পরিত্রানের গল্প / ১ম পর্ব

ads20

    প্রতিদিনের দিনের মত ডেভিড শাহাবাগের মোড় দিয়ে ট্রাক্টস বিলি করতে করতে রমনা পার্কে এসে ফাকা একটি বেঞ্চে এসে বসল । প্রচন্ড গরম , শরির থেকে ঘামের গন্ধ আসছে । গাছের পাতাগুলি বাতাস না পেয়ে নিরব হয়ে বসে আছে ।
    ব্যাগে অল্প কিছু ট্র্যাক্টস অবশিষ্ট আছে , একটু বিশ্রাম নিয়ে ট্রাক্টস গুলো শেষ করে বাসার দিকে যাবে
    কিছুক্ষন পর রমনা পার্কে ভিতর দিয়ে হাটতে শুরু করলো ডেভিড , শরিরটা বেশ ঠাণ্ডা হয়ে ঘামে ভিজে গেছে ।
    ডেভিড দা , দাদা , পিছন থেকে পরিচিত কন্ঠে কে যেন ডাক দিল,
    ‍প্রায় দৌড়ে এসে ডেভিড পিছন থেকে ধরে প্রশ্ন করলো ,দাদা কেমন আছেন ?
    আরে সজল , কেমন আছিস , কোথা থেকে আসলি ?
    সদরঘাট থেকে , একটা কাজ ছিল । সজলের উত্তর
    আপনি কি করছেন এখানে দাদা ?
    ট্রাক্টস বিলি করতে আসলাম , একটু বিশ্রাম নিতেই পার্কে আসা , ডেভিডের উত্তর ।
    সজল আর ডেভিড হাটা শুরু করলো । এদের দুজনের বাসা একই এলাকায় ।
    ডেভিড হাটতে হাটতে বাদ বাকী ট্র্যাক্টসগুলো দিতে শুরু করল , সজল ডেভিডের তালে তালে হাটছে ।
    দাদা , তুমি এইসব রাস্তায় বিলি করো কেন ?
    মানুষকে যীশুর কথা জানাতে , পরিত্রানের কথা জানাতে , ডেভিডের উত্তর ।
    তোমাদের মণ্ডলীতে এত লোক যায় ,এত বড় মন্ডলি , সবাই তো ট্রাক্টস দেয় না , তুমি দেও কেন ?
    আর ট্রাক্টসে কি কাজ হয় ?
    ডেভিড একটূ ভেবে নিয়ে বলল , একজন প্রকৃত বিস্বাসীর দায়িত্ব হচ্ছে অন্য মানুষের কাছে সুসমাচার তুলে ধরা । আমাদের কাজ সুসমাচার জানানো , বাদ বাকি কাজ প্রভুর ।
    চলো একসঙ্গে যাই , আজকে হেঁটে যাই কি বল দাদা ,সজল বলল , ডেভিড সম্মতি প্রকাশ করে দুজনে মিলে হাটতে শুরু করলো । হাটতে হাটতে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে করতে ডেভিড আর সজল চলতে থাকলো ।
    ডেভিড সজলকে প্রশ্ন করলো , পরিত্রান কি ?
    পরিত্রান হল উদ্ধার বা মুক্তি , সজলের উত্তর ।
    কিসে থেকে উদ্ধার বা মুক্তি ?
    পাপ থেকে , যীশু আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য ক্রুশে মরেছেন , কবরে গেছেন , আবার পুনুরুত্থিত হয়েছেন তাই যে কেউ যীশুকে গ্রহন করবে সেই মুক্তি পাবে ,সজলের উত্তর ।
    এবার আমার একটা প্রশ্ন ডেভিড দা আপনার কাছে ,
    আচ্ছা , যীশুকে বিশ্বাস করবে যারা ,তারাই কি শুধু স্বর্গে যাবে ? সজলের প্রশ্ন
    ডেভিড বলল , চল এক কাপ চা খাই , চা খেতে খেতে উত্তর দেওয়া যাবে ।
    চায়ের দোকানে বেশি ভীর নেই , বেঞ্চে বসে দুইকাপ চায়ের অর্ডার দিল ।
    চা খেতে খেতে ডেভিড ব্যাগের ভিতর থেকে বাইবেল বের করলো , যোহন পুস্তকের চৌদ্দ অধ্যায়ের ছয় পদ খুলে সজলের হাতে ধরিয়ে দিল বাইবেলটা । সজল, তুমে এই পদটা পড়ে আমাকে বুঝিয়ে দেও ।
    সজল পড়তে শুরু করলো , “যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না”
    এর মানে ,যীশুই পথ , সত্য ও জীবন ,যীশুর মধ্য দিয়ে স্বর্গে যেতে হবে ।
    তাহলে এর বিপরীত বাক্য কি হবে ? ডেভিড আবার জিজ্ঞাসা করলো
    সজল একটু ভেবে বলল , যীশুর মধ্য দিয়ে না গেলে কেউ স্বর্গে যেতে পারবে না ।
    এটা অবিশ্বাস্য ব্যাপার মনে হয় ডেভিড দা ,পৃথিবীতে কোটি কোটি মানুষ কি তাহলে ভুল করছে ? আবার বাইবেল তো মিথ্যা কথা বলে না । সজল চিন্তায় পড়লো

    ডেভিড বলল , তুমি যদি বাইবেল ভাল ভাবে পড় ও ধ্যান করতে থাকো তাহলে ঈশ্বরের বাক্যের অর্থ ভালভাবে বুঝতে পারবে । চল এবার হাঁটি , দোকান থেকে বেড়িয়ে দুজনে হাটতে শুরু করল ……………।। চলবে

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS