পুরাতন নিয়মের ভোজ ছিল মিশরের নিস্তারপর্বের ভোজ । প্রভু যীশু বলেছেন এই ভোজ হচ্ছে, ‘‘Feast of the New Covenant'' - নতুন নিয়মের ভোজ। এই ভোজে মেষশাবক যীশু স্বয়ং নিজে বলি হলেন। এজন্যই যোহন বাপ্তাইজক যিনি খ্রীষ্টের অগ্রে এসে পথ তৈরী করে বলেছিলেন, ‘‘ ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান’’ যোহন 1:29 । প্রভু যীশু নিজের স্বয়ং মেষশাবক হিসেবে ক্রুশে বলি হয়ে নিম্পাপ রক্তের স্রোত প্রবাহিত করলেন।
প্রভু যীশু রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা টুকরো টুকরো করে শিষ্যদের হাতে দিয়ে বললেন, ‘‘ লও খাও, তোমাদের জন্য সমর্পিত আমার এ দেহ, আমার স্মরণার্থে তা কর। সেই রূপে সান্ধ্য ভোজের পর তিনি পানপাত্রটি হাতে নিলেন। ও ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তাঁদের দিলেন ও বললেন, তোমরা সকলে এ পানপাত্র হতে পান কর, কারণ এই আমার রক্ত , নতুন নিয়ম স্থাপনের জন্য এবং তোমাদের ও অনেকের পাপ মোচনের জন্য পাতিত। যতবার তা পান করবে, আমার স্মরণার্থে তা কর (মার্ক 14:22-24)।
এ সকল করার অর্থ কি? নিস্তারপর্ব অনুষ্ঠানটি ছিল মিশরের দাসত্ব থেকে ইস্রায়েল জাতির মুক্তির অনুষ্ঠান। যীশু যখন দেখলেন, ইস্রায়েল জাতি তাঁকে মশীহরূপে গ্রহণ করতে রাজি নয়, তখন তিনি এই প্রভুর ভোজ অনুষ্ঠানের মধ্য দিয়ে এক নতুন ইস্রায়েল গোষ্ঠীর পরিকল্পনা কররেন এবং প্রথমে তাঁর শিষ্যদের নিয়েই তা শুরু হলো। যে কেউ প্রভু যীশুর আত্মোৎসর্গকে তার মুক্তির মুল্যরূপে গ্রহণ করে, তারই রাখা রুটি ভাঙ্গাটাকে তাঁর দেহ ভাঙ্গার চিহ্নস্বরূপ এবং দ্রাক্ষারসকে তাঁর রক্তপাতের চিহ্নস্বরূপ শিষ্যদের সামনে রাখলেন। পানপাত্র থেকে পান করার সময় শিষ্যদের তিনি মনে করিয়ে দিলেন যে, এটির দ্বারা তিনি একটি‘‘ নতুন নিয়ম’’ স্থাপন করেছেন। এটি হলো একটি ‘‘সাক্রামেন্ট ’’ পবিত্র অনুষ্ঠান। সেই ভোজের শেষে যখন তারা টেবিল থেকে উঠে দাঁড়ালেন , তখন ঈস্কোরীতিয় যিহুদা ছাড়া তারা প্রভুর মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হলেন।
ভোজের শেষে গেৎশিমানী বাগানে তারা উপস্থিত হলেন। পিতর, যোহন, যাকোবকে নিয়ে একটু দূরে যীশু উপস্থিত হলেন এবং প্রার্থনায় নিবিষ্ট হলেন। তারা শুনলেন, যীশু বলছেন, যদি সম্ভব হয় তাহলে এই দুঃখের পেয়ালা তাঁর কাছ থেকে তাঁর পিতা যেন সরিয়ে নেন। তবুও তাঁর ইচ্ছামতে নয়, তাঁর পিতার ইচ্ছাই পূর্ হোক। এখানে যেন আর একটি শয়তানের পরীক্ষা । ক্রুশ ছাড়া পরিত্রাতার ভূমিকা পালন করার ইচ্ছা। কিন্তু পরিশেষে যীশু তাঁর পিতাকেই গ্রহণ করলেন। অদূরেই বিশ্বাসঘাতক ঈস্কোরীতিয় যিহুদা পুরোহিতদের কিছু সৈন্যসামন্ত নিয়ে তাঁর কাছে এসে তাঁকে চুম্বন করে তাদের হাতে তুলে দিল। এই ঘটনার সময় শিষ্যদের সঙ্গে কিছু ধস্তাধস্তি হয়েছিল, তবে তা নাম মাত্র। একজন শিষ্যকে যখন ধরা হলো তখন সে কাপড় খানা ছেড়ে দিয়ে গালি গায়ে পালিয়ে গেল (মাক
14:52)।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday