যীশু খ্রীষ্ট স্বয়ং

ads20
                           “স্বয়ং যীশু খ্রীষ্ট” 
     স্বয়ং যীশু খ্রীষ্ট আমাদের সকল কাজের, এবং আমাদের সমস্ত জীবনের ভিত্তি প্রস্তর| “যীশু খ্রীষ্ট স্বয়ং” আমাদের মন্ডলীর প্রধান প্রস্তর| আজ সকালে আমাদের পাঠ্যাংশ হিসাবে ইফিষীয় ২:২০ পদের শেষাংশ থেকে আমি সেই শব্দগুলি তুলে ধরছি|
    “যীশু খ্রীষ্ট স্বয়ং” (ইফিষীয় ২:২০)|
    এই ধর্ম্মোপদেশের মূল বিষয়বস্তু হলেন যীশু খ্রীষ্ট| স্বয়ং যীশু খ্রীষ্টের মত আশ্চর্যজনক বিষয় ছাড়া খ্রীষ্ট বিশ্বাসীদের বিশ্বাস আর অন্য কিছুই ধারন করে না| যীশু খ্রীষ্টের মতন সেখানে কেউ ছিল না এবং আর কেউ সেইরকম হবেনও না| মানব সভ্যতার ইতিহাসে তিনি হচ্ছেন পরম এবং বিশুদ্ধভাবে অনুপম| যীশু খ্রীষ্ট স্বয়ং ঈশ্বর-মানব| যীশু খ্রীষ্ট স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছিলেন এবং মানুষের মধ্যে বসবাস করেছিলেন| যীশু খ্রীষ্ট স্বয়ং আমাদের সমস্ত পাপের জন্য দুঃখভোগ করেছিলেন, নিজের রক্ত বইয়েছিলেন এবং মৃত্যু বরণ করেছিলেন| যীশু খ্রীষ্ট স্বয়ং আমাদের ধার্ম্মিকতার জন্য স্বশরীরে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন| যীশু খ্রীষ্ট স্বয়ং প্রার্থনায় আমাদের মধ্যস্থতা করার জন্য স্বর্গে ঈশ্বরের দক্ষিনপাশে ফিরে গিয়েছিলেন| এবং যীশু খ্রীষ্ট স্বয়ং পৃথিবীতে এক হাজার বছরের জন্য তাঁর নিজের রাজত্ব স্থাপন করবার প্রয়াসে আবার ফিরে আসবেন| এই হচ্ছেন যীশু খ্রীষ্ট স্বয়ং! 

    ১| প্রথম, যীশু খ্রীষ্ট স্বয়ং মনুষ্যদের দ্বারা অবজ্ঞাপ্রাপ্ত এবং প্রত্যাখ্যাত হয়েছিলেন |
    সুসমাচার প্রচারমূলক ভাববাদী যিশাইয় পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন যখন তিনি বলেছিলেন,
    “তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য; ব্যাথার পাত্র, ও যাতনা পরিচিত হইলেন: লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে; তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাঁহাকে মান্য করি নাই” (যিশাইয় ৫৩:৩)|

    ২| দ্বিতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন সমগ্র বাইবেলের মূল বিষয়বস্তু |
    আমাদের পক্ষে কী অযৌক্তিক হবে আপনাকে এই কথা বলা যে যীশু খ্রীষ্ট স্বয়ং অবশ্যই আপনার চিন্তার কেন্দ্রবিন্দু হওয়া উচিৎ? না, এটা অযৌক্তিক নয়| কেন, এই বিষয়ে চিন্তা করুন, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন সমগ্র বাইবেলের মহান বিষয়বস্তু – আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য অবধি! মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার পর খ্রীষ্ট ইম্মায়ূর দিকে যাওয়ার সময়ে দুইজন শিষ্যের সাথে তাঁর সাক্ষাৎ হয়েছিল| তাদেরকে তিনি তখন যা বলেছিলেন সেই কথাগুলি আজকের দিনেও সমানভাবে প্রয়োগযোগ্য|
    “তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, হে অবোধেরা, এবং ভাববাদিগণ যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস করণে শিথিল চিত্তেরা: খ্রীষ্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখভোগ করেন, ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি মোশি হইতে ও সমুদয় ভাববাদি হইতে আরম্ভ করিয়া, সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাঁহাদিগকে বুঝাইয়া দিলেন” (লূক ২৪:২৫-২৭)|
    মোশির পাঁচটি বই থেকে, এবং বাইবেলের বাকি সমস্ত অংশ থেকে, খ্রীষ্ট তাদের কাছে ব্যাখ্যা করেছিলেন “সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে|” এর চাইতে সরল ব্যাখ্যা আর কী হতে পারে? সমস্ত বাইবেলের মূল বিষয়বস্তু হল যীশু খ্রীষ্ট স্বয়ং! যেহেতু যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন বাইবেলের মূল বিষয়বস্তু, সেহেতু এটা কী সঙ্গত বা যুক্তিপূর্ণ নয় যে আপনি যীশু খ্রীষ্ট স্বয়ংকে আপনার চিন্তার এবং আপনার জীবনের মূল বিষয় করবেন? আমি আপনাকে বলছি, আজকের সকালে যীশু খ্রীষ্ট স্বয়ং এর বিষয়ে গভীরভাবে চিন্তা করুন! 

    আমি বিশ্বাস করি যে যীশু খ্রীষ্ট স্বয়ংকে জানাটাই হল সবার চাইতে গুরুত্বপূর্ণ বিষয়, প্রকৃত মন পরিবর্তনের ক্ষেত্রে, যা যে কোন সময়ে আপনার প্রতি ঘটতে পারে| আপনি যদি সত্যিই যীশু খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করেন তবে আপনার খুব অল্প পরামর্শের প্রয়োজন হবে| আমি বিশ্বাস করি যে যীশু খ্রীষ্টের বিষয়ে প্রকৃত জ্ঞান সমস্ত খ্রীষ্ট বিশ্বাসীদের পরামর্শ দানের প্রয়োজনীয়তার ৯০ শতাংশ অপসারন করে| যখন কোন ব্যক্তি খ্রীষ্টকে জেনেছেন, প্রকৃত মন পরিবর্তনে, তিনি সেই খ্রীষ্টকে খুঁজে পাবেন,
    “…যিনি হইয়াছেন [তাহার] জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্ম্মিকতা, ও পবিত্রতা, এবং মুক্তি” (১ করিন্থীয় ১:৩০)|
    ৩| তৃতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন অপরিহার্য্য বৈশিষ্ট্য, কেন্দ্রীয় উপাদান, এবং সুসমাচারের যথাযথ মূল বিষয় |
    ভাববাদী যিশাইয় যীশু খ্রীষ্ট স্বয়ংকে সুসমাচারের মূল বিষয় বলে বর্ণনা করেছেন,
    “আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি; প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি; আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন” (যিশাইয় ৫৩:৬)|
    “সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন|” আপনার পরিবর্তে, আপনার প্রতিনিধি হিসাবে, খ্রীষ্টের প্রায়শ্চিত্তকর বলিদান, আপনার পরিবর্তে মূল্য প্রদান এবং ঈশ্বরের ক্রোধের জন্য দুঃখভোগ করা – এই হল সুসমাচারের মূল মর্ম! ইনি হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যিনি গেৎশিমানী উদ্যানের অন্ধকারে আপনার সমস্ত পাপ নিজের উপরে গ্রহণ করেছিলেন| সেই উদ্যানে ইনিই হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং, যিনি বলেছিলেন,
    “আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত্ত হইয়াছে” (মার্ক ১৪:৩৪)|
    ইনিই হচ্ছেন যীশু খ্রীষ্ট স্বয়ং যিনি,
    “মর্ম্মভেদী দুঃখে মগ্ন হইয়া…ঘর্ম্ম…যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল” (লূক ২২:৪৪)|
    ইনি হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যাঁকে গেৎশিমানী উদ্যানে গ্রেফতার করা হয়েছিল| ইনি হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যাঁকে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সেই মহাযাজকের সামনে, যাঁর মুখে ঘুঁসি মারা হয়েছিল, যাঁকে বিদ্রূপ করা হয়েছিল এবং অপমান করা হয়েছিল| তারা যীশু খ্রীষ্ট স্বয়ং এর মুখে থুথু দিয়েছিল! তারা যীশু খ্রীষ্ট স্বয়ং এর দাড়ির চুল টেনে উপড়ে নিয়েছিল| ইনিই ছিলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যাঁকে পন্তীয় পিলাতের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, যাঁর পিঠে রোমীয় চাবুকের দ্বারা আড়াআড়িভাবে মারা হয়েছিল, মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল, কপাল থেকে রক্ত ঝরে পড়ছিল যীশু খ্রীষ্ট স্বয়ং এর সেই আশীর্ব্বাদধন্য মুখমন্ডলের উপর, তাঁকে চেনা যাচ্ছিল না এমনভাবে তাঁর মুখে মারা হয়েছিল,
    “তাঁহার মুখ…মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানব সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত” (যিশাইয় ৫২:১৪)|
    “এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল” (যিশাইয় ৫৩:৫)|
    ৪| চতুর্থ, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন অনন্ত আনন্দের একমাত্র উৎস |
    তারা যীশুর মৃতদেহ ক্রুশ থেকে নীচে নামিয়ে নিয়েছিল এবং সেটাকে প্রোথিত করেছিল একটি মুদ্রাঙ্কিত কবরে| কিন্তু তৃতীয় দিনে, তিনি মৃত্যু থেকে সশরীরে পুনরুত্থিত হয়েছিলেন| তারপর তিনি শিষ্যদের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন, “তোমাদের শান্তি হউক” (যোহন ২০:১৯)|
    “ইহা বলিয়া, তিনি তাঁহাদিগকে আপনার দুই হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন| অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন” (যোহন ২০:২০)|
    “অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন” (যোহন ২০:২০)| “যখন তাঁহারা প্রভুকে দেখিতে পাইয়াছিলেন” যীশু খ্রীষ্ট স্বয়ং তাদের আনন্দ দিয়েছিলেন| যতক্ষণ না আপনি যীশু খ্রীষ্ট স্বয়ংকে জানছেন, ততক্ষণ কখনও আপনি প্রভুর গভীর শান্তি, এবং আনন্দকে জানতে পারবেন না!
    ওহ, এই সকালে আমি আপনাদের বলছি – আমি স্মরণ করতে পারি সেই বিশেষ মুহূর্তটি যখন আমি যীশু খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করেছিলাম! কী পবিত্র এক অভিজ্ঞতা! আমি তাঁর দিকে তীব্রবেগে ছুটে গিয়েছিলাম! অথবা, পারতপক্ষে, এটা মনে হয়েছিল যে তিনিই আমার দিকে তীব্রবেগে ছুটে এসেছিলেন| তাঁর বহুমূল্য রক্ত দ্বারা আমি আমার সমস্ত পাপ থেকে ধৌত ও শুচি হয়েছিলাম! ঈশ্বরের পুত্রের দ্বারা আমাকে জীবন দান করা হয়েছিল! 



    আপনার পাপের দেনা শোধ করার জন্য যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন| আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করার জন্য যীশু তাঁর নিজের রক্ত ঝরিয়েছেন| যীশুর কাছে আসুন| তাঁকে বিশ্বাস করুন আর তিনি আপনাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন| আমেন|
    “স্বয়ং যীশু খ্রীষ্ট” (ইফিষীয় ২:২০)|
    ১| প্রথম, যীশু খ্রীষ্ট স্বয়ং মনুষ্যদের দ্বারা অবজ্ঞাপ্রাপ্ত এবং প্রত্যাখ্যাত হয়েছিলেন, 
    যিশাইয় ৫৩:৩ |
    ২| দ্বিতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন সমগ্র বাইবেলের মূল বিষয়বস্তু, 
    লূক ২৪:২৫-২৭; ১ করিন্থীয় ১:৩০ |
    ৩| তৃতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন অপরিহার্য্য বৈশিষ্ট্য, কেন্দ্রীয় উপাদান, এবং সুসমাচারের যথাযথ মূল বিষয়, যিশাইয় ৫৩:৬; মার্ক ১৪:৩৪; লূক ২২:৪৪; যিশাইয় ৫২:১৪; ৫৩:৫; ১ পিতর ২:২৪ |
    ৪| চতুর্থ, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন অনন্ত আনন্দের একমাত্র উৎস, যোহন ২০:১৯,২০ |

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS