লেখক : মেরি মন্ডল
যখন থাকব না ভাই
থাকবে যে ,মোর স্মৃতি
যতন করে রেখে দিও।
আমার অবুঝ নীতি।
স্মৃতি হয়ে থাকি যেন,
মানুষের ও মাঝে
সেদিন আমার আসবে আঁধার
যাব আমি চলে।
জানিনা ভাই করেদি কী?
ক্ষমা করো মোরে,
রইব না ভাই যেদিন আমি
খুঁজবে সবাই কেঁদে।
তবু আমার পাবে না কেউ
শত বারের পরে
লাগবে বড় দু:খ! মনে
খুঁজবে অবশেষে।

খ্রীষ্ট সঙ্গীত অ্যাপ
আপনার উপাসনার সঙ্গী, এখন আপনার হাতের মুঠোয়।
সহজ ও নিরাপদ এবং সম্পূর্ণ অফলাইন সুবিধা।
আজই ডাউনলোড করুন
Rana dhaka jatrabari 01992673173
ReplyDelete