পুনরুত্থান বা ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় বোমা হামলায় কমপক্ষে 180 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় পাঁচশত। আজ পাস্কাপর্বের গীর্জা চলাকালে উগ্রবাদীদের মাধ্যমে এই হামলার ঘটনা ঘটে তিনটি গীর্জায় এবং তিনটি অভিজাত হোটেলে। হামলার ঘটনাস্থল কলম্বো এবং নিগম্বো। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। নিহতদের মধ্যে কোন বাংলাদেশী আছে কিনা তা জানা যায়নি।
তিনটি গীর্জার মধ্যে দুইটি কাথলিক গীর্জা এবং একটি প্রটেষ্টান গীর্জা। আক্রান্ত কাথলিক গীর্জাগুলো হলো কলম্বোর কোচিকাড়ে সাধু আন্তনির তীর্থস্থান এবং নিগম্বোর কাটোয়াপিটিয়ায় সাধু সেবাষ্টিয়ানের গীর্জা। প্রটেষ্টান গীর্জার নাম বাত্তিকালেয়ায় জিয়োন গীর্জা।
অপরদিকে আক্রান্ত তিনটি হোটেলেই কলম্বোয় অবস্থিত। এগুলো হলো: সেনসিলা চাইনিজ রেষ্টুরেন্ট, কলম্বো কিংসবাড়ি এবং সিনেমানগ্রেন্ড।
ডেস্ক নিউজ: