পবিত্র বাইবেল কে কে লিখেছেন এবং কখন লিখেছেন?

ads20

    নিঃসন্দেহে বাইবেলের রচয়িতা একমাত্র ঈশ্বর। ২তিমথীয় ৩:১৬ পদে স্পষ্টভাবেই লেখা আছে “পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে। ঈশ্বর বিভিন্ন মানুষকে ব্যবহার করে তাদের ব্যক্তিত্ব অনুসারে তাঁর বাক্য শাস্ত্র হিসেবে লিখিয়েছেন।

    জাগতিক দৃষ্টিতে বিভিন্ন পরিবেশের প্রায় ৪০ জন ব্যক্তি ১৫০০ বছরে বাইবেল লিখেছেন। যিশাইয় একজন ভাববাদী ছিলেন, ইস্রা ছিলেন যাজক, মথি ছিলেন কর আদায়কারী, যোহন ছিলেন জেলে, পৌল তাবু সেলাই করতেন, মোশী ছিলেন মেষপালক এবং লূক ছিলেন একজন চিকিৎসক। এরা সম্পূর্ণ ভিন্ন ধরনের লোক এবং ১৫০০ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও বাইবেলে কোন বৈপরিত্য বা ভুল নেই। সবাই নিজ নিজ ভাষায় এক ঈশ্বরের কথা এবং একমাত্র পরিত্রাণের পথই যে প্রভু যীশু খ্রীষ্ট (যোহন ১৪:৬, প্রেরিত ৪:১২), তা প্রকাশ করেছেন। এটা শুধুমাত্র তখনই সম্ভব, যখন সম্পূর্ণ বাইবেল একমাত্র ঈশ্বরের পরিচালনাতেই লেখা হয়। বাইবেলের কয়েকটি বইতে সরাসরি লেখকের নাম উল্লেখ করা হয়েছে। বাকি বইগুলো লেখার সময়ের উপরে নির্ভর করে বিভিন্ন বাইবেল স্কলারদের ধারণা অনুসারে এই রকমঃ

    আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ = মোশী – খ্রীষ্টপূর্ব ১৪০০ সাল।

    যিহোশূয় = যিহোশূয় – খ্রীষ্টপূর্ব ১৩৫০ সাল।

    বিচারকর্তৃকগণ, রূত, ১শমুয়েল, ২শমুয়েল = শমুয়েল/নাথান/গাথ – খ্রীষ্টপূর্ব ১০০০ – ৯০০ সাল।

    ১রাজাবলী, ২রাজাবলী = যিরমিয় – খ্রীষ্টপূর্ব ৬০০ সাল।

    ১বংশাবলী, ২বংশাবলী, ইস্রা, নহিমিয় = ইস্রা – খ্রীষ্টপূর্ব ৪৫০ সাল।

    ইষ্টের = মর্দখয় – খ্রীষ্টপূর্ব ৪০০ সাল।

    ইয়োব = মোশী – খ্রীষ্টপূর্ব ১৪০০ সাল।

    গীতসংহিতা = বিভিন্ন লেখক, তবে বেশিরভাগই দায়ূদ – খ্রীষ্টপূর্ব ১০০০ – ৪০০ সাল।

    হিতোপদেশ, উপদেশক, পরমগীত = শলোমন – খ্রীষ্টপূর্ব ৯০০ সাল।

    যিশাইয় = যিশাইয় – খ্রীষ্টপূর্ব ৭০০ সাল।

    যিরমিয়, বিলাপ = যিরমিয় – খ্রীষ্টপূর্ব ৬০০ সাল।

    যিহিষ্কেল = যিহিষ্কেল – খ্রীষ্টপূর্ব ৫৫০ সাল।

    দানিয়েল = দানিয়েল – খ্রীষ্টপূর্ব ৫৫০ সাল।

    হোশেয় = হোশেয় – খ্রীষ্টপূর্ব ৭৫০ সাল।

    যোয়েল = যোয়েল – খ্রীষ্টপূর্ব ৮৫০ সাল।

    আমোষ = আমোষ – খ্রীষ্টপূর্ব ৭৫০ সাল।


    ওবদিয় = ওবদিয় – খ্রীষ্টপূর্ব ৬০০ সাল।

    যোনা = যোনা – খ্রীষ্টপূর্ব ৭০০ সাল।

    মীখা = মীখা – খ্রীষ্টপূর্ব ৭০০ সাল।

    নহূম = নহূম – খ্রীষ্টপূর্ব ৬৫০ সাল।

    হবক্কুক = হবক্কুক – খ্রীষ্টপূর্ব ৬০০ সাল।

    সফনিয় = সফনিয় ৬৫০ সাল।

    হগয় = হগয় – খ্রীষ্টপূর্ব ৫২০ সাল।

    সখরিয় = সখরিয় – খ্রীষ্টপূর্ব ৫০০ সাল।

    মালাখি = মালাখি – খ্রীষ্টপূর্ব ৪৩০ সাল।

    মথি = মথি – ৫৫ খ্রীষ্টাব্দ।

    মার্ক = মার্ক – ৫০ খ্রীষ্টাব্দ।

    লূক = লূক – ৬০ খ্রীষ্টাব্দ।

    যোহন = যোহন – ৯০ খ্রীষ্টাব্দ।

    প্রেরিত = লূক – ৬৫ খ্রীষ্টাব্দ।

    রোমীয়, ১করিন্থীয়, ২করিন্থীয়, গালাতীয়, ইফিষীয়, ফিলিপীয়, কলসীয়,

    ১ থিষলনীকীয়, ২ থিষলনীকীয়, ১ তীমথিয়, ২ তীমথিয়, তীত, ফিলীমন = পৌল – ৫০-৭০ খ্রীষ্টাব্দ।

    ইব্রীয় = অজানা, সম্ভবত পৌল, লূক, বার্নবা অথবা আপোল্ল – ৬৫ খ্রীষ্টাব্দ।

    যাকোব = যাকোব – ৪৫ খ্রীষ্টাব্দ।

    ১পিতর, ২পিতর = পিতর – ৬০ খ্রীষ্টাব্দ।

    ১যোহন, ২যোহন, ৩যোহন = যোহন – ৯০ খ্রীষ্টাব্দ।

    যিহুদা = যিহুদা – ৬০ খ্রীষ্টাব্দ।

    প্রকাশিত বাক্য = যোহন – ৯০ খ্রীষ্টাব্দ।


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS