অনন্ত জীবন কীভাবে পেয়েছেন পারি?

ads20
    পবিত্র বাইবেল অনন্ত জীবন পাবার পরিষ্কার পথ দেখিয়েছে। প্রথমত, আমাদের বুঝতে হবে যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি: “কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে” (রোমীয় ৩:২৩ পদ)। আমরা সকলেই এমন অনেক কিছু করেছি যাতে ঈশ্বর অখুশী এবং যার ফলে আমরা শাস্তি পাবার যোগ্য হয়েছি। যেহেতু আমাদের সব পাপ চুড়ান্তভাবে একজন অনন্তকালীন ঈশ্বরের বিরুদ্ধে, তাই শুধুমাত্র অনন্তকালীন শাস্তিই যথেষ্ট। “পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে অনন্ত জীবন” (রোমীয় ৬:২৩ পদ)।

    তথাপি, যীশু খ্রীষ্ট, যিনি নিস্পাপ (১ পিতর ২:২২ পদ), যিনি ঈশ্বরের অনন্তকালীন পুত্র মানুষ হলেন (যোহন ১:১ ও ১৪ পদ) এবং মৃত্যুবরণ করে আমাদের পাপের জরিমানা দিলেন। “কিন্তু ঈশ্বর যে আমাদের ভালবাসেন তার প্রমাণ এই যে, আমরা পাপী থাকতেই খ্রীষ্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন” (রোমীয় ৫:৮ পদ)। যীশু খ্রীষ্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন (যোহন ১৯:৩১-৪২ পদ দ্রষ্টব্য), আমাদের পাওনা শাস্তি নিজেই গ্রহণ করলেন (২ করিন্থীয় ৫:২১ পদ দ্রষ্টব্য)। তিন দিনের দিন তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন (১ করিন্থীয় ১৫:১-৪ পদ দ্রষ্টব্য) এবং পাপ ও মৃত্যুর উপরে তিনি নিজেকে বিজয়ী প্রমাণ করলেন। “যীশু খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তাঁর প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেছেন। তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি” (১ পিতর ১:৩খ পদ)।

    আমরা অবশ্যই বিশ্বাসে খ্রীষ্ট সম্বন্ধে মন স্থির করতে পারি। তিনি কে,
    পরিত্রাণ বা উদ্ধার পাবার জন্য তিনি কি করেছেন এবং কেন করেছেন (প্রেরিত ৩:১৯ পদ দ্রষ্টব্য)। যদি আমরা তাঁর উপরে আমাদের বিশ্বাস রাখি, আমাদের পাপের জরিমানা দিতেই ক্রুশে প্রাণ দিয়েছেন তা বিশ্বাস করি তাহলে আমরা আমাদের পাপের ক্ষমা পাব এবং স্বর্গে অনন্ত জীবন পাবার প্রতিজ্ঞা লাভ করব। “ঈশ্বর মানুষকে এত ভালবাসলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়” (যোহন ৩:১৬ পদ)। “যদি তুমি যীশুকে প্রভু বলে মুখে স্বীকার কর এবং অন্তরে বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে” (রোমীয় ১০:৯ পদ)। শুধুমাত্র বিশ্বাস হচ্ছে ক্রুশে যীশুর কাজের পরিসমাপ্তি, যা অনন্ত জীবন পাবার একমাত্র সত্যিকার পথ! “ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয় নি, তা ঈশ্বরেরই দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয় নি, যেন কেউ গর্ব করতে না পারে” (ইফিষীয় ২:৮-৯ পদ)।
    আপনি যদি আপনার পরিত্রাণকর্তা বা উদ্ধারকর্তা বলে গ্রহণ করতে চান, সেজন্য এখানে একটা সহজ প্রার্থনার উদাহরণ দেওয়া হল। তবে মনে রাখবেন, এই প্রার্থনা বললে বা অন্য কোন প্রার্থনা বললেই আপনি উদ্ধার পাবেন না। শুধুমাত্র খ্রীষ্টে বিশ্বাস করলেই আপনি পাপ থেকে উদ্ধার পেতে পারেন। এই প্রার্থনাটি ঈশ্বরের কাছে আপনার বিশ্বাসকে প্রকাশ করার এবং আপনাকে পরিত্রাণ বা উদ্ধার করেছেন বলে তাঁকে ধন্যবাদ জানানোর একটা সোজা পথ। ‘ঈশ্বর, আমি জানি, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি; সেজন্য শাস্তি আমার পাওনা। কিন্তু যীশু খ্রীষ্ট আমার পাওনা শাস্তি নিজেই নিয়েছেন যেন তাঁকে বিশ্বাস করে আমি ক্ষমা পেতে পারি। পরিত্রাণ বা উদ্ধারের জন্য আমি আপনার প্রতি বিশ্বাস রাখি। আপনার অতুলনীয় অনুগ্রহ ও ক্ষমার জন্য এবং অনন্ত জীবন দানের জন্য আপনাকে ধন্যবাদ! আমেন!’

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS