চার্চের মধ্যে কয়েকটি খারাপ কাজ! জেনে দিন

ads20

    আমরা প্রায়ই চার্চের মধ্যে কয়েকটি খারাপ কাজ করে থাকি:

    ১. চার্চ চলার সময় কথা বলা।
    ২. মোবাইলে ফোনে ইন্টারনেট ব্রাউস করা বা ম্যাসেজ লেখা। (কাউকে কাউকে আবার মোবাইল ফোনে গেমস্‌ খেলতে দেখা যায়।)
    ৩. প্রচারের সময় ঘুমানো- আবার কেউ কেউ ঘুমিয়ে নাকও ডাকে!
    ৪. চার্চের সময় নখ কাটা।
    ৫. চার্চের সময় ফোনকল আসলে চার্চের ভিতরে বসে ফোনকলের উত্তর দেয়া ।
    ৬. বার বার চার্চ থেকে উঠে বাইরে যাওয়া।(সম্ভবত বাথরুমে যাওয়ার জন্য)
    ৭. চার্চ শুরু হওয়ার পর বাইরে যাওয়া, বিশেষতঃ প্রার্থনা শুরু হলে।
    ৮. চার্চ চলার সময় বাচ্চাদের কান্না ক্রমশ বাড়তে থাকে।
    ৯. চুইংগাম চিবানো বা ফুলানো।
    ১০. নিজেদের ভালবাসা বেশি করে লোককে দেখানো।(একজন বলেন সে একজোড়া দম্পত্তিকে দেখেছেন যারা চার্চ চলার সময় একে অপরের কাঁধ ও হাত বারবার জড়িয়ে ধরছিল।)
    উপরোক্ত বিষয়গুলিতো সাধারনত হয়ে থাকে। এছাড়াও আরও কয়েকটি বিষয় আছেঃ- (১) প্রার্থনার সময় একে অপরকে সামনে ঠেলা দেওয়া, (২) প্রচারের সময় ও প্রার্থনার সময় কম করে হলেও ১০০বার ‘আমেন’ বলা, (৩) উপহার তোলার সময় টাকা বদল করা বা খুচরা নেওয়া, (৪) চার্চে শপথ করা, (৫) চার্চ চলার সময় কোন কিছু খাওয়া বা পান করা।
    Christo Sangeet Presenter

    খ্রীষ্ট সঙ্গীত অ্যাপ

    আপনার উপাসনার সঙ্গী, এখন আপনার হাতের মুঠোয়।

    সহজ ও নিরাপদ এবং সম্পূর্ণ অফলাইন সুবিধা।

    আজই ডাউনলোড করুন

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS