পবিত্র বাইবেল পাঠ ঃ- ইফি ৬;১০-১৩ পদ।
১ম বিষযঃ- ক) শয়তান প্রথমে কি ছিল ?
উত্তর ঃ- স¦র্গদূত/অভিষিক্ত আচ্ছাদক করুব ছিল- যিহিস্কেল ২৮;১৪ পদ।
খ) সে কোথায় ছিল ?
উত্তর ঃ- এদন উদ্যানে ছিল- ১৩ পদ। ঈশ্বরের পবিত্র পর্বŸতে ছিল- ১৪ পদ।
গ) সে কি করত ?
উত্তর ঃÑঅগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিত। ১৪ পদ।
ঘ) তার গঠোন / বৈশিষ্ট কেমন ছিল ?
উত্তর ঃÑ পরিমানে মুদ্রাঙ্ক, পূর্ণজ্ঞান, সৌন্দর্য্যে সিদ্ধ, স্বর্ণ তার আচ্ছাদন ছিল- ১৩ পদ
উত্তরঃÑ ক) প্রভাতি তারা, ঊষা-নন্দন, জাতিগণের নিপাতকারী- যিশাইয় ১৪;১২ পদ
খ) পরীক্ষক- মথি ৪;৩ পদ। গ) নাগ = পূরাতন সর্প- প্রকা ২০;২ পদ।
ঘ) দিয়াবল = অপবাদক- ২ পদ। ঙ) শয়তান = বিপক্ষ- ২ পদ।
৩য় বিষয় ঃ- সে কি হতে চেয়েছিল ?
উত্তর ঃ- সে মনে মনে বলিয়াছিল, আমি স্বর্গারোহণ করিব, ঈশ^রের নক্ষত্রগণের উর্দ্ধে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্ব্বতে উত্তরদিকের প্রান্তে, উপবিষ্ট হইব; যিশাইয় ১৪;১৩ পদ।
৪র্থ বিষয় ঃ- তাকে কি করা হইল ?
উত্তর ঃÑ সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও নিক্ষিপ্ত হইল- প্রকা ১২;৯ পদ।
৫ম বিষয় ঃ- কে তাহা দেখিয়াছিলেন ?
উত্তর ঃ- যীশু = তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম- লূক ১০;১৮ পদ।
৬ষ্ঠ বিষয় ঃÑ তার কাজ কি ?
ক) মিথ্যা কথা বলা, সে সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই, সে যখন মিথ্যা বলে, তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা- যোহন ৮;৪৪ পদ।
খ) নর হত্যা করা = সে আদি হইতে নরঘাতক- যোহন ৮;৪৪ পদ।
গ) সে সমস্ত নরলোকে ভ্রান্তি জম্মায়- প্রকা ১২;৯ পদ।
ঘ) গর্জন করা:- সিংহের মত- ১পিতর ৫;৮ = তোমরা প্রবৃদ্ধ হও, জাগিয়া থাক, তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে।
ঙ) সে অনেক বাক্য জানে, কিন্তু ভুল ব্যাখ্যা করে = প্রকা ২১;২,৯, ২২;১৭ = আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইস।
কিন্তু উর্ধ্বস্থ যিরুশালেম স্বাধীনা, আর সে আমাদের জননী- গালাতীয় ৪;২৬ পদের আসল ব্যাখ্যা = যিরুশালেম হইল বিশ্বাসীদের আসল মন্দির, বাড়ী ও দেশ = কিন্তু তোমরা এই সকলের নিকটে উপস্থিত হইয়াছ, যথা, সিয়োন পর্বত, জীবন্ত ঈশ্বরের পূরী স্বর্গীয় যিরুশালেম- ইব্রীয় ১২;২২ পদ। এখানে যিরুশালেমকে স্বর্গের ছায়ারুপে দেখান হয়েছে। কিন্তু এক শ্রেণীর ভাক্ত ভাববাদী ইতিমধ্যে বের হয়েছে, যারা বাসায় বাসায় গিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিশ্বাসীদের ভ্রান্ত পথে পরিচালিত করছে। তারা বলছে, ঈশ্বরের স্ত্রী আছে, যাকে আমাদের জননী বলা হয়েছে।
চ) তার মধ্যে কোন ন¤্রতা নাই।
ছ) সে যে গাছে যায়, সেই গাছের রং ধরে এবং উজ্জ্বল দূতের বেশ ধারণ করে- ২করি ১১;১৪,১৫ = আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়; তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারে হইবে।
জ) পরীক্ষা করাÑ ১। ইয়োবকে- ইয়োব ২; ২। দায়িয়েলকে- দানিয়েল ৬;
৩। দানিয়েলের তিন বন্ধুদের- ৩; ৪। প্রভূ যীশু খ্রীষ্টকে- মথি ৪; ও লূক ৪;
৫। এখনও প্রতিদিন সে আমাদের পরীক্ষা করবার জন্য সদা সর্বদা প্রস্তুত। “তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে, তাহাতে ভয় করিও না। দেখ, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে দশ দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাক, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব” - প্রকা ২;১০ পদ।
দশ দিন = কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই এক কথা ভুলিও না যে, প্রভূর কাছে এক দিন সহ¯্র বছরের সমান, এবং সহ¯্র বছর এক দিনের সমান- ২ পিতর ৩;৮ পদ।
আর তাহাকে অগাদলোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বদ্ধ করিয়া মূদ্রাঙ্কিত করিলেন, যেন সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে; তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে- প্রকা ২০;৩ পদ।
৭ম বিষয় ঃ- তার অবস্থান ও শেষ পরিণতি কি ?
উত্তর ঃÑ ১। আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বন্ধ করিযা
মুদ্রাঙ্কিত করিলেন- প্রকা ২০;৩ পদ।
২। আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান (স্বর্গ) ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন- যিহুদা ৬ পদ। কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকুপে সমর্পণ করিলেন- ২পিতর ২;৪ পদ।
৮ম বিষয় ঃÑ আমাদের করণীয় কি ?
উত্তর ঃÑ১। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাক; তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ কর, তোমরা জান, জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে- ১পিতর ৫;৮,৯ পদ।
২। আর দিয়াবলকে / শয়তানকে স্থান দিও না- ইফিষীয় ৪;২৭ পদ।
৩। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে- যাকোব ৪;৭ পদ।
উপসংহার ঃ- শেষ কথা এই, তোমরা প্রভূতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান কর, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মূখে দাঁড়াইতে পার। কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিতের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ কর, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পার- ইফি ৬;১০-১৩ পদ। প্রেরিত ২০;২২-২৪ পদ পর্যন্ত পড়ে শেষ করতে হবে, আমেন।
গান ঃ-শয়তানকে জয় করতে, তোমার পথে চলতে, নাই কোন সাধ্য আমার।
পাষ্টর কিশোর তালুকদার
হাউজ চার্চ অব বাংলাদেশ, ঢাকা।