বড়দিনের বড় ভাবনা

ads20
    লেখক : রেভাঃ জেমস জিপু রায়
    সুকান্ত আর শেলী টিপটপ পরিবার। দুজনেই ভালো চাকুরী করে, গত বসন্তে ওদের বিয়ে হয়। সুখের সংখার, অভাব নাই, স্বাচ্ছন্দে দিন কেটে যাচ্ছে। ডিসেম্বরে প্রথম সাপ্তাহিক ছুটি তাই আরাম করে দুজন বিছানায় বসে নানা বিষয় নিয়ে মিষ্টি আলাপ করছিল। কথা  হতে হতে এবার একটি বিষয় চলে এল-সামনে বড় দিন তাই কী কী করবে ওরা।
    -চল এবার থাইল্যান্ড যাই অথবা নেপালে ঘুরে আসি। দেখার মতো অনেক কিছু আছে দেশগুলিতে।
    সুকান্ত প্রস্তাব দিল

    -না না এবার বড় দিনে বড় একটা পার্টি দিব। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে হৈচৈ করবো, অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না।

    শেলীর সোজাসাপটা উত্তর
    - তারচেয়ে বরং গ্রামের বাড়িতে যাই, অনেক দিন যাওয়া হয় না। গ্রামে গিয়ে টাটকা শাকসবটি খেতে পারবো, দেশী মাংসের স্বাদ সত্যিই অপূর্ব।

    আরেকটি নতুন প্রস্তাব সুকান্তের। শেলী সুকান্তের প্রস্তাবটায় সাড়া দিল না। এই জুটি বড়দিনের প্রস্ততি নিয়ে অনেক প্লান করতে করতে অবশেষে কোন সিদ্ধান্ত ছাড়াই পারিবারিক মিটিং শেষ করলো। রবিবার বিকেলে সুকান্ত আর শেলী গীর্জায় বসে পালকের প্রচার শুনছিল। প্রচারের বিষয় ছিল বড়দিনের প্রস্ততি। পালক বড়দিনের ও তার  প্রস্ততি নিয়ে সাড়া পৃথিবীর খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের বেশ কিছু অসাধারণ প্রস্ততির কথা গুছিয়ে বলছিলেন। বিশেষ করে ধনী দেশগুলোতে চোখ ধাঁধানো লাইটিং আর সাজগোজে রাস্তা-ঘাট ঘর বাড়িগুলো ঢেকে থাকে। বড়দিনের তিন মাস আগে থেকে মন্ডলীতে মন্ডলীতে আকর্ষণীয় প্রোগ্রামের জন্য বার বার কমিটির মিটিং হয়। বাজেটের কমতি থাকে না, মন্ডলীর সদস্যরা অকাতরে বড়দিনের খরচ করতে থাকেন। শপিং মলে সারিসারি ত্রিুষ্টমাসট্রি । সান্তাক্লোজের আহবানে সাড়া দিয়ে তারা প্রমান করেন যে, তারা বড়দিনের শপিং করছেন। আরো যে কত কিছু হয় বড়দিন উপলক্ষে। অগণিত অর্থ  আর বিপুল সময় ব্যয় হয় প্রস্তুতির জন্য।

    এবার পালক গলার স্বর কিছুটা ভাবি করে প্রশ্ন করলেন, কিন্তু আমাদের প্রভু যীশু কি এটা চেয়েছেন? পালক বলতে লাগলেন-ত্রাণকর্তার জন্ম হয়েছিল কি এই রকম জাঁকজমক জন্মদিন পালন করার জন্য?
    প্রভু এই বড়দিনে আপনার কাছ থেকে কী চান? সুকান্ত আর শেলী একে অপরের দিকে তাকিয়ে পালকের প্রশ্ন নিয়ে ভাবতে শুরু করল। আর উত্তর খোঁজার চেষ্টা করল- কী হতে পারে? প্রভু কী চান আমার কাছ থেকে এ বড়দিনে?

    পালক প্রচার চালিয়ে যেতে লাগলেন- আমাদের যীশু যাঁর জন্ম হয়েছিল একটি গোয়াল ঘরে, যিনি বলেছিলেন পাখিদের বাসা আছে, শিয়ালের গর্ত আছে কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার জায়গা নেই।

    তাঁকে আপনি এই বড়দিনে কোথায় রাখবেন? অন্তরে না বাইরে, তিনি কি জগতের জাঁকজমকপূর্ণ বড়দিন চান, না আপনার হৃদয়ে স্থান চান?

    দীনবেশে এ ধরায় এসেছিলেন যীশু, পৃথিবীর সব পাপী-তাপীদের মুক্তির জন্য প্রাণ দিলেন ক্রুশে। সেই মুক্তিদাতা প্রভুর জন্মদিন এভাবে পালন করা কি তিনি চেয়েছেন? সুকান্ত আর শেলী বুঝে নিল নিশ্চিতভাবে যে, পালক কী বলতে চেয়েছেন।

    বড়দিনে কীভাবে আমরা প্রভুর সেবা করতে পারি? পালক দ্বিতীয় প্রশ্ন করলেন প্রচারে, এবার কোন ব্যাখা না দিয়ে বাইবেল খুলে উচ্চ স্বরে পড়তে লাগলেন-যীশু বলেছিলেন , ‘‘ কারণ আমি ক্ষুদিত ছিলাম তোমারা আমায় খেতে দিয়েছিলে। আমি পিপাসিত ছিলাম আর তোমরা আমায় পান করবার জল দিয়েছিলে। আমি অচেনা আগন্তক রূপে এসেছিলাম আর তোমারা আমায় আশ্রয় দিয়েছিলে। যখন আমার পরণে কোন কাপড় ছিল না, তখন তোমরা আমায় পোশাক পরিয়েছিলে। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করেছিলে।আমি কারাগারে ছিলাম? তোমরা আমায় দেখতে  এসেছিলে । এর উত্তরে যারা ভালো তারা বলবে, প্রভু কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়ে ছিলাম? পিপাসিত দেখে জল পান করতে দিয়েছিলাম? কখনই বা আপনাকে অচেনা আগন্তক দেখে আতিখেয়তা করেছিলাম অথবা আপনার পরণের কাপড় নেই দেখে পোশাক পরিয়েছিলাম?

    আর কখনই বা অসুস্থ বা কারাগারে আছেন দেখে, আপনাকে দেখতে গিয়েছিলাম? এর উত্তরে রাজা তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই তুচ্ছদের মধ্যে যখন কোন একজনের প্রতি তোমরা এরূপ করেছিলে, তখন আমারই জন্য তা করেছিলে’’ -মথি ২৫:৩৫-৪০। 

    পালক প্রচারের মুলবিষবস্তু শেষের দিকে এসে বড়দিনের প্রস্তুতি আমাদের কেমন হওয়া উচিত সে বিষয়টি আরো স্পষ্ট করলেন। আহবান জানালেন উপস্থিত সবাইকে, যেন ঈশ্বরের ইচ্ছা জেনে বড়দিনের প্রস্তুতি নেন সবাই।

    উপাসনা শেষ করে বাসায় ফিরে সুকান্ত আর শেলী বিছানায় শুয়ে শুয়ে আলাপ শুরু করলো।
    -সুকান্ত প্রস্তাব দিল।
    -ঠিক আছে, তবে কিছু বাইবেল কিনেও সেই সাথে দিতে পারি যেন তারা পরিত্রাণের কথা জানতে পারে। শেলী সুকান্তের প্রস্তাবে এভাবেই সায় দিল।

    শেলী ও সুকান্ত তাদের বড়দিন উদযাপন সম্পর্কে এভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। দুজনেই পরিতৃপ্তির হাসি হেসে প্রভুর কাছে জানু পেতে সমর্পিত হলো।


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS