বাপ্তিস্মের জন্য প্রয়োজনীয় প্রশ্নোত্তর - Questions and answers required for baptism

ads20
     উত্তর : যেন সমূদয় মনুষ্য পরিত্রাণ পায় -১ম তীম ২;৪।

    ২। বাপ্তিস্ম / নতুন জন্মের অর্থ কি ?
    উত্তর :- জল এবং আত্মা হইতে জন্ম গ্রহণ করা।

    ৩। বাপ্তিস্মের প্রয়োজন কেন ?
    উত্তর :- কারণ বাপ্তিস্ম ছাড়া কেহ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না- যোহন ৩;১-৫ পদ। কারন - এটি যীশুর আদেশ- মথি ২৮;১৯,২০ + মার্ক ১৬;১৫;১৬ পদ।

    ৪। আমি কেন বাপ্তিস্ম গ্রহণ করিব ?
    উত্তর : কারণ আমি পাপী, আমার নতুন জন্মের প্রয়োজন, পাপ নিয়ে আমরা কখনও ঈশ্বরের নিকটেযাইতে পারি না। কারণ - যীশুই একমাত্র পথ ও সত্য ও জীবন ( যোহন ১৪;৬ )

    ৫। বাপ্তিস্মের জন্য সাধারণঃ বয়সের সময় সীমা কি ?
    উত্তর :- সাধারণতঃ ১৮ বছরের যে কোন ছেলেমেয়েদের বাপ্তিস্ম দেওয়ার উপযুক্ত সময়। তবে যদি কোন সন্তান ১৮ বছরের পূর্বে তাঁর নিজের পাপ ও পরিত্রাণ সম্পর্কে বুঝতে পারে, এবং সেচ্ছায় আগ্রহী হয় যে, এখন তাঁর বাপ্তিস্মের জন্য কোন বাঁধা নেই, ঠিক তখনই মন্ডলী তাঁকে বাপ্তিস্ম দিতে বাধ্য। প্রেরিত ৮:২৬-৩৯ পদ অনুসারে। একজন নপুংসক ফিলিপের দ্বারা এমনি ভাবেই বাপ্তাইজিত হয়েছিল।

    ৬। ঠিক কখন একজন লোক খ্রীষ্টিয়ান হন ?
    উত্তর ঃ- ব্যাক্তিগত জীবনে প্রভূ যীশু খ্রীষ্টকে ত্রাণকর্তা ও মুক্তিদাতা হিসাবে  স্বীকার করে ও হৃদয়ে বিশ্বাস করে যে প্রভূ যীশু তাঁর পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, পূনরুত্থিত হয়েছেন, স্বর্গে গিয়েছেন এবং পূনরায় তিনি আবার ফিরে আসবেন আমাকে নিয়ে যাবেন তাঁর রাজ্যে।

    উত্তর ঃ- খ্রীষ্টকে গ্রহনের মধ্য দিয়ে ( যোহন ১:১২ পদ অনুসারে )

    ৭। বাপ্তিস্ম সম্পর্কে সাধারণ ধারনা : ক) সম্পুর্ন পানির মধ্যে নিমজিত হওয়া ও পানি থেকে উঠে আসার অর্থ কি?
    উত্তর ঃ- পূরাতন  স্বভাবকে/চরিত্রকে কবরে সমাধিস্থ করা/ত্যাগ করা এবং জল থেকে উপরে উঠে আসার অর্থ হল খ্রীষ্টকে পরিধান করা অর্থাৎ খ্রীষ্টিয় স্বভাব পরিধান করা।

    উদাহরণ ঃ- ২করি ৫:১৭ পদ = ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পূরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে।

    ৮। পরিত্রাণ এর সাধারণ ধারণা ঃক) কারণ তুমি যদি ‘মুখে’ যীশুকে প্রভূ বলিয়া স্বীকার কর, এবং‘হৃদয়ে’ বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাসকরে, ধার্ম্মিকতার জন্য, এবং মুখে  স্বীকার করে , পরিত্রাণের জন্য। রোমীয় ১০;৯,১০ পদ। 
    খ) সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন, এবং আমাদের ধার্ম্মিকতার নিমিত্ত উত্থাপিত হইলেন। রোমীয় ৪;২৫ পদ।

    ৯। ব্যবস্থা কি পাপ হইতে আমাদের মুক্তি দিতে পারে ?
     উত্তর ঃ- না (৭; দ্রঃ)

    ১০। তাহলে ব্যবস্থা আমাদের কি দেয় ? 
    উত্তরঃ- পাপ সম্পর্কে জ্ঞান জম্মে- রোমীয় ৩;২০।

    ১১। আমরা সকলে কি ?
    উত্তর ঃ- পাপী - রোমীয় ৩;১০-১২, ২৩ পদ।

    উত্তর ঃ- ঈশ্বরের অবাধ্যতাই পাপ।

    উত্তর ঃ- মৃত্যু ( রোমীয় ৬;২৩ পদ)
    কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভূ যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।

    ১৪। একজন খ্রীষ্টি বিশ্বাসী মারা গেলে কি হয় ?
    উত্তর ঃ- পরমদেশে যায় অর্থাৎ মৃতদের আত্মা যেখানে থাকে। আবার একথাও বলা যায় যে, আমরা সকলে খ্রীষ্টে জীবিত থাকি, কারণ প্রভূ যীশু খ্রীষ্ট মার্থাকে বলেছিলেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে; আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে। যোহন ১১;২৫,২৬ পদ।


    ১৫। যীশু খ্রীষ্টের ২য় আগমনে আমাদের জন্য কি নিশ্চয়তা আছে ?
    উত্তর ঃ- ক) যীশু খ্রীষ্ট আসবেন আমাদেরকে পিতার বজ্যে নিয়ে যাওয়ার জন্য- যোহন ১৪;১-৬ পদ।
     খ) বিচারের জন্য = মথি ২৫; + ২করি ৫;১০ পদ অনুসারে।

    বিঃদ্রঃ পরিবর্তন নতুন জম্মের পরে, কথাটি মনে রাখতে হবে। কারণ আমি আগুনের মধ্যে হাত দিয়েছি। এখন থেকে আমার জীবন খ্রীষ্টের জন্য প্রতিদিন দুঃখ-কষ্ট সহ্য করতে হবে এবং শেষ পর্যন্ত তাঁহাতে স্থির থাকতে হবে। কারণ পবিত্র শাস্ত্র এই কথা বলে, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। মথি ২৪;১৩ পদ। ‘কারণ নতুন জন্ম ’ হইল পরিত্রাণের জন্য বায়না দেওয়া।

    ১৬। মন্ডলীর প্রতি আমার দায়িত্বঃক) মন্ডলীর সমস্ত কার্যক্রমে স্বক্রীয় অংশ গ্রহণ- ইব্রীয় ১০;২৫ পদ। গীত ১২২;১ পদ।
    খ) বিশ্বস্তভাবে মন্ডলীতে আমার দশমাংস উপহার প্রদান করা- মালাখি ৩;৮-১০ পদ।
    গ) মন্ডলীর জন্য নিজেকে উৎসর্গ করা- ইফি ৫;২৫ পদ।

    পাষ্টর কিশোর তালুকদার
    হাউজ চার্চ অব বাংলাদেশ, ঢাকা।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS