মহান ডাক্তার ।। The Greatest Doctor ।। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় ।

ads20

    আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি তার মধ্যে কি করোনা ভাইরাস সবচেয়ে খারাপ নাকি আরো ভয়ানক সমস্যা আছে?

    কে আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে?

    যখন আমাদের চারপাশে সবাই করোনা ভাইরাস কতটা বিপদজনক তা নিয়ে কথা বলছে, তখন ভয় পাওয়াটাই স্বাভাবিক। সবকিছু আরো কঠিন হয়ে যাচ্ছে। আমাদের বন্ধুদের সাথে দেখা করতে পারছি না।

    আমাদের অনেক প্রশ্নও আছে  এবং সেগুলোর উত্তর না জানার কারণে ভয় পাচ্ছি। 


    -ঈশ্বর কি ্আমাদের ভালবাসা বন্ধ করে দিয়েছেন? 

    -ঈশ্বর কি আমাদের উপর রেগে আছেন? 

    -এটিই কি দুনিয়ার শেষ?


    প্রশ্ন করা ভুল নয়, কিন্তু উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের পবিত্র বাইবেল দেখা উচিত।

    ঈশ্বর কি বলেছেন আমাদের সেটি শোনা উচিত।

    যোহন 3:16-17 কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাঁহার দ্বারা পরিত্রাণ পায়।


    ঈশ্বর আমাদের সবাইকে ভালবাসেন কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন।

    যদিও করোনা ভাইরাস যেভাবে আমাদের ভালবাসার মানুষগুলোর কাছ থেকে আলাদা করেছে, তার থেকে পাপ আরো খারাপ বিষয় কারণ এটি আমাদের ঈশ্বরের কাছ থেকে আলাদা করেছে চিরদিনের জন্য। যখন আপনি/তুমি তোমার বাবা-মায়ের অবাধ্য হও, তোমার ভাইকে মার, মিথ্যা বল, চুরি কর বা ভুল কিছু করার চিন্তা কর, সেটিই পাপ।

    পাপের মধ্যেই আমাদের জন্ম, তাই আমরা ঈশ্বরের সাথে থাকার আনন্দ উপভোগ করতে পারি না কারণ তিনি পবিত্র তিনি কোন ভুল চিন্তা, কথা বা কাজ করেন না। তুমি এবং আমি পাপ করেছি। পবিত্র বাইবেলে লেখা আছে। ‘‘কেউ ধার্মিক নয়’’ 


    ‘‘পাপ তোমাকে ভবিষ্যতে ঈশ্বরের সাথে স্বর্গে যাওয়া থেকে এবং এখন তাঁর বন্ধু হওয়া থেকে আলাদা করে দেয়। আমাদের এই পাপ করোনা ভাইরাসের অসুস্থতার চেয়ে আরো খারাপ।


    একটি সমাধান রযেছে:

    ডাক্তাররা লোকদের এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে সাহায্য করার জন্য টিকা এবং ঔষধ তৈরি করার চেষ্টা করছেন। যদি তোমাকে ভাইরাস আক্রমণ করে তাহলে এটি তোমার দোষ না, কিন্তু গুমি পাপের সমস্যা নিয়েই জন্মগ্রহণ থেকে  ক্ষমা  পাওয়ার একমাত্র ঔয়ধ দিয়ে দিয়েছেন এবং তা হল যীশু খ্রীষ্ট।


    যীশু খ্রীষ্ট যখন এই পৃথিবীতে ছিলেন তখন মানুষের মতই তাঁর শরীর ছিল, কিন্তু তিনি একই সঙ্গে ঈশ্বরের  পুত্র ছিলেন।


    যখন তিনি দুনিয়াতে ছিলেন তখন অনেক রোগ থেকে সুস্থ করেছেন এবং অনেক আশ্চর্য কাজ করেছেন। তিনি ঈশ্বরের সম্পর্কে শিক্ষাও দিয়েছেন। কিন্তু যে কারণে তিনি এই পৃথিবীতে এসেছিলেন তা হল আমাদের সমস্ত পাপ ক্ষমা করার একটি উপায তৈরির জন্য।


    যীশু খ্রীষ্ট নিজেকে ক্রুুশে পেরেক বিদ্ধ হতে দিলেন, ক্রুশে তিনি রক্ত ঝরালেন এবং আমাদের পাপের জন্য মারা গেলেন। তিনি কবরে গেলেন এবং তৃতীয় দিনে আবার জীবিত হলেন। এখন তিনি স্বর্গে আছেন যারা যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস আনবে তিনি তাদের জন্য জায়গা প্রস্তুত করছেন।


    তুমি ভাইরাসকে থামানোর জন্য চেষ্টা করতে সাবাস এবং পানি দিয়ে হাত ধুতে পার বা স্যানিটাইজার ব্যবহার করতে পার। কিন্তু তুমি নিশ্চিত ভাবে জানতে পার যে যখন তুমি প্রভু যীশু খ্রীষ্টকে একমাত্র পরিত্রাণকর্তা হিসাবে তাঁর উপরে বিশ্বাস আন তখনই তিনি তোমার হৃদয়ের সমস্ত পাপ পরিস্কার করে দেন।


    পাপ কিতাবে প্রেরিত 16:31 তাঁহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে।

    যদি তুমি তাঁর উপর সম্পূণ ভাবে বিশ্বাস আনো তাহলে পরিত্রাণ পেয়ে স্বর্গে যেতে পারবে।

    তুমি কি পরিত্রাণ পেতে চাও? তাহলে তোমার হৃদয় থেকে সত্যিকার ভাবে এই প্রার্থনাটি বলো।


    ‘‘হে স্বর্গের পিতা, আমি পাপী , আমার পাপ ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করি প্রভু যীশু তুমি আমার সমস্ত পাপের জন্য ক্রুশে মরেছ িএবং আবার জীবিত হয়ে উঠেছো। প্রভু যীশু তুমি এখনই আমার হৃদয়ে আস। এই প্রার্থনা যীশু খ্রীষ্টের নামে এই চাই আমেন।



    যখনই তুমি যীশু  খ্রীষ্টের উপরে বিশ্বাস আনবে তখন থেকে ঈশ্বর তোমার সঙ্গে সব সময় থাকবেন, কখনোই তোমাকে ছেড়ে যাবেন না। তিনি তোমার সাহায্যকারী হবে।( ইব্রীয় 13:5-6) তোমাদের আচার-ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, ‘‘আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।


    তিনি তোমাকে শক্তি দিবেন এবং যা ঘটছে তার জন্য তুমি ভয় পাবে না।


    ডাক্তারেরা ভাল থাকার জন্য যেমন পরামর্শ দেন তেমনি ঈশ্বর তাঁর পবিত্র বাইবেলের মাধ্যমে আমাদের আত্মার সুস্থ থাকার বিষয়ে পরামর্শ দিয়েছেন। যখন তুমি প্রভু যীশু খ্রীস্টের উপরে বিশ্বাস আস, তখন তুমি তাঁকে আরো জানতে চাইবে।

    এই জন্য তুমি পবিত্র বাইবেল পাঠ করে প্রার্থনার মাধ্যমে তাঁর বাধ্য থাকো।


    ঈশ্বরের সাথে কথা বলো যে কোন সময়, যে কোন জায়গায়, যে কোন বিষয় নিয়ে! কারণ ঈশ্বর তোমার সৃষ্টিকর্তা এবং তোমাকে খুবই ভালবাসেন। তিনি তোমার কথা শুনে প্রার্থনার উত্তর দিতে চান।

    আজকে তুমি যা জেনেছো সেই সম্পর্কে কি অন্য বন্ধু কাছে বলতে চাও? কার কাছে বলবে তা ঠিক করে কাছে গিয়ে এই সুসংবাদ শুনিয়ে দাও।


    -পাস্টর মাসুদ রানা


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS