‘‘তাহা তাঁহার পুত্ত্র বিষয়ক, যিনি মাংসের সম্বন্ধে দায়ূদের বংশজাত,যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দ্দিষ্ট’’ (রোমীয় 1:3-4)| গ্রীক অনুবাদিত শব্দ ‘‘declared’’ (প্রকাশ করান) এর অর্থ হচ্ছে ‘‘স্বতন্ত্র করা,’’ ‘‘নির্দ্দিষ্ট করা’’ (স্ট্রং #3724)| মৃত্যু থেকে পুনরুত্থানের দ্বারা যীশুকে স্বতন্ত্র করা য়েছিল,নির্দ্দিষ্ট করা হয়েছিল, ঈশ্বরের পুত্র হিসাবে|
1599 সালের জেনিভা বাইবেল বলছে‘‘দর্শান হইয়াছিল এবং প্রকাশ করান হইয়াছিল’’ (রোমীয় 1:4 পদের উপরে টীকা #1) মৃত্যু থেকে তাঁর পুনরুত্থানের দ্বারা খ্রীষ্টকে ঈশ্বরের পুত্র হিসাবে ‘‘দর্শন এবং প্রকাশ’’করানো হয়েছিল,‘‘যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্ত্র বলিয়া নির্দ্দিষ্ট’’(রোমীয় 1:4)|
১.প্রথমত, কিভাবে যীশু ঈশ্বরের পুত্র হিসাবে প্রকাশিত হয়েছিলেন, I রাজাবলী 17:17-24; II রাজাবলী 4:32-37; মথি 12:39-40; 26:63-66; 27:43 |
২.দ্বিতীয়ত, কেন যীশুকে ঈশ্বরের পুত্র বলে প্রকাশ করা হয়েছিল, লূক 18:31-33; মথি 18:3; যোহন 14:6; 6:37; লূক 13:24; মথি 11:28 |
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?