যীশুর নামে এই প্রার্থনা চাই- অর্থ হলো যীশুর ক্ষমতার সহিত প্রার্থনা করা এবং পিতা ঈশ্বরকে এ কথা বলা যে, তিনি যেন আমাদের প্রার্থনা অনুযায়ী কাজ করেন, কারণ আমরা তাঁর পুত্র যীশুর নামে প্রার্থনা করেছি। যীশুর নামে এই প্রার্থনা চাই- এটি আমরা যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করছি সেটিও প্রকাশ করে: “ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে, তাঁর ইচ্ছামত যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন। যদি আমরা জানি, আমরা যা কিছু চাই তা তিনি শোনেন তবে এও জানি যে, আমরা তাঁর কাছ থেকে যা চেয়েছি তা আমরা পেয়েছি” (১যোহন ৫:১৪-১৫ পদ)। যীশুর নামে এই প্রার্থনা চাই বলা এমন জিনিসের জন্য প্রার্থনা করা যা যীশুকে সম্মান প্রদান করে ও তাঁকে গৌরবান্বিত বা মহিমান্বিতও করে।

প্রার্থনার শেষে ‘যীশুর নামে এই প্রার্থনা চাই’- বলাটা কোন জাদুকরী-সূত্র বা ফর্মুলা নয়। আমরা আমাদের প্রার্থনার মধ্যে যখন কিছু চাই বা কোন কিছুর কথা বলি তখন তা যদি ঈশ্বরের মহিমার জন্য না করি এবং তা যদি তাঁর ইচ্ছানুযায়ীও না হয় তাহলে প্রার্থনার শেষে ‘যীশুর নামে চাই’ বলাটা অর্থহীন হয়ে পড়ে। প্রকৃতপক্ষে প্রার্থনার শেষে আমরা নির্দিষ্ট কি বললাম সেটি মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে যীশুর নামে পিতার কাছে প্রার্থনা উৎসর্গ করা এবং সঙ্গে সঙ্গে তাঁর গৌরবের জন্যও প্রার্থনা করা। প্রার্থনার মধ্যে কোন শব্দ বা বাক্য থাকা বা না থাকাটা কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু প্রার্থনার পিছনে থাকা উদ্দেশ্যটাই হচ্ছে আসল বিষয়। কোন কিছুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার বিষয়টি হলো ঈশ্বরের ইচ্ছাগুলোর সাথে একটি চুক্তিতে আবদ্ধ হওয়ার মত একটি বিষয় যা ‘যীশুর নামে এই প্রার্থনা চাই’- এর কথাটির মূল কেন্দ্রবিন্দু বা সুগন্ধ স্বরূপ।
( সংগ্রহীত লেখা )
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?