হামলাকারিরা শ্রীলংকান: প্রধানমন্ত্রী

ads20
    শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল ভিকরেমাসিঙ্গে বলছেন, তার দেশে যে বোমা হামলায় ২০৭ জন নিহত হয়েছেন, তার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে। তিনি বলেছেন, এপর্যন্ত এদের পরিচয় থেকে এরা শ্রীলংকান বলেই জানা যাচ্ছে। তবে তিনি বলেছেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, তাও এখন যাচাই করে দেখা হচ্ছে।


     শ্রীলংকায় হামলার নিন্দা করলেন বারাক ওবামা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শ্রীলংকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলছেন, এটা মানবতার ওপর এক হামলা। তিনি হামলার শিকার এবং শ্রীলংকার জনগণের জন্য প্রার্থনা করছেন বলে টুইটে লেখেন।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS