ইশ্মায়েল নাকি ইসহাক কাকে কুরবানী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল?

ads20
    ইশ্মায়েল নাকি ইসহাক কাকে কুরবানী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল? 
    Summary :
    লেখক: পাষ্টর জনসন সরকার
    প্রথম প্রকাশঃ মে ২০২১

    #মুসলিম জগত এটা প্রচার করছে "Ñইশ্মায়েল ছিলেন প্রতিজ্ঞাত সুসংবাদের সন্তান এবং তাকেই অব্রাহাম কুরবানী দিতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ইহুদি এবং খ্রীষ্টানরা যুগ যুগ ধরে এটাই বিশ্বাস করে আসছে Ñ"ইসহাক ছিলেন প্রতিজ্ঞাত সুসংবাদের সন্তান এবং তাকেই অব্রাহাম কুরবানী দিতে নিয়ে গিয়েছিলেন। মুসলিমরা কেন ইশ্মায়েলকে প্রতিজ্ঞাত সুসংবাদের সন্তান মনে করছে? কারন ইশ্মায়েল যদি সেই প্রতিজ্ঞাত সুসংবাদের সন্তান না হন তবে ইসলাম ধর্মের সমস্ত বিশ্বাস দূর্বল হয়ে উঠবে, কারন তারা বিশ্বাস করেন যে ইশ্মায়েল সেই ব্যক্তি যাকে কুরবানী দেবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। যদি এটা প্রমানিত হয় যে "ইশ্মায়েল নয় ইসহাক ছিলেন সেই প্রতিজ্ঞাত সুসংবাদের সন্তান, এবং তাকেই অব্রাহাম[ইব্রাহীম] কুরবানী দিতে নিয়ে গেছিলেন তবে ইসলাম ধর্মের সূচনা থেকে হযরত মুহাম্মদের নবুওত, তার দেওয়া শিক্ষা, বিশ্বাস সবই প্রশ্নবিদ্ধ  হয়ে যাবে এবং অনেক সংশয়ের উত্থান ঘটবে।

    আমাদের এটা মনে রাখা উচিত যে, একই সাথে দুটি বিশ্বাস ঠিক হতে পারে না। প্রকৃত সত্যকে উৎঘাটন করতে হলে আমাদের ঐতিহাসিক দলিল সমূহ পরীক্ষা-নিরীক্ষা করে দেখার প্রয়জনীয়তা রয়েছে তবে আমরা যে কোন বিষয়ের সত্যতা সম্পর্কে অবগত  হতে পারব। ইসলাম ধর্মের উল্লেখযোগ্য গ্রন্থে [কুরআন, হাদিসে] ইশ্মায়েলের বিষয়ে এমন কোন সুস্পষ্ট দলিল নাই যার দ্বারা এটা প্রমানিত করা সম্ভব যে অব্রাহাম ইশ্মায়েলকে কুরাবানী দিতে নিয়ে গিয়েছিলেন। হযরত মুহাম্মদের অনেক সাহাবি থেকে শুরু করে অনেক তাফসির ইসহাকের পক্ষে রায় দিয়েছেন। আবার কিছু ব্যক্তি ইশ্মায়েলের পক্ষেও রায় দিয়েছেন। এ থেকে বোঝা যায় তারা নিজেরাই উক্ত বিষয়ে ধাঁধার মধ্যে রয়েছে। যারা নিজেরাই একমত নন কাকে কুরবানী করতে নিয়ে যাওয়া হয়েছিল তবে আপনি কি  পরীক্ষা- নিরীক্ষা ছাড়াই তাদের এই পরস্পরবিরোধী মতবাদ মেনে নেবেন? নিশ্চই না।

    বিষয়    - পৃষ্ঠা সংখ্যা

    ১।কে ছিল প্রতিজ্ঞাত সন্তান? __________  ৬-৭
    ২।সুসংবাদের পুত্র কে ছিলেন? __________ ৮-১১
    ৩। কুরআন অনুসারে কে ছিলেং প্রতিজ্ঞাত এবং সুসবাদের সন্তান __________ ১২-১৭
    ৪।অব্রাহাম কাকে কুরবানী দিতে নিয়ে গিয়েছিলেন? __________  ১৮-২১
    ৫।ইসলামের এই শীর্ষ তাফসীর গণের সাক্ষ্য __________ ২২-২৬
    ৬।হযরত মুহাম্মদের সাহাবাদের সাক্ষ্য __________ ২৭-৩০
    ৭।ইশ্মায়েল কি নবী ছিলেন এবং তিনি কি মক্কাতে কোন দিন গিয়ে ছিলেন? __________ ৩১-৩২
    ৮।হাদিস দ্বারা প্রমানিত যে অব্রাহাম ইসহাককে কুরবানী দেবার জন্য নিয়ে গিয়েছিলেন  __________ ৩৩-৪৫
    উপসংহার  __________ ৪৬

    Download Free Book




    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS