ক্রশ কাঁধে তুলে নাও - জাষ্টিন আহমেদ

ads20
    আপনি ক্রুশ বলতে কি বোঝেন? বেশির ভাগ মানুষ বলবে কষ্টভোগ। কিন্তু ক্রুশ কি শুধু কষ্টভোগ? না! ক্রুশ শব্দটির মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। প্রথমত, পিতার ইচ্ছা পালন। দ্বিতীয়ত, শাস্তি। তৃতীয়ত, অন্যের জন্য আত্মত্যাগ অথবা উৎসর্গ। সব মিলিয়ে কষ্টভোগ। এর ভিতরে আরো অনেক বিষয় লুকিয়ে আছে। কিন্তু আজকে আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো যে, তিনটি বিষয় আমাদের প্রভু আমাদের উদ্দেশ্যে এবং পিতার উদ্দেশ্যে করেছেন আর আমাদের এখন কি করা প্রয়োজন।
    পিতার ইচ্ছা পালন। আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া এই কাজটি করতে অক্ষম হয়েছিল। আমরা বেশির ভাগ মানুষ এই বিষয়টাতে হয় জোর দিই না অথবা পালন করতে অক্ষম হই। যদি আপনারা কলসীয় ১:১৫ আয়াত লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে লেখা আছে, “এই পুত্রই হচ্ছে অদৃশ্য ঈশ্বরের হুবহু প্রকাশ।” ইংরেজীতে যাকে বল হয় ওসধমব ড়ভ এড়ফ। এই পর্যন্ত আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, যদি তারা পারে তো যীশু খ্রীষ্টের একটি দোষ অথবা পাপ বের করে দেখাক। কিন্তু এই পর্যন্ত একজনও পারে নি। যোহন ৮:৪৬ পদে তাই যীশু বলেছেন, “আপনাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারেন? যদি আমি সত্যি কথাই বলি তবে কেন আপনারা আমাকে বিশ্বাস করেন না।” এর দ্বারা খুব স্পষ্ট বোঝা যায় তিনি ঈশ্বরের একটি ইচ্ছাও অমান্য করেন নি। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি বেদনাদায়ক সেই ক্রুশ যা কোন মানুষের দোষের শাস্তির জন্য তৈরী করা হয়েছে সেখানেও পিতার ইচ্ছা পূর্ণ করার জন্য উঠেছেন। আমরা মানুষ, বেশির ভাগ সময় এই দোহাইটি আমরা দিয়ে থাকি যখন কোন পাপ কাজ করি আর আমাদের জীবনে পিতার ইচ্ছা পূরণের সময় আসে। অনেক মানুষকেই আমি বলতে শুনেছি, তিনি ঈশ্বর ছিলেন তাই তিনি পেরেছেন, তখনকার সময় আর এখনকার সময় এক নয় ইত্যাদি। আচ্ছা বলুনতো তাহলে কেন পিতার ইচ্ছা পূরণের সময় অর্থাৎ গেৎশিমানী বাগানে তাঁর ঘাম রক্তের ফোঁটা হয়ে ঝরেছিল? আসলে পিতার ইচ্ছা পালন করা আমাদের পক্ষে অনেক সময় কঠিন হতে পারে। কিন্তু যেহেতু একজন মানুষ হিসেবে ঈসা পিতার সব রকম ইচ্ছা পালন করতে সক্ষম হয়েছে, আমরাও চেষ্টা করলে তা পারবো। শুধুমাত্র আমাদের খুঁজে বের করতে হবে আমাদের জীবনে পিতার ইচ্ছা কি।




    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS