প্রোটেস্টান্ট ও রোমান কাথলিক / অর্থডক্স মন্ডলীর বাইবেলের পুুস্তকের সংখ্যা ও অতিরিক্ত পুস্তক এর নাম ও বর্ণনা।

ads20
    বাইবেলের পুরাতন নিয়মের গ্রন্থ বর্ণনা ঃ 
    খ্রীষ্টিয়ানদের বাইবেল একটি হলেও বিভিন্ন মন্ডলী/সম্পপ্রদায়ের (Denominations)  বাইবেল পুস্তকের সংখ্যা আলদা রয়েছে। যেমন-

    1. প্রোটেস্টান্ট বাইবেলের পুস্তক সংখ্যা 39টিঃ
    * 5 টি ব্যবস্থা পুস্তক (আদিপুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, এবং দ্বিতীয় বিবরণ)।

    * 12 টি ইতিহাস পুস্তক (যিহোশূয়, বিচারকর্তৃগণের বিবরণ, রূতের বিবরণ, 1 শমূয়েল, 2 শমূয়েল, 1 রাজাবলি, 1বংশাবলি, 2 বংশাবলি, ইষ্রা, নহিমিয় এবং ইষ্টের)।

    *5টি পদ্য/সাহিত্য প্রন্থ (ইয়োব, গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক এবং পরমগীত)

    * 5 টি প্রধান ভাববাদী গ্রন্থ (যিশায়, যিরমিয়, বিলাপ, যিহিষ্কেল এবং দানিয়েল)।

    * 12 টি সংক্ষিপ্ত ভাববাদী পুস্তক (হোসেয়, যোয়েল,আমোষ, অবদিয়, যোনা, মীখা, নহুম, হবককূক, সফনিয়, হগয়, সখরিয় এবং মালাখি)।

    2. রোমান কাথলিক মন্ডলীর বাইবেলের পুস্তকের সংখ্যা 46 টি। অতিরিক্ত 7টি পুস্তক সেপ্টুয়াজিন্ট থেকে নেওয়া হয়েছে, যা নিম্নরূপঃ
    1,তোবিত,
    2.যুদিথ,
    3,1মাকাবীয়,
    4,2মাকাবীয়,
    5,প্রজ্ঞা পুস্তক,
    6,বেন-সিরা,
    7,বারুক

    3.অর্থডক্স মন্ডলীর বাইবেল পুস্তকের সংখ্যা 50 টি।
    কাথলিকদের 46 টির সঙ্গে 1 এসড্রাস (1 Esdras), 3 ম্যাকাবীয়(3 Maccabees,) মনষীয় প্রার্থনা (The Prayer of Manasseh) এবং গীতসংহিতা 151 যোগ হয়েছে।


    নূতন নিয়মের গ্রন্থ বর্ণনা ঃ সর্বমোট 27টি
    1.4টি সুসমাচার পুস্তক (মথি, মার্ক,লূক ও যোগন)
    2.1টি ইতিহাস পুস্তক (প্রেরিতদের কার্য বিবরণী)
    3.21টি পত্রাবলী। (সাধু পৌল 13টি পত্রের রচয়িতা যেগুলি হলোঃ 
    রোমীয়, 1করিন্থীয়, 2করিন্থীয়, গালাতীয়,  ইফিষীয়, ফিলিপিয়, কলসীয়,1 থিষনীকীয়,2 থিষনীকীয়, 1তীমথিয়, 2তীমথিয়, তীত ও ফিলীমন। ইব্রীয় পত্রটি কে রচনা করেছেন এখনও তা জানা যায়নি)। বাকী 7 টি পত্র নিজেদের নামে লেখা হয়েছে যথাঃ
    যাকোব, 1 পিতর,2পিতর,1যোহন,2যোহন,3যোহন ও যিহুদা)
    4. 1 টি ভাববাণী পুস্তক (প্রকাশিত বাক্য)।


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS