‘‘সুস্থ লোকদের চিকিৎসকে প্রয়োজন নাই,
কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে| আমি ধার্ম্মিকদিগকে নয়,
কিন্তু পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়’’
(লূক 5:31-32)|
(লূক 5:28, 30; 18:9)
I. প্রথমত, যারা নিজেদের জীবনযাত্রা নিয়ে সন্তুষ্ট তারা যীশুর কোন
প্রয়োজন অনুভব করে না, লূক 19:5-10; মথি 9:12 |
II. দ্বিতীয়ত, যারা নিজেদের ঈশ্বরবিহীনতায় সন্তুষ্ট তারা যীশুর প্রয়োজন
অনুভব করেন না, রোমীয় 3:11; ইফিষীয় 4:18; 2:12;
রোমীয় 8:7; ইফিষীয় 2:3; যোহন 5:25 |
III. তৃতীয়ত, যারা তাদের নিজেদের হৃদয়ের মন্দ নিয়ে সন্তুষ্ট থাকে তারা
যীশুর প্রয়োজন অনুভব করে না, লূক 7:37-38;
প্রেরিত 2:37; 16:29; রোমীয় 7:24 |