নীচের লাভ মিটারে প্র্রত্যেকটা কলামের জন্যে, ১ থেকে ৫ এর মধ্যে নম্বর দিন। বেশী হলে ৫ কম হলে ১ দিন। এবং পরে যোগ করুন। যোগফল থেকে আপনি আপনার ভালবাসার ক্ষমতা পরিমাপ করতে পারেন।
পাস মার্কস
66 - 75 পেলে = A+ ;
56 – 65 পেলে = A ;
46 – 55 পেলে = A-;
36 – 45 পেলে = B ;
26 – 35 পেলে = C
00 – 25 পেলে = F
পাস মার্কস = 26
লাভ মিটার:
ভালবাসা সব সময় ধৈর্য ধরে = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
দয়া করে = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
হিংসা করে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
গর্ব করে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
অহংকার করে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
খারাপ ব্যবহার করে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
নিজের সুবিধার চেষ্টা করে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
রাগ করে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
কারও মন্দ ব্যবহারের কথা মনে রাখে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
মন্দ কিছু নিয়ে আনন্দ করে না = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
বরং যা সত্য তাতে আনন্দ করে = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
ভালবাসা সব কিছুই সহ্য করে = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
সকলকেই বিশ্বাস করতে আগ্রহী = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
সব কিছুতে আশা রাখে = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
আর সব অবস্থায় স্থির থাকে = ১ থেকে ৫ এর মধ্যে আপনি নিজেকে কত দেবেন? =
ভালবাসার মিটারে কত পেয়েছেন?
আপনার প্রিয়জনকে অথবা অপ্রিয়জনকে ভালবাসতে কোনখানে আরও যত্নশীল হওয়া আপনার প্রয়োজন? আপনি আমি আরও একটু যত্নশীল হলে আমাদের ভালবাসার দক্ষতা বাড়াতে পারি। আসুন শর্তহীন ভালবাসা, বাধ না মানা ভালবাসা দিয়ে পৃথিবীকে আরও বেশী ভালবাসাময় করে তুলি।
( পবিত্র বাইবেল ১ করিন্থীয় ১৩: ৪-৭)