বাইবেলের প্রশ্নোত্তর : প্রকাশিত বাক্য

ads20
    ১. যোহনের কাছে প্রকাশিত বাক্য বইটা আসলে কি?
    উত্তরঃ যোহনের নির্বাসিত পাটম দ্বীপে থাকাকালীন সময়ের এক দর্শন।
    ২. এই বই খানি যে বাইবেলের সকল বই থেকে আলাদা তা কি ভাবে বুঝ যায়?
    উত্তরঃ প্রথম বাক্য থেকে বুঝা যায়, ‘‘ এই বইয়ের মধ্যে যা দেখা হয়েছে 
    তা যীশু খ্রীষ্ট নিজেই প্রকাশ করেছেন।’’
    ৩. ঈশ্বরের প্রকাশিত সত্য বাইবেলের আর কোন কোন বইতে পাওয়া যায়?
    উত্তরঃ দানিয়েল, যিহিস্কেল, ও সখরিয় নবীদের লেখায় পাওয়া যায়।
    ৪. বইটি কোন ধরণের বিষয় লিপি বদ্ধ রয়েছে?
    উত্তরঃ দেওয়া বিভিন্ন দর্শনে পূর্ণ, যার মধ্যে নানা রকম প্রতীক চিহ্ন ও রূপক অর্থ আছে।
    ৫. বইটি যখন লেখা হতে ছিল তখন কি সব ঘটনা ঘটতে ছিল?
    উত্তরঃ এই বইট লেখা হয়েছে সেই সময় যখন প্রভু হিসাবে যীশু খ্রীষ্টের 
    উপর বিশ্বাস স্থাপনের দরুন খ্রিষ্টানেরা অত্যাচারিত হচ্ছিল।
    ৬.   এ বইটি মধ্যে যোহনের উদ্দেশ্য কি ছিল?
    উত্তরঃ  এই বইয়ের পাঠকদের আশা ও উৎসাহ দেওয়ার ছিল 
    যোহনের প্রধান উদ্দেশ্য যাতে অত্যাচারের সময় তারা বিশ্বস্ত থাকতে পারে। 
    এই বইয়ে পরিষ্কার ভাবে প্রকাশ করা হয়েছে যে, শেষে ঈশ্বর তাঁর
     সমস্ত শক্রুদের এমন কি শয়তানকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে ফেলবেন।
    ৭.  বিশ্বাসীদের শক্রু শয়তানকে কার মাধ্যমে পরাজিত করা হবে?
    উত্তরঃ যোহনকে যে তিনটি সময়ে কথা বলেছিলেন সেই সময়ের কথা অনুসারে 
    বইটিকে তিন ভাগে ভাগ করা যায়।
    ৮.   ঈশ্বর তাকে কি বলেছিলেন?
    উত্তরঃ এই জন্য তুমি যা দেখলে, যা এখন ঘটছে এবং পরে যা ঘটবে সেই সব লিখে রাখ’’(প্রকাঃ১:১৯)
    ৯.   বইটির বিষয় সংক্ষেপে কয় ভাগে করা হয়েছে?
    উত্তরঃ চার ভাগে -১ .যোহন যে সব ব্যপার দেখেছিলেন।
     ২.যা এখন ঘটছে , সাতটা মন্ডলীতে যা ঘটছে। 
    ৩.এর পরে যা কিছু ঘটবে। 
    ৪. উপসংহার।
    ১০.এই বইয়ের মধ্যে কতটি বিষয় দর্শন প্রভু তাকে দিয়েছেন?
    উত্তরঃ

    ১১.প্রকাশিত বাক্য কার লেখা?
    উত্তরঃ

    ১২. যোহনের বাবার নাম কি এবং তিনি কি কাজ করতেন?
    উত্তরঃ

    ১৩. পুস্তকটি কোথায় বসে লেখা হয়েছিল?
    উত্তরঃ

    ১৪.কত খ্রিষ্টাব্দে এ বইটি লেখা হয়?
    উত্তরঃ

    ১৫. কাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল?
    উত্তরঃ

    ১৬.  পুস্তকটি কোন ধরনের পুস্তক?
    উত্তরঃ

    ১৭. সপ্তম মন্ডলীর নাম কি?
    উত্তরঃ

    ১৮. বিশ্বস্ত স্বাক্ষী দুতগণের মধ্যে প্রথম জাত পৃথিবীর রাজাদের কর্তা কাকে বলা হয়েছে?
    উত্তরঃ

    ১৯. আমি আলফাও ও ওমিগা মানে আদি ও অন্ত কথাটা কে বলছেন?
    উত্তরঃ

    ২০. যোহন আত্মা প্রাপ্ত হলে কি শুনতে পেলেন?
    উত্তরঃ
     প্রকাশিত বাক্য:  আরোও নতুন প্রশ্ন ও উত্তর  সহ আসছে.



    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS