সুষম খাদ্য-পালক কিশোর তালুকদার

ads20
    আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরণের খাদ্যের প্রয়োজন হয়। আবার বয়স অনুসারে ও বিভিন্ন খাদ্যের প্রয়োজন। শরীরে ঘাটতি দেখা দিলেও সেই অনুযায়ী খাদ্যের প্রয়োজন হয়। আবার এমন কিছ ুখাদ্য আছে যা রোগ নিরাময় করতে অর্থাৎ রোগ মুক্ত রাখতে সাহায্য করে। ঠিক তেমনি খ্রীষ্টিয় জীবনে আতিœক বৃদ্ধির জন্য ও সুষম খাদ্যের প্রয়োজন।আর তাহল, যুগপোযোগী ও সময়োপযোগী ঈশ্বরের বাক্যের প্রয়োজন। সেইজন্যই ঈশ্বর তার প্রথম সন্তানদের বলেছিলেন, মনুষ্য কেবল রুটীতে বাঁচেনা, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহ াযাহা নির্গত হয়, তাহাতেই মনুষ্য বাঁচে।
    ঈশ্বর তাঁর প্রথম সন্তান ই¯্রায়েলকে উত্তম দেশে নিয়ে যাবার পূর্বে যে দয়া করেছিলেন, ঠিক সেই সময়ে তিনি তাদেরকে দৃঢ় রুপে স্মরণ করাইয়া দেন যেন সেই দেশে প্রবেশ করার পর অধিক তৃপ্ত হইয়া দর্পিত না হয় এবং ঈশ্বরকে ভুলিয়া না যায় বরং তাঁর আজ্ঞা সকল পালন পূর্বক তাঁকে ভয় করে। এই জন্য তিনি তাদের বলেছিলেন,“ তিনি তোমাকে নত করিলেন, ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিত ৃপুরুষদের অজ্ঞাত মান্ন দিয় াপ্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে, মনুষ্য কেবল রুটিতে বাঁচেনা, কিন্তু সদাপ্রভূর মুখ হইতে যাহা নির্গত হয়, তাহাতেই মনুষ্য বাঁচে ”- দ্বিতীয় বিবরণ ৮;৩ পদ।
    পবিত্র বাইবেল এই কথা বলে,অলিকতা ও মিথ্যা আমা হইতে দূর কর; দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিওনা, আমার নিরুপিত খাদ্য আমাকে ভোজন করাও; পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি, সদাপ্রভূ কে ? কিন্বা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি, ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি- হিতো ৩০;৮,৯ পদ।
    তাহলে দেখ াযায় যে, ঈশ্বর ই¯্রায়েল জাতিকে যে বাক্য বলেছিলেন, সেই বাক্যেরই প্রতিফলন ঘটেছে হিতোপদেশে। ই¯্রায়েল জাতি যেমন তৃপ্ত হবার পর পূনঃপূনঃবচসা করেছিল, ঠিক তেমনি শলোমন রাজা পৃথিবীর সব চেয়ে ধনী, জ্ঞানী ও বুদ্ধিমান হওয়ার ফলে ঈশ্বরের সহিত তার পিতার চুক্তি থেকে সরে পরল।
    অনেকে বলে থাকে যে, তার সুন্দরী সুন্দরী রমণীরাই বিপদ গমনের মূল কারণ। কথাটি একদম ঠিক নয় বরং ক্ষমতা এবং প্রভাব প্রতি পত্তি, যশ এ সকল ইহৃদয়কে দর্পিত করে এবং শেষে বিনাশের দিকে নিয়ে যায়। যেমন টি হয়েছিল দায়ুদের জীবনে ও। পবিত্র বাইবেল আমাদের এই কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানা বিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্নকরে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল; তাহাতের তহওয়াতে কতক লোক যাতনা রুপ কন্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে- ১তীম ৬;৯,১০ পদ। এই কারণেই বাইবেল এই কথা বলে, ধনীদের পক্ষে স্বর্গ-রাজ্যে প্রবেশ করা দুস্কর। আবার পবিত্র শাস্ত্র এই কথা বলে, কেননা তোমরা নিশ্চয় জানিতেছ, বেশ্যা গামী কি অশুদ্দাচারীকি লোভী- সে তো প্রতিমা পূজক- কেহই খ্রীষ্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না- ইফি ৫;৫ পদ।যাহারা ব্যভিচারী কি প্রতিমা পূজক কি পারদারিক কি স্ত্রী বৎ অত্যাচারী কি পুঙ্গামী কি চোর কি লোভী কি মাতাল কি কটুভাষী কি পর ধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না- ১করি ৬;১০ পদ।
    ঈশ্বরের বাক্য শুনতে শুনতে মাঝে মধ্যে মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলা হযেছে। আসলে কি তাই ? মোটে ও নয়। আমাদের এই একটি কথা সব সময় মনে রাখতে হবে যে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক; এবং সমস্তদ্বীধার খড়গ অপেক্ষা তীক্ষœ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যš Íমর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ¦ বিচারক- ইব্রীয় ৪;১২ পদ। কোন পালক/প্রচারক কাউকে উদ্দেশ্য করে প্রচার করেন না। ঈশ্বরের বাক্য কারোর না কারোর হৃদয়ে বামনের সাথে মিলে অথবা গেথে যায়, আর সেটাই হল ঈশ্বরের বাক্য। তাই তো যখন পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রচার করছিলেন, তখন লোকদের হৃদয়ে যেন শেল বিদ্ধ হইল- প্রেরিত ২;৩৭ পদ।
    উপসংহারঃ-বিশ্বাসী ও অবিশ্বাসী সকলের সুস্থ ও সুস্বাস্থের জন্য যেমন সুষম খাদ্যের প্রয়োজন। ঠিক তেমনি খ্রীষ্ট বিশ্বাসীদের আত্মিক জীবনের বৃদ্ধির জন্য প্রয়োজন বাইবেলীয় সুষম খাদ্য। যেমন ঈশ্বর কেবল প্রেমের ঈশ্বর নহেন, ক্রোধের ও ঈশ্বর। আমরা যেমন খাবারের পর একট ুআচার খাই হজম অথবা স্বাদের জন্য। আর এই আচার যদি হয় টক,ঝাল, মিষ্টি তাহলে তো কথাই নাই। ঈশ্বরের বাক্য ও মাঝে মাঝে  টক, ঝাল, মিষ্টি। পূরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ ৮;৩ পদ প্রমাণ করে যে, যীশু খ্রীষ্ট দেখাতে চান মানুষের সকল প্রয়োজন কেবল বস্তুগত জিনিসেই মিটানো সম্ভব নয়, কিন্তু প্রধানতঃ ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কের দ্বারাই মানুষের সকল প্রয়োজন মিটানো সম্ভব- মথি ৪;৪ পদ।পবিত্র বাইবেলই সুষম খাদ্যের এক অভিন্ন‘সুষম খাদ্য ভান্ডার।’

    পালক কিশোর তালুকদার
    হাউজ চার্চ অব বাংলাদেশ,ঢাকা।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS