আপনার পরামর্শদাতা, আপনার উত্তম শিক্ষক কে?

ads20
    পবিত্র আত্মা আপনাকে চালাবেন ( রোমীয় 8:14) । 
    তিনি আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করবেন 
    ( যোহন 6: 63; রোমীয় 8:11) 
    তিনি আপনাকে একজন খ্রীষ্ট- বিশ্বাসী হয়ে উঠতে শক্তি দেবেন 
    ( গালাতীয় 5 ) এবং অন্যের কাছে যেন আপনি প্রভু যীশুর কথা 
    বলতে পারেন সে জন্য তিনি আপনাকে সাহায্য করবেন 
    (প্রেরিত 1:8), পবিত্র আত্মা আপনাকে পরিচালনা দিবেন। 
    ‘‘কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়
     তাহারাই ঈশ্বরের পুত্র’’ (রোমীয় 8:14 পদ) 

    ‘‘ তিনি আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করবেন।
     তিনি তোমাদের অন্তরে বাসকারী আত্মা দ্বারা 
    তোমাদের মৃত্যু দেহকেও জীবিত করেন।’’(রোমীয় 8:11 পদ)

    ‘‘আর পবিত্র আত্মা আসিলে পর তোমরা আমার সাক্ষী হইবে’’ ( প্রেরিত 1:8)

    আপনি প্রভু যীশুকে ডাক দিয়ে বলুন যেন তিনি প্র্রত্যেক দিন আপনার সঙ্গে সঙ্গে  চলেন । 
    আপনার মধ্যে যে পবিত্র আত্মা আছেন তাঁর কথা মেনে চলুন।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS