1. যশোহরের প্রথম প্রটেষ্ট্যান্ট খ্রীষ্টিয়ান কে?
উত্তর: পিতম্বর সিংহ সিংহ। তিনি 1802 খ্রিষ্টাব্দে অবগাহিত হন। 1805 খ্রি: 21 আগষ্ট শ্রীরামপুরে মারা যান। তিনি উচ্চবর্ণ কায়স্থ সম্প্রদায়ের লোক ছিলেন।
2.বরিশাল ফরিদ পুরের প্রথম প্রটেষ্ট্যান্ট খ্রীষ্টিয়ান কে?
উত্তর: কাঙ্গালী মোহস্ত। তিনি 1845 সালে 18 শিষ্য সহ যীশুকে গ্রহণ করেন।
3.বগুড়া প্রথম খ্রীষ্টিয়ান কে?
উত্তর: বদিউজ্জামান দেওয়ান তিনি 1820 খ্রি: প্রভুকে গ্রহণ করেন।
4. ঢাকার প্রথম ব্যাপ্টিষ্ট খ্রিষ্টান কে?
উত্তর: শলোমন নামে একজন যিহুদী।
5. প্রথম গারো খ্রিষ্টান কে তিনি কত খ্রিষ্টাব্দে প্রভুকে গ্রহণ করেন?
উত্তর: 1863 খ্রিষ্টাব্দে ওমেদ নামে একজন গারো।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday