পবিত্র বাইবেলের মৃত্যুর রহস্যের প্রকৃত সত্য কি?

ads20
    মৃত্যু সম্পর্কে প্রায় আমরা সকলেই অবগত আছি। মৃত্যুর কথা ভাবলেই যেন, আমাদের মনে কেমন একটি অনুভুতি জেগে ওঠে। মৃত্যুকে প্রায় সবাই ভয় পায়। রাজা শলোমন বলেছেন, “জীবিত লোকেরা জানে যে, তাহারা মরিবে,”[উপদেশক ৯:৫]। যদি প্রশ্ন করা যায়ঃ মৃত্যু কি?মানুষ কেন মারা যায়? কেন মৃত্যু সকলের কাছে উপস্থিত হল? কি কারনে মৃত্যু হয়? ইত্যাদি। এই প্রশ্নের উত্তর অন্য কোন গ্রন্থ না দিতে পারলেও একটি গ্রন্থ আছে! যা আপনাকে সত্য জানতে সহযোগিতা করতে পারে, আর তা হলো পবিত্র বাইবেল । কারন সেখানেই মৃত্যুর রহস্যের প্রকৃত সত্য লিপিবদ্ধ করা আছে। আসুন আমার দেখি, পবিত্র বাইবেলে এই সমস্ত প্রশ্নের সমন্ধে কি উত্তর দিয়েছে!মৃত্যু কি?মৃত্যুকে পবিত্র বাইবেলে নিদ্রার (ঘুমের) সাথে তুলনা করা হয়েছে [প্রেরিত ৭:৬০; ১করিন্থীয় ১৫:৬;]। লাসার যখন মার গিয়েছিলেন তখন প্রভু যীশু বলেছিলেন, “আমার বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি।” [যোহন ১১:১১;]। লাসারের মৃত্যুকে প্রভু নিদ্রার সাথে তুলনা করেছিলেন। তাই প্রকৃত খ্রীষ্টানরা মৃতদের ক্ষেত্রে এই কথা বলে, “এই ব্যক্তি প্রভুতে নিদ্রাগত হইয়াছে।” কেন মানুষ মারা যায়? আমরা প্রায় সকলেই জানি যে, আদম ও হবা ছিলেন প্রথম মানব এবং মানবী, এবং তারা ঈশ্বরের প্রতিমুর্ত্তিতে নির্ম্মিত হয়েছিল [আদিপুস্তক১:২৭; ২:৭; ৩:২০;]। তারা শয়তানের দ্বারা, প্রভাবিত হয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে পাপ করে। ঈশ্বর সদাপ্রভু তাদের সতর্ক করে দিইয়েছিলেন, তারা যেন সেই গাছের ফল স্পর্শ না করে এবং তার ফল না খায়। আর যদি তারা, তাঁর আদেশ অমান্য করে। তবে অবস্যই তাদের মৃত্যু হবে। এই বিষয়ে পবিত্র বাইবেলে লেখা আছে, “তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে।” [আদিপুস্তক ৩:৩;]।কিন্তু আদম এবং হবা ঈশ্বর সদাপ্রভুর কথা না শুনে শয়তানের কথায় বিশ্বাস করলো। শয়তান বলল, “কোন ক্রমে মরিবে না।” [আদিপুস্তক ৩:৪;]। তাই তারা নিষিদ্ধ গাছের ফল ভোজন করলো। আর তখন ঈশ্বর সদাপ্রভু তাদের এদেন উদ্যান থেকে বহিস্কার করে দিলনে। তারপর তারা বংশ বৃদ্ধি করতে থাকল এবং এসময় তারা বৃদ্ধ হলো এবং ঈশ্বর সদাপ্রভুর কথা মত তারা মৃত্যু বরন করল। যদিও তারা ঈশ্বরের প্রতিমুর্ত্তিতে নির্ম্মিত হয়েছিল। তারা সেই গাছের ফল ভোজন করে, ঐশরিক গুনাবলি গুলো হারিয়ে ফেলেছিল। শুধু তারা যে ঐশরিক গুনাবলি গুলো হারিয়ে ফেলেছিল তা নয়, বরং তার জন্য আদমের বংশের সমস্ত মানুষই সেই গুনাবলি থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল [রোমীয় ৫:১২;]। আর তার ফলে আদমের বংশধরা পাপের দাসত্বে বিক্রি হয়ে গেল [রোমীয় ৭:১৪;]। কেন মৃত্যু সকলের কাছে উপস্থিত হল? পবিত্র বাইবেলে বলে, “অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রাকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল;” [রোমীয় ৫:১২;] । তাহলে আমরা দেখতে পাচ্ছি আদমের পাপের দ্বারাই মৃত্যু সমস্ত মানজাতির কাছে উপস্থিত হলো।কি কারনে মৃত্যু হয়?পবিত্র বাইবেলে বলে, “পাপের বেতন মৃত্যু” [রোমীয় ৬:২৩;]। অর্থাৎ পাপের মুল্য বা বেতন হচ্ছে মৃত্যু। বাইবেল এই শিক্ষাই প্রাদন করে। পাপের কারনেই মানুষ ঈশ্বরের থেকে দূরে সরে গেছে। মৃত্যু একটা রোগের মত যা বংশের পর বংশ ধরে আদম সন্তানদের উপর রাজত্য করছে। যার কারনে প্রতিটি মানুষ বৃদ্ধ হয় এবং মৃত্যুবরন করে। শিশুরা কি নিষ্পাপ?নবী দায়ূদ বলেছেন,“ দেখ, অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারন করিয়াছিলেন।”[গীতসংহিতা ৫১:৫;]। ঈশ্বর সদাপ্রভু বলেছিলেন, “আমি ভূমিকে আর আভিশাপ দিব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট;” [আদিপুস্তক ৮:২১;]। তার মানে, মানুষ জন্মগত ভাবেই পাপ পায়। তাই পবিত্র বাইবেল বলে, পৃথিবীতে সকলেই পাপী [রোমীয় ৩:২৩;]। এই বিষয়ে ঈশ্বরের প্রতিশ্রুতি কি?এক সময়ে কথা পবিত্র বাইবেল বলে, যখন এই মৃত্যুর খেলা শেষ হয়ে যাবে। বাহিনীগণের সদাপ্রভু, মৃত্যুকে ধ্বংস করবেন [১করিন্থীয় ১৫:২৬;]। আর এক নুতন আকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করবেন [২পিতর ৩:১৩;] যেখানে দুঃখ, কষ্ট, মৃত্যু আর থাকবেনা (প্রকাশিত বাক্য ২১:৪;)। ঈশ্বর আমাদের সমস্ত অমঙ্গলের হাত থেকে রক্ষা করবেন। কারন সেই প্রতিশ্রুতিই তিনি দিয়েছেন। “বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন, অবশ্যই, আমি যেরূপ সঙ্কল্প করিয়াছি, তদ্রুপ ঘটিবে; আমি যে মন্ত্রণা করিয়াছি, তাহা স্থির থাকিবে।”[যিশাইয় ১৪:২৪;]। এই হল মৃত্যুর প্রকৃত রহস্য। যা ঈশ্বর সদাপ্রভু তার পবিত্র বাক্যের দ্বারা প্রকাশিত করেছেন।
    Image result for মৃত্যু কি
    উপসংহারঃ পবিত্র বাইবেলে মানবজাতির রহস্য সম্পর্কে অনেক তথ্য বিদ্যমান রয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানতে হলে অবস্যই আপনাকে পবিত্র বাইবেলের কাছে আসতে হবে। কারন যা পবিত্র বাইবেলে আছে তা আর কোথাও নাই। আমি একজন গবেষক হিসাবে পবিত্র বাইবেলকে খুবই নির্ভরযোগ্য বলে মনে করি। কারন পবিত্র বাইবেলের শিক্ষা সব কিছুর চেয়ে ভিন্ন। কারন একমাত্র এই গ্রন্থেই মৃত্যুর বিষয়ে সমস্ত তথ্য বিদ্যমান রয়েছে। [Christian Apologist: Mr. Johnson Sarkar]
    Christo Sangeet Presenter

    খ্রীষ্ট সঙ্গীত অ্যাপ

    আপনার উপাসনার সঙ্গী, এখন আপনার হাতের মুঠোয়।

    সহজ ও নিরাপদ এবং সম্পূর্ণ অফলাইন সুবিধা।

    আজই ডাউনলোড করুন

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS