স্বর্গারোহণ দ্বিবস।। রেভাঃ সাইমন সরকার।

ads20
    আজ প্রভু যীশুর স্বর্গারোহণের দিন। কবর থেকে পুনরুত্থিত হয়ে যীশু ৪০দিন জগতে থেকে শিষ্যদেরক এবং অনেক-কে দর্শন দিয়ে আজকের এই দিনে মেঘযোগে স্বর্গারোহন করেছিলেন। ্তাই আজকের এইদিনটি সমগ্র বিশ্বে খ্রীস্ট বিশ্বাসীদের জন্য মহা উৎসবের দিন। এবং আর মাত্র ১০দিন পরে আসছে আর একটি বিশেষ উৎসব পঞ্চাশত্তমীর দিন(পবিত্র আত্মা অবতরনের দিন) এবং খ্রীস্ট মন্ডলীর জন্মদিন। তাই আসুন আজ সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রভু যীশুর স্বর্গারোহণের জন্য সপরিবারে পিতা ঈশ্বরের গৌরব প্রশংসা করি। আমরা জানি যে কভিড ১৯, আ
    জ সকল মানুষের বড় আতংকের কারন হয়ে দাঁড়িয়েছে কিন্তু তবুও বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যাশা আছে যে, আমাদের প্রভূ জীবিত। তিনি স্বর্গেও আছেন এবং প্রতিজন বিশ্বাসীর অন্তরেও আছেন(১কর-৩:১৬)। আমরা এও জানি যে সমস্ত মানুষের মৃত্যুর এবং পাতালের চাবী একমাত্র প্রভু যীশূর হাতে(প্রকাঃ১;১৭-১৮)। পবিত্র বাইবেলে প্রভূ যীশুর বিষয়ে যত ভাববানী করা হয়েছে সবগুলি পূর্ণ হয়েছে, শুধু তাঁর দ্বিতীয় আগমন বাকী আছে এবং যে কোন সময় তা হতে পারে। মানুষ হিসাবে আমাদের করোনার ভয় আছে, ঘূর্ণিঝড় আম্ফানের ভয় আছে। কিন্তু তবুও আমাদের প্রত্যাশা আছে(বিলাপ-৩:২৪)। যখন আমরা (প্রকা;৩ঃ ১৯-২১)পাঠ করি তখন আমাদের হৃদয় মহানন্দে ভরে যায়। প্রভু যীশূ আমাদের ভালবাসেন বলেই শাসন করেন। তিনি আমাদের সঙ্গে থাকতে চান খাওয়া দাওয়া করতে চান, তিনি যেখানে আছেন সেই পিতার সিংহাসনে আমাদেরকে বসাতে চান এবং চিরকাল বাস করতে চান। এই মহানন্দের কথা স্মরন হলে কি এই জগতের কষ্ট যাতনাকে কিছু মনে হয়? । তবে হ্যাঁ আমাদের উচিৎ হল যে, এই মহানন্দের সংবাদ যেন আমরা আমাদের প্রতিবেশীদেরকে জানাই।কথায়, কাজে, সেবায় এবং প্রার্থনায় এবং মানবিক সহযোগীতায়।। তাই আসুন আজ এই প্রভু যীশুর স্বর্গারোহণের দিনে সকলেই আনন্দ করি উল্লাসিত হই।প্রতিটি খ্রীস্টীয় পরিবারকে অনুরোধ জানাই যে আজকের এই দিনের শিক্ষা আপনার পরিবারে তুলে ধরুন। পিতা ঈশ্বর সকলের মধ্যে তাঁর প্রেম, শান্তি এবং প্রত্যাশায় আশীর্বাদ যুক্ত করুন আমেন।

    খ্রিস্টেতে বিনিত সহদাস,
    রেভাঃ সাইমন সরকার।
    Facebook: Simon Sircar

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS