প্রভু যীশুর আগমনের পূর্বে অনেক মহামারী , দুর্ভিক্ষ ও যুদ্ধসহ অনেক চিহ্নের কথা বলা হয়েছে । যা অবশ্যই হবে যার
কোন স্হায়ী সমাধান মানুষ পাবে না।
প্রভু যীশু এ সম্পর্কে বলেছিলেন , বৃহৎ বৃহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর
আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে; (লূক 21:11)
সেইজন্য আমরা যা দেখছি তা অস্বাভাবিক কিছু না। ঈশ্বর এমনও রোগের কথা বলেছেন যার কোন স্হায়ী চিকিৎসাও
থাকবে না।প্রেরিত যোহন দর্শনে জগতের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন মহামারীর অস্তিত্ব দেখেছেন যা মানুষের পাপের ফল ।
বর্তমান মহামারি হচ্ছে করোনা ভাইরাস । আজকে সব দেশের লোক আতঙ্ক।মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।
আজ এই করোনা ভাইরাস আমাদের ঘরের দরজায় ।
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বা অ্ন্য কারণে হোক মারা গেলে পর আপনি কি স্বর্গে যাবেন?
আপনি কি অনন্ত জীবন পেয়েছেন ?
ঈশ্বর চান যেন আপনি এই বিষয়ে নিশ্চিত হতে পারেন! পবিত্র বাইবেল বলে, “তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপরে
বিশ্বাস কর, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পার যে, তোমরা অনন্ত জীবন
পেয়েছ” (১ যোহন ৫:১৩)। ধরা যাক্ আপনি এখন ঈশ্বরের সামনে দন্ডায়মান এবং তিনি প্রশ্ন করলেন,
‘কেন আমি আপনাকে স্বর্গে ঢুকতে দেব?’ তাহলে আপনার কি বলার আছে? আপনি হয়তো জানেন না কি উত্তর
দিতে হবে। কিন্তু এটা আপনার জানা দরকার যে, ঈশ্বর আমাদের ভালবাসেন এবং এমন এক পথ দিয়েছেন যেন
নিশ্চিতভাবে জানতে পারি, আমরা অনন্তকাল কাটাতে পারব। বাইবলে এভাবে বর্ণীত হয়েছে, “ঈশ্বর মানুষকে
এত ভালবাসলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে
বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়” (যোহন ৩:১৬)। প্রথমেই আমাদের জানতে হবে কোন্ সমস্যা স্বর্গ থেকে
আমাদের দূরে রাখছে। সমস্যাটা হচ্ছে-আমাদের পাপ স্বভাব ঈশ্বরের সাথে সম্পর্ক বজায় রাখতে বিরত করছে।
আমরা আমাদের ইচ্ছাতেই আমরা স্বভাবতই পাপী হয়েছি। “কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে”
(রোমীয় ৩:২৩)। আমরা নিজেদের উদ্ধার করতে পারি না। “ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে
উদ্ধার পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয় নি, তা ঈশ্বরেরই দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয় নি,
যেন কেউ গর্ব করতে না পারে” (ইফিষীয় ২:৮-৯)। মৃত্যু এবং নরক আমাদের পাওনা। “পাপ যে বেতন দেয় তা মৃত্যু,
কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু যীশুর মধ্য দিয়ে অনন্ত জীবন” (রোমীয় ৬:২৩)।ঈশ্বর পবিত্র ও ধার্মিক,
তাই তিনি অবশ্যই পাপকে শাস্তি দেন; তবু তিনি আমাদের ভালবাসেন এবং আমাদের পাপের ক্ষমা দেবার ব্যবস্থা
করেছেন। যীশু বলেছেন, “আমিই পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে
পারে না” (যোহন ১৪:৬)। যীশু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন: “খ্রীষ্টও পাপের জন্য একবারই মরেছিলেন।
ঈশ্বরের কাছে নিয়ে যাবার জন্য সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন” (১ পিতর ৩:১৮)
। যীশু মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন: “আমাদের পাপের জন্য যীশুকে মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং
আমাদের নির্দোষ বলে গ্রহণ করবার জন্য তাঁকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল” (রোমীয় ৪:২৫)।
তাহলে এখন মূল প্রশ্নে ফিরে যাই- করোনা ভাইরাস আক্রান্ত বা অন্য কারনে হয়ে মারা গেলে পর স্বর্গে যেতে পারবেন?’
এর উত্তর হচ্ছে, প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করুন, তাহলে আপনি উদ্ধার পাবেন (প্রেরিত ১৬:৩১)।
“তবে যতজন তাঁর উপরে বিশ্বাস করে তাঁকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন”
(যোহন ১:১২)। আপনি বিনা পয়সার উপহার হিসাবে অনন্ত জীবন পেতে পারেন। “কিন্তু ঈশ্বর যা দান করেন তা
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে অনন্ত জীবন” (রোমীয় ৬:২৩খ)। আপনি এখনই এক পরিপূর্ণ ও অর্থবহ জীবন
পেতে পারেন। যীশু বলেছেন: “আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়”
(যোহন ১০:১০ খ)। আপনি অনন্তকাল ধরে যীশুর সাথে স্বর্গে কাটাতে পারেন, কারণ তাঁর প্রতিজ্ঞা: “আমি গিয়ে
তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি
তোমরাও সেখানে থাকতে পার” (যোহন ১৪:৩)।যদি আপনি যীশু খ্রীষ্টকে আপনার উদ্ধারকর্তা বলে গ্রহণ করতে চান
এবং ঈশ্বরের কাছ থেকে আপনার পাপের ক্ষমা পেতে চান, তাহলে এখানে একটি প্রার্থনা দেওয়া হচ্ছে যা আপনি বলতে
পারেন। এই প্রার্থনা বললে বা অন্য কোন প্রার্থনা বললেই আপনি উদ্ধার পাবেন না। এটা শুধুমাত্র যীশু খ্রীষ্টকে বিশ্বাস
করা, যেন তাঁর মধ্য দিয়ে আপনি পাপের ক্ষমা পেতে পারেন। এই প্রার্থনাটি শুধুমাত্র ঈশ্বরের উপরে আপনার বিশ্বাসকে
প্রকাশ করতে সহজ একটি পথ এবং ক্ষমা পাবার জন্য তাঁকে ধন্যবাদ জানানো মাত্র। ‘ঈশ্বর, আমি জানি আমি আপনার
বিরুদ্ধে পাপ করেছি; সেজন্য শাস্তি আমার পাওনা। কিন্তু যীশু খ্রীষ্ট আমার পাওনা শাস্তি নিজেই নিয়েছেন যেন তাঁকে
বিশ্বাস করে আমি ক্ষমা পেতে পারি। পরিত্রাণ বা উদ্ধারের জন্য আমি আপনার প্রতি আমার বিশ্বাস রাখি । আপনার
অতুলনীয় অনুগ্রহ ও ক্ষমার জন্য আপনাকে ধন্যবাদ!
এগুলো পড়ে আপনি কি খ্রীষ্টের পক্ষে কোন সিদ্ধান্ত নিতে পেরেছেন?
যদি নিয়ে থাকেন, তাহলে, ‘আমি আজকে খ্রীষ্টকে গ্রহণ করেছি’
আমরা আপনার জন্য প্রার্থনা করবো। সেই সাথে আপনি যীশু খ্রীষ্টকে জীবনে ধারণ করে চলবেন।
প্রতিদিন পবিত্র বাইবেল পাঠ করবেন। প্রার্থনায় জীবন যাপন করবেন। তাহলে আপনার জীবনে
যতই বড় করোনা ভাইরাস আসুক না কেন আমরা মারা গেলে আমাদের ভয় পাবেন। কারণ আমরা জীবিত ও
আপনার সাথে ঈশ্বর আছেন।
প্রভু যীশু বলেছেন "সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে, ও যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, এবং বিচারে আনীত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, এবং যাহারা শুনিবে, তাহারা জীবিত হইবে।" (যোহন 5:24) আমেন।
(এডমিন)