও জানে যে, খ্রীষ্টের সুসমাচার প্রচারিত হচ্ছে, যেন না হয়, সেই জন্য সে বাধা সৃষ্টি করেছিল এবং এখনও করছে যেন কেহ পরিত্রাণ না পায়- লুক ৮;১২ পদ।”

    ২য় বিষয় ঃ- যে দাসী সুস্থ হইল, পূর্বে তার কিছু গুরু ছিল, যারা তার মাধ্যমে ব্যবসা করত। তারা যখন দেখল, তাদের ব্যবসা ভেস্তে গেল তখন তারা বাজারে গিয়ে প্রচারকদের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করল এবং শাসনকর্তাদের নিকটে আনিয়া বলিল, এই লোকেরা আমাদের নিয়ম নীতির বিপরীতে শিক্ষা দেয়। তাহাতে লোক সমূহ তাঁহাদের বিরুদ্ধে উঠিল. এবং শাসনকর্তারা তাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন এবং বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন। তাঁহাদের বিস্তর প্রহার করাইয়া কারাগারে নিক্ষেপ করিলেন। তারা যেন পালাইয়া যাইতে না পারে, সেই জন্য কারারক্ষককে সাবধানে রাখতে কড়া নির্দেশ দিলেন। এই রকম আদেশ পাইয়া কারারক্ষক তাঁদেরকে ভিতরের রুমে নিয়ে পায়ে হাড়িকাঠ দিয়ে কঠিন ভাবে বদ্ধ করে রাখল। 

    ৩য় বিষয় ঃ- কিন্তু ঘটনার দিন মধ্যরাতে পৌল ও সীল, প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে আরাধোনা ও প্রশংসা করছিল এবং অন্যান্য বন্দিগণ তাঁদের গান কাণ পাতিয়া শুনিতেছিল। তখন হঠাৎ মহাভূমিকম্প হইল এমনকি, কারাগারের ভিত্তিমূল কেঁপে উঠল; আর অমনি সমস্ত দরজা খুলে গেল ও কারাবন্দি সকলের বন্ধন মুক্ত হইল। প্রভাতে ঘুম থেকে  জেগে কারারক্ষক দেখেন যে, কারাগারের সমস্ত দরজা খোলা। তখন তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই সকলে পলাইয়া গিযাছে, তাই তিনি আত্মহত্যার জন্য প্রস্তুতি নিল। তাহা দেখিয়া সাধু পৌল উচ্চ রবে ডাকিয়া বলিলেন, “ ওহে , আপনার ক্ষতি করিও না, আমরা সকলেই এখানে আছি।” তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌঁড়াইয়া গেল এবং ভয়ে কাঁপিতে কাঁপিতে পৌলের ও সীলের সম্মূখে পড়িল; আর তাঁহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে ? তাঁহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভূ যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে।”- প্রেরিত ১৬;১৬-৩১ পদ।

    উপসংহার ঃ- প্রভু যীশু খ্রীষ্ট তিনি নিজের বিষয়ে বলেছিলেন, ঈশ্বর জগতের বিচার করিতে তাঁকে প্রেরণ করেন নাই কিন্তু জগত যেন তাঁর দ্বারা পরিত্রাণ পায়- যোহন ৩;১৭ পদ। সেই প্রভূই পৌল সম্পর্কে বলেছিলেন, “কেননা জাতিগণের ও রাজগণের এবং ই¯্রাযেল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। কারণ আমি তাকে দেখাইয়া দিব, আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে- প্রেরিত ৯;১৫,১৬ পদ। আজও অনেক ক্ষুদার্ত প্রাণ আছে যারা এসে বলে, পরিত্রাণ পাইতে হইলে আমাকে কি করিতে হইবে ? তাদের জন্য একই বাক্য, আপনি ও আপনার পরিবার প্রভূ যীশুকে বিশ্বাস করুন, তাহাতে সুস্থ হইবে, পরিত্রাণ পাইবে।
    পরিত্রাণ সকলের জন্য, অতএব, আমাদের দাযিত্ব যারা অন্ধ্যকারে আছে, তারা যেন আলো পায়, পরিত্রাণ পায়, অনন্ত জীবন পায়, আমেন।

    পালক কিশোর তালুকদার
    হাউজ চার্চ অব বাংলাদেশ, ঢাকা।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS