শ্রীলংকায় হামলার নিন্দা করলেন বারাক ওবামা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শ্রীলংকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলছেন, এটা মানবতার ওপর এক হামলা। তিনি হামলার শিকার এবং শ্রীলংকার জনগণের জন্য প্রার্থনা করছেন বলে টুইটে লেখেন।
The attacks on tourists and Easter worshippers in Sri Lanka are an attack on humanity. On a day devoted to love, redemption, and renewal, we pray for the victims and stand with the people of Sri Lanka.— Barack Obama (@BarackObama) April 21, 2019