নতুন মন পরিবর্তনকারীদের জন্যে সাতটি সঠিক বিষয়

ads20

     ‘‘শিষ্যদের মন সুস্থির [শক্তিশালী] করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন, অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশকরিতে হইবে’’ (প্রেরিত 14:22)|(II তীমথিয় 2:12, 3)

    I.    প্রথমত, আপনাকে অবশ্যই কিছু ক্লেশ ভোগ করতে হয়,
     II তীমথিয় 2:3, 12;
    প্রকাশিত বাক্য 2:26 |
    II.   দ্বিতীয়ত, আপনার কাছে অবশ্যই বাইবেল থাকবে এবং আপনি তা পড়বেন,
    II তীমথিয় 3:16, 17; গীতসংহিতা 119:11 |
    III.  তৃতীয়ত, যখন আপনি ছুটিতে আছেন তখন ছাড়া অন্য মন্ডলীতে যাবেন না,
    মথি 24:11, 12 |
    IV.  চতুর্থত, প্রত্যেক রবিবার সকাল এবং সন্ধ্যাবেলায় এই মন্ডলীতে
    উপস্থিত থাকুন| তাছাড়া বৃহস্পতিবারের রাত্রের প্রার্থনা সভা এবং
    প্রত্যেক সপ্তাহের সুসমাচার প্রচারেও যোগদান করুন |

    V.   পঞ্চমত, পালক এবং সহকারী পালককে জানুন, ইব্রীয় 13:7, 17 |
    VI.  ষষ্ঠত, আত্মা জয়কে আপনার জীবনের একটি প্রবল অগ্রাধিকারে পরিণত করুন,
    লূক 14:23 |
    VII. সপ্তমত, ছোট প্রার্থনা দলগুলির একটিতে প্রবেশ করুন, মথি 18:20; I যোহন 1:7 |


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS