পরিত্রাণ কি?
লেখক: রেভা.জেমস্ জীপু রায় (এইচসিবি)
পরিত্রান শব্দের অর্থ ,পাপ এবং তার ফল থেকে অনন্তকালীন মুক্তি , নিস্কৃতি , উদ্ধার । আজ আমরা ঈশ্বরীয় পরিত্রান নিয়ে আলোচনা করবো , ঈশ্বরের পরিত্রাণ মানুষের - অতীত, বর্তমান এবং ভবিষ্যত প্রয়োজনকে অন্তর্ভুক্ত করে এবং তা চিরকাল স্থায়ী । পরিত্রান আত্মার মুক্তি ও মানব সত্ত্বাকে খ্রীষ্টের শাসনের অধীনে নিয়ে আসে । পরিত্রান হচ্ছে পুরো বাইবেলের মুল বিষয় বস্তু ,প্রত্যেকটি বিষয় বস্তুর সাথে সম্পর্কযুক্ত ।
শান্তি , নিরাপত্তা ,স্বাস্থ্য ,ক্ষমা্ আনন্দ ,জীবন ,বিজয় এই শব্দ গুলি পরিত্রান শব্দের সাথে সম্পর্কযুক্ত আছে ।
কেন মানুষের পরিত্রান প্রয়োজন ?
কারন ঈশ্বর পবিত্র (১ম পিতর ১:১৬) তাই কোন পাপী তার সঙ্গে সহভাগিতায় বা সংস্পর্শে আসতে পারে না যিশাইয় ৫৯:১-২
১। পাপের কারনে মানব জাতি ইশ্বর থেকে বিচ্ছিন্ন ও পাপের মাঝে হারিয়ে গেছে ( রোমিয় ৩ : ১০-১২) মানুষ জন্মগত ভাবে পাপি – গীত ৫১ :৫
পাপের বেতন অনন্ত কালীন মৃত্যু ( রোমীয় ৬:২৩ )
যার ফলে :-
মানুষ পাপের অধীন এর অর্থ ঈশ্বরের ক্রোধের অধীন ( ইফি ২:৩)
মানূষ নরক যাত্রী ( ইব্রিয় ৯ :২৭)
মানুষ আত্মিক ভাবে মৃত ( কলসিয় ২:১৩)
মানুষ মন প্রবঞ্চয়নায় ভরা (যির ১৭ :৯
একমাত্র প্রভু যীশুর মাধ্যমে পরিত্রান পাওয়া যায় ?
কেননা রক্ত ব্যাতিরেকে পাপের মোচন হয়না (ইব্রিয় ৯ :২২ )
রক্ত শরিরের প্রান ? ( লেবিয় ১৭:১৪)
যীশুর কোন পাপ ছিল না তাই তিনি পাপিকে উদ্ধার করতে সমর্থ ( ১ম যহন ৩:৫)
প্রেরিত ৪ :১২ একমাত্র পরিত্রান কর্তা
প্রভু যীশুর ক্রুশে উপরে বলিদান বা কোরবানী ইস্বর গ্রহন করছেন তার বড় প্রমান তিনি পুনুরুত্থিত
( ইব্রীয় ৯ :১২- ১৪ , ইব্রিয় ১০ :১২-১৪ )
( ১ তিমথি ২:৫) একমাত্র মাধ্যম
( যোহন ৩:১৬ ) একমাত্র প্রিয় পুত্র
( যোহন ১৪ : ৬ ) একমাত্র পথ , সত্য ও জীবন
( রোমিয় ৬:২৩) একমাত্র অনন্তজীবন দান কারি
একজন পাপী যখন পরিত্রান পায় তখন তার জীবনে কি ঘটে
১। নতুন সৃষ্টি হয় (১ম করি ৫ :১৭)
২। পবিত্র আত্মা মধ্যে বাস করেন ( রোমিয় ৮ :৯ )
৩। ঈশ্বরের সন্তান হয় ( যোহন ১:১২)
পরিত্রান কখন পাওয়া যায় ?
পরিত্রান সকলের জন্য উন্মুক্ত ( যোহন ৫ :২৪)
আজকেই পরিত্রানে পাবার সময় ( ২ করি ৬ :২ )