ইতিহাসবিদ: তিনি আদি ও অন্ত, প্রথম ও শেষ, তিনি আশ্চর্য মন্ত্রী ও শান্তির রাজপুএ।
ধর্মগুরু: তিনি ঈশ্বরের মনোনীত।
হিন্ধু মতে: তিনি অনন্য অবতর।
খ্রীষ্টান মতে: তিনি রুহানিক ভাবে ঈশ্বরের পুএ।
বাহাই মতে: তিনি একজন সৃষ্ট নবী।
নাস্তিকদের মতে: তিনিই সৃষ্ট এবং মহৎ মানুষ।
বৌদ্ধ মতে: তিনি মহা মানব, বিভিন্ন শ্রেণী মানুষের কাছে।
রোগীদের কাছে: আরোগ্যকারী।
হতাশাগ্রস্তদের কাছে: শান্তনাদাতা।
দুংখীদের কাছে: আনন্দ।
পিতা-মাতার কাছে: সন্তান।
শিক্ষেকের কাছে: মহা গুরু।
দলিতদের কাছে: প্রভু।
সৈন্যদের কাছে: সেনাপতি।
মন্ত্রীদের কাছে: উপদেষ্টা।আমাদের কাছে, উত্তম বন্ধু।
*তার কোন ডিগ্রী নেই, তবুও তাকে শিক্ষক বলা হয়।
*তার কোন ঔষধ নেই, তবুও তিনি আরোগ্য দানকারী।
*তার কোন সেনা বাহিনী নেই, তবুও রাজারা তাকে ভয় পায়।
*তিনি কোন যুন্ধ না করেও, বিশ্ব জয় করেছেন।
*পাপ না করেও, ক্রুশে মৃত্যুবরণ করেছেন।
*তিনি সমাধিপ্রাপ্ত হয়েও, আজও জীবিত।
তাই আমি বলতে চাই যীশু এমন এক ব্যক্তি,
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী