আপনি কি আপনার দান অনুসারে ব্যবহৃত হচ্ছেন?

ads20

     Is Your Gift Being Used

    শিরোনাম: আপনি কি আপনার দান অনুসারে ব্যবহৃত হচ্ছেন?


    Author: WailesRangsa

    কারণ শাস্ত্র বলে, ইফিষিয় ৪: ১১ “আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষা গুরু করিয়া দান করিয়াছেন”।

    এখানে ৫ ধরণের দানের কথা বলা হয়েছে যথা, প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক, পালক এবং শিক্ষা গুরু। এখন প্রশ্ন হলো আপনার দান কি সে সমন্ধে আপনি কি জানেন? আপনি কি সেই দান অনুসারে ব্যবহৃত হচ্ছেন? কেন তিনি এই ধরণের দান দিয়েছেন?


    আসুন আমরা তা পর্যালোনা করে দেখি!  

    প্রেক্ষাপট: প্রেরিত পৌল বিশেষ কয়েকটি উদেশ্যে ইফিষীয় মণ্ডলীর বিশ্বাসীগণকে এই পত্রটি লিখেছেন তার একটি উদেশ্য আমাদেরকে নিশ্চিত করে যে, আজকে আমরা যারা প্রভুর সামনে আছি, আমরা এমনি এমনি আসিনি, কিন্তু তিনি আমাদেরকে পূর্বই পরিত্রাণের জন্য, অনন্ত জীবনের জন্য মনোনীত করেছেন। আর দ্বিতীয় উদেশ্য আমাদেরকে বলে, এই আহবানের উপযুক্তভাবে জীবন যাপন করতে। আর আমাদের আহবানের উপযুক্ত জীবন যাপন হলো যীশু খ্রীষ্টের ন্যায় বিজয়ী জীবন যাপন করা। এবং আজকের পঠিত অংশ আমাদেরকে বলে, আমরা যেন আমাদের আহবানের উপযুক্তভাবে জীবন যাপন করতে পারি সেজন্য তিনি মণ্ডলীকে বিশেষ কয়েকটি উপহার দিয়েছেন। ইফিষীয় ৪: ১১ পদ বলে “আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষা গুরু করিয়া দান করিয়াছেন”


    পঠিত শাস্ত্রাংশ বলে “আর তিনিই” এখন প্রশ্ন হচ্ছে এই তিনি টা কে? তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রীষ্ট- ৮ পদে প্রেরিত পৌল যীশু সম্পকে বলেছেন- “তিনি উর্ধ উঠিয়া বন্দিগনকে বন্দী করিলেন, মনুষ্যদিগকে নানা বর দান করিলেন ।” এই অংশটি প্রেরিত পৌল ৬৮ গীতের ১৮ পদ থেকে সংকলন করেছেন, যেখানে বলা হয়েছে “তুমি উদ্ধে উঠিয়াছ, বন্দিগণকে বন্দি করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ—-” তবে এখানে একটি interpretive issue রয়েছে কারণ দায়ুদ তিনি দান গ্রহণ করার কথা বলেছেন কিন্তু প্রেরিত পৌল তিনি দান দেওয়ার কথা বলেছেন- আর যিনি দান দেন তিনি আমাদের প্রভু। তাইতো তার সম্পকে বলা হয়েছে- এই উদ্ধে উঠার জন্য তাকে প্রথমে পৃথিবীর নীচতর স্থানে নামতে হয়েছিল- যার অর্থ তিনি তাকে মৃত্যুবরণ এবং কবরস্থ হতে হয়েছিল কিন্তু তিনি সেই নীচতর স্থান থেকে বিজয়ী হয়ে উদ্ধে উঠিয়াছেন এবং আমাদের পক্ষে সকলই পূরণ করেছেন, জয় করেছেন।


    আর সেই তিনিই, যিনি সমস্ত কিছুকে পরাজিত করেছেন, যিনি সমস্ত কতৃত্বের অধিকারী তিনিই, আমাদের প্রভু যীশূই আমদেরকে এই দানগুলো দিয়েছেন। এখন আমরা দেখবো এই উপহার বা দানগুলো কি কি? এই অংশে ৫ ধরণের উপহারের কথা বলা হয়েছে প্রথম ধরণের উপহার হলো- প্রেরিত- (apostle), যাদেরকে বিশেষ ক্ষমতা দিয়ে পাঠানো হয়, একটি বিশেষ মিশন সাধনের জন্য- পবিত্র শাস্ত্রে বিশেষভাবে যীশুর বার জন শিষ্য এবং প্রেরিত পৌল যারা যীশুকে সচক্ষে দেখেছেন এবং যাদেরকে যীশুকে সরাসরি কমিশন দিয়েছেন তাদেরকে প্রেরিত হিসাবে আখ্যায়িত করা হয়েছে- বর্তমানে যারা মিশনারী হিসাবে কাজ করছেন, যাদেরকে মণ্ডলী বিশেষ ক্ষমতা দিয়ে প্রেরণ করেছেন তাদেরকে  প্রেরিত হিসাবে বিবেচনা করা যেতে পারে।


    দ্বিতীয়ত: ভাববাদী, যারা ভবিষতের কথা বলেন- যারা ঈশ্বরের বার্তা লোকদের কাছে নিয়ে আসেন, যারা অন্যায্যতার বিরুদ্ধে কথা বলেন, যারা আসন্ন বিপদ সম্পকে লোকদেরকে সর্তক করেন, যারা বিশ্বাসীদের অন্যায় কাজে অনুযোগ বা তিরষ্কার করেন, সংশোধন করেন, সান্ত্বনা করেন, যারা প্রকাশ্যে ঈশ্বরের আরাধনা পরিচালনা করেন। 


    তৃতীয়ত: সুসমাচার প্রচারক, এরা কোন বেতন ভুক্ত প্রচারক নয়, কিন্তু যারা স্বেচ্চায় সুসমাচার প্রচারের কাজ করে থাকেন। চতুর্থ এবং পঞ্চম হলো- পালক এবং শিক্ষাগুরু। যদিও এই দুই ধরণের gifted লোকদের মধ্যে কিছু সুক্ষ পাথক্য আছে, তবুও অনেক বাইবেল বিশেজ্ঞগণ এই দুই ধরণের gifted লোককে একই ধরণের লোক মনে করে থাকেন। তবে এই ক্ষেত্রে সুক্ষ পার্থক্য হলো- সমস্ত পালকই শিক্ষক হবেন, তার শিক্ষা দেওয়ার gift থাকবে কিন্তু সমস্ত শিক্ষক পালক নাও হতে পারে!


    খেয়াল করুন, এখানে কিন্তু কোন একক gifted লোকের কথা বলা হয়নি কিন্তু বলা হয়েছে কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক এবং শিক্ষাগুরু করিয়া দান করেছেন-

    খেয়াল করুন ১ম করিন্থীয় ১২ অধ্যায়ে প্রেরিত পৌল অনেক ধরণের gift বা বর দানের কথা বলেছেন যা বিশ্বাসীদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই অংশে প্রেরিত পৌল কোন বর-দানের কথা বলেনি বরং gifted এবং talented লোকদের সম্পকে বলেছেন, যাদেরকে মণ্ডলীর জন্য দেওয়া হয়েছে। আজকে যখন আমরা আমাদের মণ্ডলীগুলোতে তাকিয়ে দেখি- তখন সাধারণত কি দেখতে পাই? আমরা কি এই ধরণের gifted লোকদের মণ্ডলীতে সক্রিয় অবস্থায় দেখতে পাই? এটা দুঃখ জনক হলেও সত্য যে বেশীর ভাগ মণ্ডলীতে আমরা শুধুমাত্র একজনকেই দেখতে পাই যিনি প্রত্যেক রবিবারে প্রচার করেন, পারিবারিবক সভাতে কথা বলেন, বিবাহ বার্ষিকিতে কথা বলেন, জন্ম দিন, মৃত্যু বার্ষিকিতে সভা পরিচালনা করেন, এবং মণ্ডলীতে পরামর্শদানের কাজ করেন। আর তিনি হলেন সুপার ম্যান আমাদের মাননীয় পালক মহাশয়, যে সব কিছুই শয়।


    তিনি মণ্ডলীকে শুধুমাত্র পালককে দেন নি কিন্তু বলা হয়েছে তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক এবং শিক্ষাগুরু করিয়া দান করেছেন–। এখন আমরা দেখব কি উদ্দেশ্যে তিনি এই সমস্ত gifted people মণ্ডলীকে দিয়েছেন! প্রভু এই gifted লোকদেরকে দিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্যে যা ১২ পদে বলা হয়েছে- আর তা হলো, যেন পরিচর্যা কাজ সাধিত, যেন পবিত্রগণকে পরিপক্ক করে গেথে তোলা যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর তা হলো একটি “বিরতি চিহ্ন”, বা কমা, যা এই অংশের প্রকৃত উদ্দেশ্যকে প্রভাবিত করতে পারে! আমরা যদি ১২ পদ দেখি দেখব, এখানে লেখা আছে, “পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কর্য্য সাধিত হয়, যেন খ্রীষ্টের দেহকে গাথিয়া তোলা যায়।” এখানে “যেন পরিচর্যা কার্য সাধিত হয়” তার পরে একটি বিরতি চিহ্ন ”কমা” দেওয়া হয়েছে যা গ্রীক বাইবেলে ব্যবহার করা হয়নি। “কমা” যুক্ত অবস্থায় এর অর্থ দাড়ায়, যেন এই gifted লোকেরা পরিচর্যা কাজ করে, কিন্তু কমা বিহীন অবস্থায় এর অর্থ দাড়ায়, এই gifted লোকদের কাজ হলো পবিত্রগণকে পরিপক্ক করা যেন তারা পরিচর্যা কাজ করতে পারে।


    এখন প্রশ্ন  আসতে পারে এই পবিত্রগণ বলতে কাদেরকে বোঝানো হয়েছে- Greek এর জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো Agion এবং ইরেজীতে the saints মানে খাঁটি, পবিত্র, ধামির্ক এবং খ্রীষ্টীয় সমাজের বা কমিউনিটির লোক। আজকের প্রেক্ষাপটে আমরা বলতে পারি আমাদের মণ্ডলীর ঈশ্বর ভয়শীল সাধারণ বিশ্বাসীরা-


    প্রভু তিনি এই সমস্ত gifted লোকদেরকে দিয়েছেন যেন তারা মণ্ডলীর ঈশ্বরভয়শীল সাধারণ বিশ্বাসীদেরকে পরিপক্ক করে তোলে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি এই সমস্ত বিশ্বাসীদেরকে তাঁর দেহের একটি অংশ হিসাবে আখ্যায়িত করেছেন, তাই যখন আমরা মণ্ডলীর কোন বিশ্বাসীকে গেথে তুলি তখন আমরা খ্রীষ্টের দেহকেই গেথে তুলি আর তিনিই গৌরবান্বিত হন।


    এবং আপনি যদি পরবর্তী পদ গুলো বিশেষভাবে ১৩-১৬ পদ দেখেন তবে দেখতে পাবেন- যে মাত্রা পযর্ন্ত আমাদের এই পরিচর্যা চালিয়ে যেতে হবে! প্রেরিত পৌল বিস্তারিতভাবে আমাদেরকে বলেছেন- যাবৎ আমরা সকলে, এখানে সকলের উপরে জোড় দেওয়া হয়েছে, ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের তত্ত্ব জ্ঞানের ঐক্য পর্যন্ত, (), সিদ্ধ পুরুষের অবস্থা পযর্ন্ত, (), খ্রীষ্টের পূর্ণতার আকারের পরিমান পযন্ত অগ্রসর না হই।  অথাৎ এই পরিচর্যা চলতে থাকবে যতক্ষণ পযর্ন্ত না আমরা বিশ্বাসীরা সকলেই খ্রীষ্টের ন্যায় না হই। উদ্দেশ্য হলো যেন মণ্ডলীর সকল বিশ্বাসীরাই খ্রীষ্টের ন্যায় হয়।


    একটু ভেবে দেখুন যদি আমাদের মণ্ডলীর সকল সদস্যরাই খ্রীষ্টের ন্যায় হতো তবে আমাদের মণ্ডলীগুলোর পরিবেশ কেমন হতো? বা মণ্ডলীগুলো দেখতে কেমন হেতো! খ্রীষ্টেতে  প্রিয় ভাই ও বোনেরা, মণ্ডলীর সকল সদস্যদেরই মণ্ডলীতে একটি অনুপম এবং স্বাত্যন্ত্র ভুমিকা রয়েছে আর যখন যখন আমরা প্রত্যেকেই সমানভাবে আমাদের যোগ্যতা (যা প্রভু আমাদেরকে দিয়েছেন) ব্যবহার করি তখন তিনটি বিষয় ঘটে- (১) দেহ বা মণ্ডলী বা বিশ্বাসী সমাজ একতা উপভোগ করে (৩-৬), (২) এটা আরও আত্নিকভাবে পরিপক্ক হই (১৫) এবং  (৩) আমরা আরও খ্রীষ্টের সাদৃশ্যে বৃদ্ধি পাই (৩:১৯)।


    উপসংহার: আমাদের বিজয়ী প্রভু যীশু খ্রীষ্ট তিনিই মণ্ডলীকে কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক এবং শিক্ষাগুরু করিয়া দান করেছেন। সকল বিশ্বাসীদেরকে যাদেরকে খ্রীষ্টের দেহের সাথে তুলনা করেছেন তাদেরকে পরিপক্ক করে গেথে তোলার জন্যই দিয়েছেন। এবং ১৬ পদ আমাদের কাছে একটি অভুতপূর্ব সত্য প্রকাশ করে আর তা হলো যখন আমরা অন্যকে গেথে তুলি তখন আসলে আমরা নিজেদেরকেই গেথে তুলি। what a wonderful truth!


    প্রয়োগ: এখন আসুন আমরা একটু অনুসন্ধান করে দেখি যে, আমাদের মণ্ডলীতে এই ধরণের gifted লোকেরা কারা, অবশ্যই আমরা জানি আমাদের পালক কে কিন্তু আমরা জেনেছি প্রভু শুধু পালককে দেন নি, তিন কয়েকজনকে প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক এবং শিক্ষাগুরু করিয়া দান করেছেন, এরা কারা এবং কোথায়! সেই সাথে আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করি, এর মধ্যে আপনার আমার অবস্থান কোথায়? আমরা কিভাবে সেই উদ্দেশ্য, মানে পবিত্রগণকে পরিপক্ক করার ক্ষেত্রে ভুমিকা পালন করছি?   পরিশেষে, Weiresbe Warren, The exposition commentary. একটি উক্তি দিয়ে শেষ করতে চাই তিনি বলেছেন, “Gifts are not toys to play with. They are tools to build with. And if they are not used in love, they become weapons to fight with . . . (1 Cor. 12—14). ঈশ্বর আমাদের প্রত্যেককেই আমাদের সামর্থ অনুসারে ব্যবহার করুন। আমেন।



    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS