কে এই যীশু‬?

ads20
    রসায়নবিদ: যীশু জলকে দ্রাক্ষারসে পরিণত করলেন।
    জীববিদ: তিনি সাধারণ নিয়ম ব্যতীত জম্ম গ্রহন করলেন।
    ‪‎পদার্থবিদ: তিনি মাধ্যাকর্ষণ শক্তিকে মিথ্যা প্রমাণ করে স্বর্গে উন্নতি হলেন।
    অর্থনীতিবিদ: জগতের নিয়মকে মিথ্যা প্রমাণ করে, ২টি মাছ ও ৫টি রুটি দিয়ে ৫ হাজার লোককে খাওয়ালেন।
    ইতিহাসবিদ: তিনি আদি ও অন্ত, প্রথম ও শেষ, তিনি আশ্চর্য মন্ত্রী ও শান্তির রাজপুএ।
    ধর্মগুরু: তিনি ঈশ্বরের মনোনীত।
    বিভিন্ন ধর্ম মতে:
    মুসলিম মতে: তিনি পাপমুক্ত ও মর্যাদা-সম্পন্ন, সুস্পষ্ট দলিল ও পবিএ আত্মা দ্বারা শক্তিশালী।
    হিন্ধু মতে: তিনি অনন্য অবতর।
    খ্রীষ্টান মতে: তিনি রুহানিক ভাবে ঈশ্বরের পুএ।
    বাহাই মতে: তিনি একজন সৃষ্ট নবী।
    নাস্তিকদের মতে: তিনিই সৃষ্ট এবং মহৎ মানুষ।
    বৌদ্ধ মতে: তিনি মহা মানব, বিভিন্ন শ্রেণী মানুষের কাছে।
    পাপীদের কাছে: নাজাত দাতা।
    রোগীদের কাছে: আরোগ্যকারী।
    হতাশাগ্রস্তদের কাছে: শান্তনাদাতা।
    দুংখীদের কাছে: আনন্দ।
    পিতা-মাতার কাছে: সন্তান।
    শিক্ষেকের কাছে: মহা গুরু।
    দলিতদের কাছে: প্রভু।
    সৈন্যদের কাছে: সেনাপতি।
    মন্ত্রীদের কাছে: উপদেষ্টা।আমাদের কাছে, উত্তম বন্ধু।
    *যীশুর কোন চাকর নেই, তবুও তাকে প্রভু বলা হয়।
    *তার কোন ডিগ্রী নেই, তবুও তাকে শিক্ষক বলা হয়।
    *তার কোন ঔষধ নেই, তবুও তিনি আরোগ্য দানকারী।
    *তার কোন সেনা বাহিনী নেই, তবুও রাজারা তাকে ভয় পায়।
    *তিনি কোন যুন্ধ না করেও, বিশ্ব জয় করেছেন।
    *পাপ না করেও, ক্রুশে মৃত্যুবরণ করেছেন।
    *তিনি সমাধিপ্রাপ্ত হয়েও, আজও জীবিত।
    তাই আমি বলতে চাই যীশু এমন এক ব্যক্তি, 
    তাকে কোন ধর্ম-বর্ণের মধ্যে সীমাবদ্ধ করে রাখা ঠিক নয়।তিনি সকলের, তিনি বিশ্ব মানব জাতির।
    লেখক: রিচার্ড সরকার তুহিন

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS