পবিত্র আত্মা কে?

ads20
    উত্তর: পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে নানারকম ভুল ধারণা রয়েছে। অনেকে পবিত্র আত্মাকে রহস্যময় শক্তি বলে মনে করে। অন্যেরা পবিত্র আত্মাকে আবার এক নৈর্ব্যক্তিক ক্ষমতা বলে মনে করে, যা ঈশ্বর যীশু খ্রীষ্টের অনুসরণকারীদের জন্য দিয়েছেন। কিন্তু পবিত্র আত্মার পরিচয় সম্পর্কে বাইবেল কি বলে? সহজভাবে, বাইবেলের সুস্পষ্ট বক্তব্য, পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। পবিত্র বাইবেল আরও বলে যে, পবিত্র আত্মা একটি আত্মিক সত্ত্বা, এমন এক অস্তিত্ব, যার রয়েছে মন, আবেগ এবং ইচ্ছা।
    বাস্তবিক, শাস্ত্রের অনেক অংশে সুস্পষ্টভাবে দেখানো হয়েছে যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। প্রেরিত ৫:৩-৪ পদেও তা বলা হয়েছে। পিতর এই পদে অননীয়র সামনে সাহসের সাথে বলেছেন, কেন সে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলেছে। তিনি আরও বলেছেন যে, অননীয় আসলে মানুষের কাছে মিথ্যা বলে নি, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলেছে। এটা তো সুস্পষ্ট ঘোষণা! পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলা মানে ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলা। আমরা এও জানতে পারি যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর, কারণ তিনি ঈশ্বরের সব গুণ-বৈশিষ্ট্যের অধিকারী। উদাহরণ হিসাবে গীতসংহিতা ১৩৯:৭-৮ পদের কথা বলা যায়, যেখানে তাঁর ‘সর্বত্র উপস্থিতির’ কথা বলা হয়েছে, “তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি? যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে আমার বিছানা পাতি, সেখানেও তুমি।” তারপর, ১ করিন্থীয় ২:১০-১১ পদে পবিত্র আত্মার সর্বদর্শী গুণ-বৈশিষ্ট্য দেখতে পাই। “কিন্তু ঈশ্বর তাঁর আত্মার মধ্য দিয়ে সেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন, কারণ পবিত্র আত্মার অজানা কিছুই নেই; এমন কি, তিনি ঈশ্বরের গভীর বিষয়ও জানেন। মানুষের মধ্যে এমন কে আছে, যে অন্য মানুষের মনের কথা জানতে পারে? মানুষের মধ্যে যে আত্মা আছে সে-ই কেবল তার নিজের মনের কথা জানে। সেই রকম, ঈশ্বরের আত্মা ছাড়া ঈশ্বরের মনের কথা অন্য কেউ জানতে পারে না।”

    আমরা আরও জানতে পারি যে, পবিত্র আত্মা নিশ্চিতভাবে একজন আত্মিক সত্ত্বা, কারণ তিনি মন, আবেগ এবং ইচ্ছাশক্তিরও অধিকারী। পবিত্র আত্মা চিন্তা করতে পারেন এবং সব জানেন (১ করিন্থীয় ২:১০)। পবিত্র আত্মা দুঃখ প্রকাশ করতে পারেন (ইফিষীয় ৪:৩০)। পবিত্র আত্মা আমাদের পক্ষে বিনতি প্রার্থনা করেন (রোমীয় ৮:২৬-২৭)। তিনি তাঁর ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত নিয়ে থাকেন (১ করিন্থীয় ১২:৭-১১)। পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর, ত্রিত্বের দ্বিতীয় সত্ত্বা। ঈশ্বর হিসাবে পবিত্র আত্মা প্রকৃতভাবে সান্ত্বনাদানকারী এবং পরামর্শদাতার কাজ করে থাকেন, যা যীশু তাঁর প্রতিজ্ঞায় বলেছেন (যোহন ১৪:১৬, ২৬ এবং ১৫:২৬)।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS