বাংলাদেশের সকল জেলার প্রথম খ্রীষ্টিয়াদের নাম ও পরিচয়।

ads20

    1. যশোহরের প্রথম প্রটেষ্ট্যান্ট খ্রীষ্টিয়ান কে?

    উত্তর: পিতম্বর সিংহ সিংহ। তিনি 1802 খ্রিষ্টাব্দে অবগাহিত হন। 1805 খ্রি: 21 আগষ্ট শ্রীরামপুরে মারা যান। তিনি উচ্চবর্ণ কায়স্থ সম্প্রদায়ের লোক ছিলেন।

    2.বরিশাল ফরিদ পুরের প্রথম প্রটেষ্ট্যান্ট খ্রীষ্টিয়ান কে?

    উত্তর: কাঙ্গালী মোহস্ত। তিনি 1845 সালে 18 শিষ্য সহ যীশুকে গ্রহণ করেন।

    3.বগুড়া প্রথম খ্রীষ্টিয়ান কে?

    উত্তর: বদিউজ্জামান দেওয়ান তিনি 1820 খ্রি: প্রভুকে গ্রহণ করেন।

    4. ঢাকার প্রথম ব্যাপ্টিষ্ট খ্রিষ্টান কে?

    উত্তর: শলোমন নামে একজন যিহুদী।

    5. প্রথম গারো খ্রিষ্টান কে তিনি কত খ্রিষ্টাব্দে প্রভুকে গ্রহণ করেন?

    উত্তর: 1863 খ্রিষ্টাব্দে ওমেদ নামে একজন গারো।


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS