পিতার বাক্য

ads20
    সুদুর অতীতে- ঈশ্বর তাঁর বাণী লিখে রা-খার জন্য কয়েক জন সৎ ও সাধু লোকদের  মনোনিত করেছিলেন। ঈশ্বর তার সেই মনোনিত সন্তানদের দ্বারা ছেষট্টিটি বই একত্রিত করে পবিত্র বাইবেল নামে পরিচিত একটি মাত্র বইয়ের আকার দিয়েছেন। পবিত্র আত্মা তাদের অনুপ্রেরণা দিয়েছিলেন এবং কি লিখতে হবে তা বলে দিয়েছিলেন। প্রায় ১৬০০ বছর ধরে এই রকম প্রায় চল্লিশ জন লোককে ব্যবহার করে ঈশ্বর এই ছেষট্টিটি বইয়ের মধ্যে তার বাণী লিখেছিলেন। যাকে পবিত্র শাস্ত্র বাইবেল বলা হয়। পবিত্র বাইবেল কথার মানে ঈশ্বরের পুস্তক সমূহ বা ঈশ্বরের বইগুলি। বাইবেলের প্রথম উনচল্লিশ খানি বই আমাদের প্রভু যীশুর জন্মের আগে লেখা হয়েছে এবং এগুলি পুরাতন নিয়ম নামে পরিচিত। আর বাইবেলের ২য় অংশ নূতন নিয়ম নামে পরিচিত, যার মাধ্যে রয়েছে যীশুর জগতে আগমন এবং  ঈশর ও মানুষের মধ্যে নূতন নিয়ম বা চুক্তি প্রতিষ্ঠা করবার পরে লিখিত মোট সাতাশ খানি বই। এগুলির মধ্যে এই নূতন নিয়ম চুক্তির শর্তগুলি বর্ণনা করা হয়েছে।

    পুরাতন নিয়ম প্রথমে হিব্রু ভাষায় এবং নূতন নিয়ম গ্রীক ভাষায় লেখা হয়েছিল। ঈশ্বর সমগ্র মানব জাতির জন্যই তাঁর পুস্তক (বাইবেল) আমাদের দিয়েছেন। তার ইচ্ছা যেন আমরা ত্রা এই পুস্তকখানি নিয়মিত পাঠ করি। আমাদের সুবিধার্থে তিনি তার সন্তানদের দিয়ে বিভিন্ন ভাষায় তা অনুবাদ করিয়েছেন। তথ্যমতে বাইবেল ও এর অংশ বিশেষ ১,৩০০টির ও বেশী ভাষায় পাওয়া যায়।
    ঈশ্বরের রব শুনার উপায়:- বেতারে কোন একটি বিশেষ স্থানের খবর বা গান শুনবার জন্য আপনাকে প্রথমে তার কাঁটা সঠিক জায়গায় আনতে হবে। কিভাবে আমারা আত্মিক বেতারের কাঁটা ঠিক করতে পারি, যেন আমরা ঈশ্বরের রব শুনতে পারি?

      প্রতি দিন বাইবেল পাঠের মাধ্যমে।
      যা পাঠ করা হয়েছে তা চিন্তার মাধ্যমে এবং ধ্যানের মাধমে।
      বাইবেলের যে অংশ আপনার ভাল লাগে তা প্রতিদিন পাঠ করা ও মুখস্থ করা অভ্যাসে পরিনত করার মাধ্যমে।

    ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত প্রত্যেক শাস্ত্র শিক্ষা, অনুযোগ, সংশোধন, ধর্ম সম্বন্ধে নিয়মিত শিক্ষাদানের জন্য ও উপকারী যেন ঈশ্বরের লোক পারদর্শী হয় ও সমস্থ সৎকার্যের জন্য সুসজ্জিত হয়। ২য় তীমথীয় ৬ ঃ ১৬,১৭ পদ।
    ঈশ্বর পূর্বকাল আংশিকভাবে ও বিভিন্ন প্রকারে ভাববাদীদের দ্বারা পূর্বপুরুষদের নিকট কথা বলিয়া এই শেষকালে পুত্রের দ্বারা আমাদের নিকট কথা বলিয়াছেন। ইব্রীয় ১ঃ ১২ পদ।

     পিতার যে সকল বাক্য শ্রবণ করা ও পালন করা আমাদের উচিত তা নি¤েœ দেয় হলো ঃ-

    নিয়মিত উপাসনালয় যান এবং ঈশ্বরের রব শোনার প্রত্যাশা রাখুন।
    প্রতিদিন প্রার্থনা করুন। ঈশ্বরের  কাছে যাচœা করুন, যেন তিনি আপনার সাথে কথা বলেন । যখন আপনি প্রার্থনা করেন তখন আপনার চোখ বন্ধ করুন কারণ আপনি নিশ্চই তখন আপনার পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ থেকে দূরে যেতে চাইবেন। সমস্ত সময়টুকু ঈশ্বরের  সাথে নিজের কথা বলে ব্যয় করবেন না। নিরবে অপেক্ষা করুন ঈশ্বর আপনার অন্তরে কথা বলবেন।
    প্রসংশা সংগীত করুন,তাঁর কথাগুলো ধ্যান করুন।
    আপনার চতুপার্শ্বে  ঈশ্বরের যে মঙ্গল, শক্তি,ও প্রেম ছড়ানো আছে তা দেখতে শিখুন।
    যখনই সুযোগ পাবেন খ্রীষ্টিয় সাহিত্য পাঠ করুন এবং সুসমাচার প্রচার শুনুন।
    অন্য -খ্রীষ্টিয়ানদের সঙ্গে ঈশ্বর ও তাঁর বাক্যের বিষয় আলোচনা করুন।
    ঈশ্বর আপনাকে যা করত বলেন তা পালন করুন, মনে রাখুন আপনি যদি চান যে তিনি আপনাকে চালাবেন তাহলে অবশ্যই তাঁর বাধ্য হতে হবে।
    বাইবেলের পাঠে বিশ্বস্থ থাকুন এবং ঈশরের কাছে প্রার্থনা করুন, যেন তিনি আপনার সাথে এদের মাধ্যমে কথা বলেন।
      
    ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান ঃ-
    এমন পিতা কি কেউ আছেন যিনি তাঁর সন্তানদের সাথে কথা বলতে আনন্দ পান না। আপনার স্বর্গস্থ পিতা তাঁর সন্তানদের সাথে কথা বলতে ভাল বাসেন। তাদের সমস্যর সমাধান করে, তাদের শিক্ষা দিয়ে প্রেম করেন। আপনি কি তার রব শুনতে চান ?
    ঈশ্বর নানাভাব কথা বলেনঃ-
    ঈশ্বর পূর্বকালে আংশিকভাবে ও বিভিন্ন প্রকারে ভাববাদীদের দ্বারা আমাদের নিকট কথা বলিয়াছেন। ইব্রিয় ১ঃ ২ পদ।
    ঈশ্বর  যে সব পথে আপনার সঙ্গে কথা বলেন তাঁর কয়েকটি উদাহরণ নীচে দেওয়া হলো।
    প্রত্যক্ষভাবে আপনার হৃদয়েঃ-
    পবিত্র আত্মা আপনার অন্তরে যীশুর উপ¯িথতি বাস্তব করে তোলেন। তিনি আপনার বিবেকের সাহায্যে কথা বলতে পারেন, কোনটা করা উচিত অথবা উচিত নয় তা আপনাকে বুঝিয়ে অথবা কোন ভুল কাজ আপনাকে করতে বারণ করে। তিনি আত্মিক সত্যকে আপনার কাছে পরিস্কার করে দিতে পারেন। অথবা আপনি হ্রদয়ের গভীরে এক উপলব্ধি পেতে পারেন যে ঈশ্বর আপনাকে দিয়ে কিছু কাজ করতে চান। যখন আপনি প্রার্থনা করেন তখন ঈশ্বরকে বলুন তিনি যেন আপনার হ্রদয়ে কথা বলেন এবং তাঁর রব শুনবার জন্য হ্রদয়কে প্রস্তুত রাখুন।
    তাঁর আর্শীবাদের মাধ্যমে-
    অনেক খ্রীষ্টিয়ান সাক্ষ্য দেন যে যখন তারা নূতন জন্ম পেয়েছেন তথন সমস্ত পৃথিবী তাদের কাছে বদলে গিয়েছে। আপনারও অনুরুপ অভিজ্ঞতা হতে পারে। প্রকৃতির মধ্যে আশ্চর্যভাবে তাঁর উপস্থিতি অনুভব করতে পারবেন। তিনি সঙ্গীত ও চিত্র শিল্পের মাধ্যমে আপনার সাথে কথা বলেন। অন্যান্য খ্রীষ্টিয়ানদের সহযোগিতায় আপনি তাঁকে খুব নিকটবর্ত্তী রূপে অনুভব করতে পারেন। সহ¯্র সহ¯্র আর্শীবাদগুলি আপনাকে তাঁর মঙ্গলময় রূপে কথা বলে। আপনার প্রার্থনার উপরে তিনি আপনার সাথে কথা বলেন। বিশ্বাসীর চক্ষু তাঁর মুখের হাসি দেখতে পায় ও আপন-ার আত্মিক কর্ণ তার রব শুনতে পায়  ”হে আমার প্রিয় বৎস আমি তোমায় ভালবাসি”।
    অন্যান্য খ্রীষ্টিয়ানদের মাধ্যমেÑ
    কখনও কখনও দেখা যায় বাড়ীর বড় দাদা অথবা দিদি ছোটভাই অথবা বোনকে বলে” এটা কোরনা বাবা ভালবাসেন না” অথবা এইভাবে কাজ করলে বাবা খুশি হন”। ঈশ্বরও তাঁর সন্তানদের সাথে এইভাবেই জেষ্ঠ খ্রীষ্টিয়ান ভ্রাতা ভগ্নীর দ্বারা কথা বলেন। তিনি চান আমরা যেন প্রাই অন্যান্য খ্রীষ্টিয়ানদের সাথে মিলিত হই যেন - ঈশ্বর তাদের উৎসাহ.নির্দেশ সাহায্যের মাধ্যমে আমাদেরকে কাজে ব্যবহার করতে পারেন।
    আত্মিক দান ও প্রচারের মাধ্যমেÑ
    পবিত্র আত্মা মন্ডলীতে বহু প্রকার আত্মীক দান দিয়েছেন। তিনি সেগুলির মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। তিনি বিভিন্ন প্রকার আত্মীক দানের মাধ্যমে মন্ডলীকে ঈশরের বাক্য দান করেন। তিনি পালক, শিক্ষক, প্রচারকদের ও লেখকদের মন্ডলীর জন্য ঈশ্বরের বাক্য দান করেন। তিনি চান প্রত্যেক খ্রীষ্টিয়ান অন্যদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করবে। মন্ডলীতে নিয়মিত যোগ দেওয়া আপনার পক্ষে খুবই প্রয়োজনীয়। যতবার আপনি যাবেন ততবার শুনতে পাবেন আপনার স্বর্গীয় পিতা আপনাকে কি বলতে চান।
    যেখানে দুই কিম্বা তিনজন আমার নামে একত্র হয় সেখানে তাহাদের মধ্যে আমি থাকি।- মথি ১৮ঃ ২০ পদ
    সঙ্গীতের মাধ্যমে –
     ঈশ্বর প্রায়ই খ্রীষ্টিয় সঙ্গীতের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলেন আপনি দেখে খুবই আশ্চর্য হয়ে যাবেন যে ঈশ্বর কতবার আমাদের মনের মধ্যে সঙ্গীতের সেই প্রয়োজনীয় কথাগুলি এনে দেন, যেগুলি ঠিক সেই সময়ের জন্য আপনার প্রয়োজন। সাধু দাউদ সঙ্গীতের মধ্যদিয়ে তাঁর সান্নিধ্য লাভ করেছিলেন। গীত ও স্তোত্র ও আত্মিক সংকীর্ত্তনে নিজেদের মধ্যে আলাপ কর এবং প্রভুর উদ্দেশ্যে তোমাদের হৃদয়ে গীতিবাদ্য কর। ইফিষীয় ৫ঃ ১৯ পদ।
    বাইবেলের মাধ্যমে-
    ঈশ্বর তাঁর পুস্তকের মাধ্যমে আপনার সাথে কথা বলেন। তাঁর বার্তা জানার এইটাই সবচেয়ে নিশ্চিত উপায়। আপনার প্রতি ঈশ্বরের ইচ্ছা কি সে কথা পুরোহিতও সবসময় জানতে নাও পারেন। খ্রীষ্টিয় ভ্রতা ভগ্নীগণ আপনাকে ভুল উপদেশ দিতে পারেন। স্বপ্ন দর্শনও সবসময় ঈশ্বর থেকে আসে না। সেগুলি আপনার চিন্তা সমূহ অথবা অবচেতন মনের থেকেও আসতে পারে। আপনি হয়তো কিছু করতে চান এবং সেইটাই ঈশ্বরের ইচ্ছা বলে মনে করে ভুল করেন সুতারং ঈশ্বরের রব কিভাবে জানবেন ? 
    ঈশ্বরের ধন্যবাদ দিন যে তাঁর বাক্য আপনার জন্য বাইবেলে লেখা আছে আপনার যদি মনে হয় ঈশ্বর আপনাকে কিছু বলেছেন তবে তাঁর বাক্যের মাধ্যমে পরীক্ষা করে নিন।
     আমার নয়ণ খুলিয় দাও যেন আমি তোমার দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য বিষয় দেখি। অনন্তকালের নিমিত্ত হে সদাপ্রভু তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলোক। তবে বাক্য সমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা আমাদিগকে বুদ্ধিমান করে। তোমার বাক্য সত্য, তোমার ধর্মময় প্রত্যেক শাসন চিরস্থায়ী। গীত-১১৯ ঃ ১৮, ৮৯. ১০৫, ১৩০, ১৬০।

    আপনার আত্মাকে তৃপ্ত করূন:-ঈরের সাথে কথোপকথন দ্বারা আপনার আত্মা তৃপ্ত হয়। ঈরর তাঁর বাক্য দ্বারা আপনার সাথে কথা বলেন এবং আপনি প্রার্থনায় তাঁর সাথে কথা বলেন। কিন্তু তিনি উত্তরে বলিলেন লেখা আছে,”মনুষ্য কেবল রূটিতেই বাঁচিবে না কিন্তু ঈরের মুখ নিঃসৃত প্রত্যেক বাক্যেই বাচিবে। মথি ৪ ঃ ৪ পদ।
    তিনি আরও বলেন নবজাত শিশুর ন্যায় আত্মিক অবিমিশ্র দুগ্ধের আকাঙ্খা কর, যেন তাহার গুনে পরিত্রানের উদ্দেশে বৃদ্ধি প্রাপ্ত হও। ১ম পিতর ২ ঃ ২ পদ। ঈরের বাক্যই হলো আত্মিক দুগ্ধ যা আপনার আমার নিয়তই পান করা উচিত।

    পিতা আপনাকে ভালবাসেন ঃ- আপনি কি আশা করেন যে ¯েœহ কোমল পিতা কি মাতা তাঁর শিশুকে চলতে শেখার সময়ে পড়ে যাওয়ার জন্য ধমক দিবেন অথবা সে যখন আঘাত পায় তখন তাকে ফেলে রেখে চলে যাবেন ? কখনওই না। তাঁরা শিশুকে ধরে তুলবেন এবং তাকে সান্তনা দেবেন তারপর তাকে পুণরায় ভালভাবে চলতে না শেখা পর্যন্ত হাঁটার জন্য উৎসাহিত করতে করবেন।
    আপনি কি মনে করেন ঈশ্বর তাঁর নূতন সন্তান যে সবে মাত্র চলতে আরম্ভ করেছেন তার জন্য কিছু কম করবেন ? অসম্ভব! এখনই প্রার্থনায় তাঁর দিকে দেখুন এবং তাঁকে বলুন”পিতা তোমার ধন্যবাদ দিই যে তুমি আমার হাত ধরে আছো এবং আমাকে হাঁটতে শেখাচ্ছো। আমি দুর্বল কিন্তু আমি জানি আমার যা করা দরকার তা তুমি  আমায় শিখাবে।
    আপনার জানা উচিত  ঈশ্বর তাঁর পবিত্র আত্মা ও তাঁর বাক্য পবিত্র বাইবেল দ্বারা আপনাকে আপনার খ্রীষ্টিয় জীবনে চালনা দেন। প্রতিদিন বাইবেল পাঠ  করুন প্রার্থনা করুন। এই বাইবেল পাঠ আপনাকে আপনার সন্দেহ থেকে মুক্ত করবেন ও বিনা হোঁচট খাওয়ায় চলতে শেখাবে।
    ঈরের হাতে নিজেকে সমর্পণ করুন ঃ-  যখন একটি শিশু তার প্রথম পদক্ষেপটি ফেলে তখন তার পিতা কতই না আনন্দিত হন। অনুরুপভাবে আপনার স্বর্গীয় পিতাও কতই না আনন্দ পান যখন আপনি তাঁর সন্তানরুপে তাঁর সাথে এই খ্রীষ্টিয় জীবন চলতে শুরু করেন। পড়ে যাবেন বলে ভয় পাবেন না! আপনার হাতখানি পিতার হাতে রাখুন এবং তিনিই আপনাকে সাহায্য করবেন। প্রত্যেকদিন যখন ঘুম থেকে জাগেন তখন সেদিনের সমস্থ কাজ যা আপনি সম্পন্ন করতে চান তার জন্য ঈশরের সাহায্য চেয়ে নিন।

    আপনার নতুন পরিবার ঃ সর্বশক্তিমান ঈশ্বর যিনি বিশ্বব্রক্ষ¥ানেডর সৃষ্টিকর্তা তিনি  এখন আপনার ¯েœহময় পিতা। মনে করবেন না যে তিনি খুবই কঠোর ও দূরবর্ত্তী। এই মুহুর্তে তিনি আপনার পাশেই আছেন, আপনার সমস্ত সমস্যার সমাধানে সাহায্য করতে বড়ই উৎসুক।
    যেহেতু আপনি এখন  ঈশ্বরের সন্তান সেইহেতু আপনার পিতা চান যে আপনি তাঁর সাথে দৃঢ় বিশ্বাসে খোলাখুলিভাবে কথা বলবেন, ঠিক যেভাবে একটি শিশু  তার দয়ালু ও দরদী পিতার সাথে কথা বলে। দিনে অথবা রাতে যে কোন সময় তাঁর সাথে কথা বলুন। আপনার সমস্যাগুলি তাঁকে জানান। তাঁর আর্শীবাদের জন্য ধন্যবাদ দিন। যা কিছু আপনার সম্বন্ধীয় তাতেই তিনি আগ্রহী । বড় বড় কথা অথবা মুখস্থ প্রার্থনার কোন প্রয়োজন নেই, আপনার অন্তরের কথা তাঁকে বলুন।

    ঈশ্বর আপনাকে ভালবাসেন বলে বাক্য দিয়েছেন এখন আপনার কাজ হ’ল  বাক্য পাঠ করা ও তা অনুধাবন করা। আপনার আত্মাকে তৃপ্ত করুন, তাঁর উপর নির্ভর করুন, যা ক্ষতিজনক প্রভাব বিস্তার করে তা পরিহার করে চলুন, ঈশ্বরের বাক্য যে সকল আধ্যাতিক অভ্যাসগুলি আছে তা অনুশিলন করুন। যতই আপনি এগুলি নিয়মিত পালন করবেন ততই আপনি আত্মিকভাবে বৃদ্ধি পাবেন এবং ঈশ্বর তাঁর সন্তানদের জন্য যে ”অধিক প্রাচুর্যময় জীবন” দান রেখেছেন তা প্রতিদিন উপভোগ করতে পারবেন। 
    আমেন।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS