বাইবেলের প্রশ্নোত্তর - যিহুদার চিঠি

ads20

    বাইবেলের প্রশ্নোত্তর - যিহুদার চিঠি



    ১.যিহুদা কেন এই চিঠি লিখেছিলেন? 
    উত্তরঃ ভন্ড শিক্ষকেরা যারা নিজেদের বিশ্বাসী বলে দাবি করত তাদের
     সাবধান করবার জন্য যীশুর সৎভাই যিহূদা এই চিঠি খানা লিখেছিলেন

    ২.চিঠিতে তিনি কি বিষয় লিখেছিলেন?
    উত্তরঃ এই শিক্ষকদের তিনি চিনিয়ে দিয়েছিলেন এবং তাদের 
    শেষ দশা কি হবে তাও প্রকাশ করেছিলেন।

    ৩.যিহুদা বিশ্বাসীদের কাছে কি বিষয় লিখে পাঠিয়ে ছিলেন?
    উত্তরঃ যিহুদা তাঁর চিঠির পাঠকদের বলছেন,‘‘ খ্রিষ্টীয় ধর্ম - বিশ্বাস যা ঈশ্বর 
    তাঁর লোকদের চিরকালের জন্য দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ কর”

    ৪.বিষয় সংক্ষেপে কয় ভাগে ভাগ করা হয়েছে?
    উত্তরঃ তিন ভাগে ভাগ করা হয়েছে?
    ক) ভন্ড শিক্ষকদের চিনিয়ে দেওয়া। 
    খ) বিশ্বাসীদের বিশ্বস্ত থাকার উপর জোর দেওয়া ।
    গ) আর্শীবচন।

    ৫.যিহুদা পুস্তক লেখকের পরিচয় কি?
    উত্তরঃ তিনি যাকোবের ভাই।
    Christo Sangeet Presenter

    খ্রীষ্ট সঙ্গীত অ্যাপ

    আপনার উপাসনার সঙ্গী, এখন আপনার হাতের মুঠোয়।

    সহজ ও নিরাপদ এবং সম্পূর্ণ অফলাইন সুবিধা।

    আজই ডাউনলোড করুন

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS