যখন থাকব না ভাই

ads20



লেখক : মেরি মন্ডল

 যখন থাকব না ভাই

থাকবে যে ,মোর স্মৃতি

যতন করে রেখে দিও।

আমার অবুঝ নীতি।

স্মৃতি হয়ে থাকি যেন,

মানুষের ও মাঝে

সেদিন আমার আসবে আঁধার

যাব আমি চলে।

জানিনা ভাই করেদি কী?

ক্ষমা করো মোরে,

রইব না ভাই যেদিন আমি

খুঁজবে সবাই কেঁদে।

তবু আমার পাবে না কেউ

শত বারের পরে

লাগবে বড় দু:খ! মনে

খুঁজবে অবশেষে।



পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

আপনার জন্য আরো কিছু পোস্ট

RELATED ARTICLES

    ADS