বাক্যের সুর
ডেভিড দিশান
দিলে দিলে যাক বয়ে যাক
পবিত্র বাক্যের সুর
যীশুর আলোয় জীবন হবে
তবেই তো ভড়পুর।
যীশুর শিষ্য এই ধরাতে
থাকবেন জেগে যীশুর সাথে
পবিত্র আত্মা পাইলে তাহার
শক্তি যে প্রচুর।
যীশু খ্রীষ্টের দয়ার গুনে
বিশ্বাস হবে তাজা
চালক হবেন মোদের সবার
জগতে ও স্বর্গে রাজা।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?