ঈশ্বর কি ভুল করেন?

ads20
    ঈশ্বর সবচেয়ে মহান এবং বড়। তাঁর মহত্ব মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় (গীতঃ ১৪৫:৩)। ঈশ্বর সদাপ্রভু সব সময় ন্যায়পরায়ণ এবং তার কাজে তিনি বিশ্বস্ত থাকেন (গীতঃ১৪৫:১৭)। আমরা জানি যে, গননাপুস্তকের ২৩ অধ্যায়ের ১৯ পদে লেখা আছে “ঈশ্বর তো মানুষ নন যে, মিথ্যা বলবেন।” আমাদের যে ঈশ্বর মিথ্যা বলেন না সে কখনও ভুলও করেন না। ঈশ্বর হলো আলোকিত ঈশ্বর তাঁর মধ্যে অন্ধকার বলে কোন কিছু নেই (১যোহন ১:৫)। 
    আবার গীত ১৪৭ অধ্যায়ের ৫পদে লেখা আছে “আমাদের প্রভু মহান, তাঁর শক্তি প্রচুর; তাঁর জ্ঞান-বুদ্ধির সীমা নেই।” মানুষ ভুল করে কিন্তু আমাদের পিতা ঈশ্বর কোন ভুল করেন না বরং তিনি আমাদের ভুল শুধরে দেওয়ার সুযোগ দেন।


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS