ঈশ্বরের ইচ্ছা অনুসারেই যীশু খ্রীষ্ট এই জগতে এসেছিলেন, যেন আমরা আমাদের জীবনের সত্যিকার উদ্দেশ্য জানতে পারি। ঈশ্বর এবং মানুষের মধ্যে যে সম্পর্ক আছে, যীশু খ্রীষ্টই সেই সম্পর্কের আদর্শ বা দৃষ্টান্ত। তিনি ত ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক বজায় রেখে –ছিলেন বলেই তাঁর জীবনে একেবারে পুরোপুরি পূর্ণতা এসেছিল। যীশুর জীবন, মূত্যু এবং তাঁর পুনূরুত্থান মানুষের জীবনকে ‘উদ্দেশ্য পূর্ণ’ করার পথ খুলে দিয়েছে। পাপ মানুষের কাছ থেকে যা জোর করে ছিনিয়ে নিয়েছিল, খ্রীষ্ট তা আবার তাকে ফিরিয়ে দিলেন। খ্রীষ্টকে বিশ্বাস করলে আমরা ঈশ্বরের পরিবারে জন্ম গ্রহণ করি অর্থাৎ ঈশ্বরের পরিবারে-ভূক্ত হই এবং আমাদের আত্মার গতিশক্তিকে চলাবার জন্য ঠিক পথ খুঁজে পাই। তাঁর আগমন আমাদের মনুষ্যকুলকে মহিমান্বিত করেছে, জীবনে পূর্ণতা দিয়েছে, পরিত্রানের উপায় দেখিয়েছে, জলন্ত আগুনের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। যোহন ১০ ঃ ১০ পদে যীশু আমাদের জীবনের সত্যিকার উদ্দেশ প্রকাশ ক’রে বলেছেন যে, তিনি এসেছেন যেন আমরা জীবনে পরিপূর্ণ হই।
যীশুর আগমন আমাদের মুক্তির নিশ্চয়তা প্রদান করে ঃ
আমারা সকলেই জানি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যীশু খ্রীষ্ট এই জগতে এসেছিলেন, আর তার কারণে আপনি আমি আতীœক জীবনে বেড়ে ওঠার শক্তি লাভ করি । অনেকে মনে করেন যে, নূতন জন্ম লাভ করাই খ্রীষ্টীয় জীবনে চরম লক্ষ্য। আমরা খ্রীষ্টান বা ঈশ্বরের সন্তান, একথা জানাই শক্তিশালী খ্রীষ্টিয় জীবন যাপনের নিশ্চয়তার পক্ষে যথেষ্ট নয়। শক্তিশালী খ্রীষ্টিয় জীবন অর্থ গতিময়; যে জীবন মানুষকে পরিপূর্ণতা দেয়,নতুন ভাবে চলতে সাহায্য করে। একটি নবজাত শিশু দিন দিন বড় হয়ে ওঠে, কারণ তার মধ্যে জীবন আছে। ঠিক তেমনিভাবে একজন নতুন খ্রীষ্ট বিশ্বাসীকেও দিন দিন আত্মিকভাবে বেড়ে উঠতে হবে। ঈশ্বর তাকে যেদিকে চালাতে চান, সে দিকে চলা তার পক্ষে তখন সম্ভব। কিন্তু এমনি থেকেই খ্রীষ্টিয় জীবন লাভ করা যায় না। ১ম করিন্থয় ৩ঃ২৩ পদে লেখা আছে, তোমরা খ্রীষ্টের” কথাটির মানে,যীশু খ্রীষ্ট আমাদের প্রভু এবং কর্তা। যিনি কর্তা তিনি চালনা করেন, তার ছায়াতে থাকতে হয়, তার নির্দেশ পালন করতে হয়,কারণ তিনি আমাদের মুক্তিদাতা, আর তিনি মুক্তিদাতা হিসাবে এই ভুবনে এসেছিলেন যেন মানুষ জীবন পায়,জীবনের উপচয় পায়। তাই যোহন বাপ্তাইজকও বলেছিলেন যিনি আমার পরে আসিতেছেন তিনি মহান, আমি জলে বাপ্তিম্ম প্রদান করি কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিম্মদান করিবেন। আর এই পবিত্র আত্মার শক্তি আমাদের মুক্তি দান করে।
যতক্ষণ না যীশু আমাদের তাঁর বাটিতে নিয়ে যাচ্ছেন ততক্ষণ আমাদের শয়তানের বিরূদ্ধে যুদ্ধ করতেই হবে। প্রলোভন ও পরীক্ষা আসবে কিন্তু আমরা যেন আমাদের স্বাধীনতা বজায় রাখি। খ্রীষ্ট আমাদের ভালবাসেন তাই তিনি আমাদের স্বাধীন করেছেন সুতারং অটল থাক,পূনরায় দসত্বের যোঁয়ালের অধীনস্ত হইওনা--গালাতীয় ৫:১ পদ। আমাদের কখনও ভুলে গেলে চলবে না আমাদের নতুন জীবন,আমাদের অনন্ত জীবন সবই খ্রীষ্ট যীশুতে। ্ আপনি কতটা ভাল ভাবে চলতে চেষ্টা করেছেন তার উপরে নির্ভর করে না কিন্তু আপনার মধ্যে ঈশ্বরের শক্তির উপস্থিতির উপর নির্ভর করে। খ্রীষ্টিয় জীবন কতগুলো নিয়ম পালনের উপর নির্ভরশীল নয় কিন্তু তা হলো আপনাকে খ্রীষ্টের গৌরবময় প্রত্যাশা। খ্রীষ্টের আগমন আমাদের জীবনে এক অভাবনীয় ঈশ্বরের দান। তাই বাবইবেলে বলা আছে ---”কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল,পুরাতন বিষয়গুলি অতিত হইয়াছে, দেখ সমস্ত নত’ন হইয়া উঠিয়াছে।” ২ করিন্থিয় ৫ঃ ১৭ পদ।
খ্রীষ্টের আগমন আমাদের জীবনে অনেক তাৎপর্য বহন করে। সেই কারন গালাতীয় ২ঃ ২০ পদে বলা আছে-খ্রীষ্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্ট আমাতে জীবিত আছেন, এখন দেহে আমার যে জীবন, আমি ঈশ্বরের পুত্রে বিশ্বাস দ্বারা সেই জীবন যাপন করি, তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার জন্য আপনাকে প্রদান করিলেন।
খ্রীষ্টের আগমন আপনাক আমাকে দুশ্চিন্তা তেকে মুক্ত করে---
তিনি অপরিসীম দয়াবান,তিনি আপনাকে আমাকে ভাল বাসেন এবং আপনার আমার তত্বাবধান করেন । তাকেঁ বিশ্বাস করুন। তোমরা সকল ভাবনার ভার তাঁর উপর ফেলিয়া দেও কারণ তোমাদের বিষয়ে তাঁর চিন্তা আছে। ১ম পিতর ৫ঃ ৭ পদ। সুতারং তোমরা এই বলিয়া চিন্তা করিও না, যে কি আহার করিব ? বা কি পান করিব ? বা কি পরিধান করিব ? ( কারণ বিজাতীয়রা এই সকল দ্রব্যের অনুসরণ করে ) তোমাদের স্বর্গস্ত পিতা জানেন যে, এই দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাঁহার ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হও তবে তাহার উপরে এই সমস্ত তোমাদের দেওয়া হইবে। মথি ৬ঃ ৩১-৩৩ পদ।
খ্রীষ্টের আগন আপনাকে আমাকে রোগ থেকে মুক্ত করে ঃ
আমাদের প্রাত্যাহিক জীবনে খ্রীষ্ট এক মহান চিকিৎসক, আপনার আমার প্রকৃত এক বন্ধু। তিনি সকলকে ভালবাসেন ও তিনি আপনাকে আমাকে সুস্বাস্থ্যে রাখেন। যীশু জগতে থাকাকালিন সময়ে যেমন পীড়িত ব্যক্তিদের সুস্থকরতেন বর্তমানের প্রার্থনার উত্তরে তিনি রোগীদের সুস্থতা দান করেন। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি আপনার কাছে কোন এক মহান সেবককে পাঠান যেন আপনার জন্য প্রার্থনা করেন,এবং আপনি নিজের সুস্থতার জন্য .প্রার্থনা করেন ফলে খ্রীষ্ট তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনাকে সুস্থ করেন। ঈশ্বরের পবিত্র আত্মার শক্তি যে আপনাকে সুস্থ করতে সক্ষম ও আমরা তাঁকে বিশ্বাস করি তারই প্রমাণ এই প্রার্থনা এবং তার ফল। ঈশ্বর খ্রীষ্টের মধ্য দিয়ে সেই সহায় পাঠিয়েছেন যেন বিশ্বাসীদের প্রার্থনায় লোকেরা সুস্থ্য হয়। মার্ক ১৬ঃ ১৮ পদে-”তাঁহারা অসুস্থ লোকদের উপর হস্তার্পণ করিলে তাহারা সুস্থ হইবে।”
যীশু খ্রীষ্টে বিশ্বাস ঃ
পবিত্র বাইবেলে চারটি সুসমাচার রয়েছে- এই সুসমাচার কথাটির মানে হচ্ছে ভাল খবর এর অর্থ যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে উদ্ধার পাবার সু-খবর। পরিত্রাণ সম্পর্কে বাইবেলে আমরা কিছু শিক্ষা পাই যেমন-
১।ঈশ্বর আপনাকে এত ভালবাসেন যে আপনার পাপের শাস্তি নেওয়ার জন্য তিনি তাঁর পুত্র যীশুকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন।
২। যীশু আপনার পাপের জন্য মরেছেন। আপনি যদি তাঁকে আপনার প্রভু ও ত্রান কর্তা বলে গ্রহণ করেন তবে তিনি আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন।
৩। যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং আবার স্বর্গে ফিরে গেছেন। তিনি আপনার জন্য তার ভালবাসা স্বরুপ স্বর্গে জায়গা প্রস্তুত করেছেন।
৪। আপনি যখন যীশুকে আপনার ত্রান কর্তা বলে গ্রহণ করেছেন তখনই আপনি ঈশ্বরের একজন সন্তান হয়েছেন এবং খ্রীষ্টে এক নতুন জীবন লাভ করেছেন্।
৫। যীশু তাঁর নিজ লোকদের জন্য আবার ফিরে আসবেন এবং সঙ্গে করে তাদের অনন্ত বাসস্থান সেই স্বর্গে নিয়ে যাবেন।
৬। যীশু খ্রীষ্টের বিষয় এই সব কি আপনি বিশ্বাস করেন ? আপনি তাকে আপনার ব্যক্তিগত ত্রানকর্তা বলে গ্রহণ করেছেন কি ?- যদি করে থাকেন তবে তাঁর উপর নির্ভর ও তাঁর প্রতিজ্ঞায় বিশ্বাস রাখুন।
ঈশ্বর আমাদের জন্য অনন্ত জীবন দান করিয়াছেন এবং সেই জীবন তাঁহার পুত্রেই আছে । পুত্রকে যে পাইয়াছে ,সে সেই জীবনও পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। ১ যোহন ৫ঃ১১,১২ পদ।
যীশুর মধ্য দিয়ে জীবন পাওয়া যায় ঃ-
পবিত্র বাইবেলে বলা আছে- যীশুর উপর বিশ্বাস রাখ,তাঁর উপর বিশ্বাস কর। তিনি তোমাকে জানেন, বোঝেন, ও ভালবাসেন। তিনি আমাদের সকলের জন্য পিতা ঈশ্বরের কাছে সুপারিশ করেন। এই কাজের জন্য ঈশ্বর একমাত্র যীশু খ্রীষ্টকেই মনোনীত করেছেন। একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থতায় যিনি আছেন তিনি খ্রীষ্ট প্রভু- ১ম তীমথিয় ২ঃ৫ পদ। এই জন্য এও বলা আছে আর অন্য কাহারও কাছে পরিত্রান নাই, কারণ আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামের গুণে আমাদের পরিত্রাণ পাইতে পারি - প্রেরিত ৪ঃ ১২ পদ। এবং যীশু নিজেই বলেছেন,আমিই পথ,যীশু ছাড়া ঈশ্বরের কাছে যাবার অন্য কোন পথ নাই। আপনি একই সময়ে দুটি রাস্তা দিয়ে চলতে পারেন না। একমাত্র সত্য যীশুর অনুসরণ করলে আপনাকে অবশ্যই অন্য সব পথ পরিত্যাগ করতে হবে। আপনাকে যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস স্থাপন করতে হবে।
খ্রীষ্ট এসেছিলেন জীনের সার্বিক পূর্ণতা দেবার জন্য। খ্রীষ্ট ্আপনাকে যে নতুন জীবন দেবার জন্য এসেছেন তাতে আপনি এক নতুন দুরদৃষ্টি, নতুন প্রেরণা ও জীবনের এক নতুন অর্থ খুঁজে পাবেন। খ্রীষ্টের মধ্য দিয়ে জীবন লাভ করা যায় কারণ আপনার বোঝা তিনি নিয়েছেন, আপনার পাপ ক্ষমা করা হইয়াছে।
ঈশ্বরের জন্য ও অপরের জন্য এক নতুন ভালবাসা আপনার অন্তর পূর্ণ করে ও আপনার অন্তর আনন্দ ও শান্তিতে ভরে দেয়। যা কিছু সুন্দর, ভালো, তার সমাদর করতে আপনার ভালো লাগবে, ঈশরের উপস্থিতি, শক্তি অনুগ্রহের এক নতুন অনুভুতি আপনার জীবনে আসবে। খ্রীষ্ট এই ভুবনে এসে আমাদের বিশ্বাসীদের এক নতুন মানুষে রুপান্তরীত করেছেন ও আপনাকে পবিত্র আত্মা দান করেছেন। আপনি নতুন জন্ম পেয়েছেন ও আর পাপী বলে গণ্য হবেন না, এখন আপনি ঈশরের সন্তান।
উপসংহার ঃ
যীশুর আগমন, তাঁর উপস্থিতি, তাঁর দয়া ও সত্য আপনার মধ্য দিয়ে প্রকাশ পায়। একটি শক্তিশালী সাক্ষ্য যা অপরকে খ্রীষ্টের চরণে আনতে সাহায্য করে। নিশ্চই আপনি প্রভুর পক্ষে এক উজ্জ্বল দীপ শিখা হতে চান। তাই আসুন আমরা আমাদের ভুল ও অন্যায়ের জন্য অনুতপ্ত হই এবং তার আগমনকে স্বাগত জানাই যেন তিনি আমাদের জীবনে নতুন ভাবে নতুন রুপে আর্বিভুত হন। নহিমিয় ৮ঃ১০ পদে আছে-সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। আর তাই গেয়ে উঠি-তোমরা প্রভুতে আনন্দ কর, আনন্দ কর। আমেন।